অনলাইনে কেনা কাটার অভ্যেস রয়েছে নিশ্চয়! কার্ডের মাধ্যমে নিয়মিত লেনদেন করেন। কিন্তু এইবার থেকে অনলাইনে বদলে যাচ্ছে পেমেন্টের ধরন। কী বদল হল শুনে নিন।
নিয়মিত অনলাইনে কেনাকাটা করেন। কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন, ট্যাক্স মেটান, ইলেকট্রিক বা গ্যাসের বিল মেটান। অন্যের অ্যাকাউন্টে পাওনা বকেয়া মেটান। সবই করেন কার্ডের ভরসায়। এবার থেকে বদল হচ্ছে লেনদেনের কিছু নিয়মকানুন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত নীতিমালায় বেশ কিছু বদল আসবে।
এতদিন যে কোনও অনলাইন প্ল্যাটফর্মে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট হত নির্ঝঞ্ঝাট। একবার পেমেন্ট হলেই কার্ডের বিস্তারিত তথ্য সেখানেই সেভ হয়ে থাকত। লেনদেনের সময় আর কোনও বাড়তি পরিশ্রম করতে হত না, স্রেফ CVV নম্বর দিয়েই কাজ সেরে ফেলা যেত। কিন্তু এবার থেকে বদল আসতে চলেছে নিয়মে। কী সেই বদল?
আরও শুনুন: ‘ফোন ধরবেন সাবধানে’, কেন সতর্ক করল Kolkata Police?
সূত্রের খবর লকডাউন পরবর্তী সময় থেকে যেহেতু অনলাইনে লেনদেনের পরিমাণ বেড়েছে। মানুষ এই মাধ্যমে অভ্যস্ত হয়ে পড়েছেন। আর এই সূত্রেই বারবার শিরোনামে উঠে আসছে প্রতারণার নানা খবর। বিভিন্ন কৌশলে অনলাইনে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন গ্যাং। সেই প্রতারণা থেকে বাঁচতে এবং গ্রাহকদের তথ্যকে আরও সুরক্ষিত রাখতে নিয়মে বদল আনতে চলেছে রিজার্ভ ব্যাংক। সূত্রের খবর নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে যে কোনও লেনদেনের সময় কার্ডের সব তথ্য নতুন করে দিতে হবে। কার্ডের ওপর থাকা নাম, কার্ডের ১৬ সংখ্যা, কার্ডের মেয়াদ, এবং অবশ্যই কার্ডের পিছনে উল্লিখিত CVV নম্বর। প্রতিবার পেমেন্টের সময়ই এইগুলি দিতে হবে। আগামী বছর জানুয়ারি থেকেই কার্যকর হতে পারে এই নিয়ম।
আরও শুনুন: SIM Binding: অনলাইন প্রতারণা রুখতে নয়া ফিচার আনল SBI
নয়া নিয়ম চালু হলে অনলাইন কেনাকাটা বা ওটিটি প্ল্যাটফর্ম-এর সাবস্ক্রিপশন হোক অথবা গ্যাসের সিলিন্ডার কেনা বা ইলেকট্রিকের বিল দেওয়া – সব ক্ষেত্রেই, প্রতিবারই কার্ডের সব তথ্য উল্লেখ করতে হবে। কোনও কিছুই আর সেভ থাকবে না। অনেক সময় সঙ্গে কার্ড না নিয়ে না থাকলেও, স্রেফ কার্ডের পেছনে তিন সংখ্যার CVV নাম্বার মনে রাখলেই কাজ চলে যেত। এখন থেকে সে সুবিধে আর পাওয়া যাবে না।