আবু ধাবির প্রথম হিন্দু মন্দির। যার উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই মন্দির ছাড়াও ভারতের বাইরে রয়েছে বেশ কিছু বিখ্যাত হিন্দু মন্দির। তলিকায় কোন কোন দেশ রয়েছে? আসুন শুনে নেওয়া যাক।
আরবের তো বটেই, মধ্যপ্রাচ্যের সবথেকে বড় হিন্দু মন্দিরের উদ্বোধন হয়েছে সম্প্রতি। যা নিয়ে চর্চায় মেতে গোটা বিশ্ব। বিশেষ করে অযোধ্যার রামমন্দির উদ্বোধনের পরে পরেই এই মন্দির শুভ সূচনায় বেশ উচ্ছ্বসিত সারা বিশ্বের হিন্দুরা। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তেই রয়েছে এমন কিছু বিখ্যাত হিন্দু মন্দির। যা স্থাপত্য হিসেবেও বেশ গুরুত্বপূর্ণ ব্লা যেতে পারে।
আরও শুনুন: সুদূর আবুধাবিতেও এবার বইবে পতিতপাবনী গঙ্গা, কীভাবে?
ভারতবর্ষে এমন কোনও জায়গা নেই বললেই চলে, যেখানে একটাও মন্দির নেই। ধর্মীয় স্থান হলে তো কথাই নেই। বেনারস, হরিদ্বারের মতো জায়গায় পথের বাঁকে বাঁকে মন্দির চোখে পড়ে। কিন্তু দেশের বাইরে? যেখানে সেই অর্থে হিন্দুদের বাস নেই। বা থাকলেও, সেইসঙ্গে অন্য অনেক জাতি ধর্মের মানুষ মিশে রয়েছে। সেখানেও কিন্তু হিন্দু দেবদেবীর মন্দির থাকতে পারে? অবশ্যই পারে। শুধু তাই নয়, গোটা বিশ্বে চর্চা হতে পারে এমন কিছু হিন্দু মন্দিরও রয়েছে ভারতের বাইরে। তালিকায় প্রথমেই বলতে হয় কম্বোডিয়ার কথা। সেখানকার আঙ্করভাট বিষ্ণু মন্দির গোটা বিশ্বে জনপ্রিয়। প্রায় ৪০০ একর জমিতে তৈরি এই মন্দিরের নাম বিশ্ব রেকর্ডের খাতাতেও রয়েছে। একেই বিশ্বের সবথেকে বড় ধর্মীয় স্থানের স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রতি বছর মন্দিরে ভিড় জমান দেশ বিদেশের পর্যটকরা। এমনকি ভারতীয়রাও হামেশাই কম্বোডিয়া যান স্রেফ এই প্রাচীন মন্দিরের অসাধারণ কারুকাজ দেখবেন বলে। তালিকায় থাকা পরের হিন্দু মন্দিরটি ইন্দোনেশিয়ায়। স্থানীয় ভাষায় প্রামবানান হিসেবে পরিচিত এই মন্দিরটি ভগবান শিবের। ভারতের বাইরে দেবাদিদেবের এমন সুন্দর মন্দির আর নেই বললেই চলে। তবে মন্দিরে নিত্য পূজা হয় ব্রহ্মা-বিষ্ণূ-মহেশ্বর, তিনজনেরই। আসলে এখানে স্রেফ একটা মন্দির নেই। গোটা চত্বরে রয়েছে ২৪০ টা মন্দির। তার মধ্যে মূল মন্দিরের আরাধ্য শিব। শোনা যায় এই মন্দির বেশ প্রাচীন। প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে হাজারও সমস্যা কাটিয়ে এই মন্দির এখনও টিকে রয়েছে। উইনেস্কোর তরফেও এই মন্দিরকে হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপর বলতে হয় মার্কিন মুলুকের অক্ষরধাম মন্দিরের কথা। প্রায় ১৯১ ফুটের এই মন্দির তৈরি হয়েছে ১৮৫ একর জমির উপর। সেই অর্থে প্রাচীন না হলেও মন্দিরটি তৈরি করতে সময় লেগেছে ১২ বছর। কর্তৃপক্ষের দাবি এই মন্দির যে কোনও প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করতে সক্ষম।
আরও শুনুন: রামনামই সম্বল, কানাকড়ি ছাড়াই খাতা খোলা যায় অযোধ্যার এই ব্যাঙ্কে
তালিকায় থাকা পরের মন্দিরটি নেপালে। এটিও ইউনেস্কোর তরফে হেরিটেজ স্বীকৃতি পাওয়া এক শিব মন্দির। তবে স্থাপত্য নয়, এই মন্দির ধর্মীয় কারণেই অধিক জনপ্রিয়। কথা বলছি, নেপালের পশুপতিনাথ মন্দির সম্পর্কে। প্রতিদিনই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে ভিড় জমান নেপালের এই মন্দিরে। অস্ট্রেলিয়াতেও রয়েছে বিখ্যাত এক হিন্দু মন্দির। যেখানে একইসঙ্গে পূজিত হন বিষ্ণু এবং শিব। সে দেশের হিন্দুরা ছাড়াও এই মন্দিরে ভিড় জমান অনেকেই। এমনই আরও অনেক হিন্দু মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। শিব, বিষ্ণু তো বটেই, ভারতের বাইরে রয়েছে কিছু শক্তিপীঠও। যেখানে বিভিন্ন দেশ থেকে ভক্তরা নিয়মিত পুজো দিতে আসেন। এবার আবুধাবির হিন্দু মন্দিরটিও যোগ হল এই তালিকায়।