হাতের বদলে পা দিয়ে ভোটদান। এমনটা কখনও শুনেছেন? চলতি নির্বাচন সাক্ষী থাকল সেই ঘটনারও। তবে কমিশনের তরফে পা দিয়ে ভোট দেওয়ার নিয়ম কি আদৌ রয়েছে? আসুন শুনে নেওয়া যাক।
আঙুলে ভোটের কালির ছাপ। বড় হওয়ার লাইসেন্স একে বলাই যায়। কিন্তু হাতের বদলে ভোটের কালির ছাপ যদি পায়ে পড়ে? অবাক লাগলেও সত্যি। চলতি নির্বাচনেই এমন কাণ্ড ঘটেছে। হাতের বদলে পা দিয়েই ভোট দিয়েছেন এক ব্যক্তি। আর সেই নিয়ে কোনও আপত্তিও তোলেননি কেউ।
আসলে, আপত্তি তোলার কোনও কারণও ছিল না। এ ঘটনা গুজরাটের। সেখানকার বাসিন্দা অঙ্কিত সনি ভোট দিয়েছেন ওইভাবে। তবে ইচ্ছা করে নয়, খানিক বাধ্য হয়েই বলা যায়। বছর কুড়ি আগে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হন অঙ্কিত। সেবার প্রাণে বেঁচে গেলেও দুই হাত চিরকালের মতো খুইয়েছিলেন তিনি। যদিও পরিবার ও বন্ধুদের সহযোগিতায় ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন। হাতের বদলে পা দিয়ে যাবতীয় কাজ শুরু করেন অঙ্কিত। অসুবিধা হয় না বললে ভুল হবে। কিন্তু মনের জোর আর টানা অভ্যাসের ফলে নিজেকে সেইভাবে গড়ে তোলেন অঙ্কিত। এই মুহূর্তে তাঁর দুই পা-ই হাতের সমান। সুতরাং ভোট দেওয়ার জন্য তিনি যে পায়ের ব্যবহারই করবেন সেটাই স্বাভাবিক। নির্বাচনের তৃতীয় দফায় গুজরাটে ভোট অনুষ্ঠিত হয়েছে। সেখানেই পা দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন অঙ্কিত। আসলে ভোট দেওয়ার জন্য স্রেফ একটা বোতাম টেপাই কাজ। হাত দিয়ে করা হোক বা পা দিয়ে, ফারাক পড়বে না কিছুতেই। তাই অঙ্কিতকে ভোটদানে বাধা দেননি কেউই। সুতরাং একথা বলাই যায় কমিশনের নিয়মে এতে কোনও সমস্যা নেই।
গুজরাটের নয়দাদ কেন্দ্রের এক বুথে অঙ্কিত ভোট দিয়েছেন। তাঁর অভিনব কায়দায় ভোটদানের ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। সেখানে অনেকেই তাঁকে কুর্নিশ জানিয়েছেন। কেউ কেউ এই দাবিও তুলেছেন, অঙ্কিতকে কমিশনের ব্র্যান্ড আম্বাসাডার করা হোক। যদিও অঙ্কিত নিজেকে আলাদা কোনও গুরুত্ব দিতে চাইছেন না। তাঁর কথায়, ভোটদান নাগরিক কর্তব্য। তাই সেটা পালন করেছেন তিনি। একইসঙ্গে অন্যদেরও ভোটদানের জন্য উৎসাহ যুগিয়েছেন। চলতি নির্বাচনে ভোটদানের হার বাড়াতে একাধিক পদক্ষেপ করেছেন কমিশন। এলাকায় বিনামূল্যে নানা পরিষেবা চালুর পাশাপাশি ভোটারদের জন্য প্রতি বুথে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। তা সত্ত্বেও অনেকে ভোট দিতে নারাজ। কারণ হিসেবে কেউ বলছেন প্রচণ্ড গরম, কেউ বা অন্য কিছু। এসবের মধ্যে অঙ্কিত যেন প্রমাণ করে দিলেন, মনের ইচ্ছা থাকলে সব সম্ভব। তাই তাঁকে নিয়ে বেশ হইচই শুরু হয়েছে বিভিন্ন মহলে।
#WATCH | Nadiad, Gujarat: Ankit Soni, a voter, casts his vote through his feet at a polling booth in Nadiad
He says, “I lost both my hands due to electric shock 20 years ago. With the blessings of my teachers and guru, I did my graduation, CS… I appeal to people to come out… pic.twitter.com/UPx8G5MTPz
— ANI (@ANI) May 7, 2024