ভোট প্রচার হোক বা বাইক সফর, সবসময় সাদা পোশাকেই দেখা যায় রাহুল গান্ধীকে। কেন সাদা পোশাকই পছন্দ, সেই ব্যাখ্যা আগেই দিয়েছেন কংগ্রেস নেতা। এবার বিনামূল্যে সাদা টি-শার্ট বিলি করবেন বলেও ঘোষণা করলেন রাহুল। উপহার পেতে কোন শর্ত মানতে হবে? আসুন শুনে নেওয়া যাক।
এই সেদিনও তাঁকে পাপ্পু বলে ব্যঙ্গ করে উড়িয়ে দিত শাসক শিবির। রাহুল গান্ধী যে দেশ ও দশের জন্য বিশেষ কিছু করে উঠতে পারবেন না, এই কথাটাই বারবার করে বলা হত। বর্তমানে সেই ছবি বদলেছে। ভোটের আগেই রাহুলকেই যেন অনেখানি গুরুত্ব দিতে শুরু করেছিল শাসক শিবির। পাপ্পু ব্যঙ্গ উধাও হয়ে অন্য নাম জুটেছিল রাহুলের কপালে। কিন্তু শাসক শিবিরের অধিকাংশ নেতার বক্তৃতাতেই বারবার ফিরেছেন রাহুল গান্ধী।
আরও শুনুন: নিজে তিনবার ফেল করে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলছেন! রাহুলকে কটাক্ষ বিজেপির
ভোটের ফলাফল সেই ছবি আরও বদলে দিয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে জোট সরকার গড়েছে বিজেপি। এদিকে আরও শক্তিশালি হয়েছে বিরোধীদের হাত। গত নির্বাচনের তুলনায় ফল ভালো করেছে কংগ্রেসও। একইসঙ্গে দুই কেন্দ্রে জিতে তাক লাগিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। নিয়ম অনুযায়ী সাংসদ হচ্ছেন একটি কেন্দ্র থেকেই। তবে দুই কেন্দ্রের মানুষই রাহুলকে ভালোবাসায় ভরিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সেই প্রমাণ মিলেছে রাহুলের ৫৪ তম জন্মদিনেও। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন সোনিয়া পুত্রকে। এতে আপ্লুত হয়েছেন খোদ রাহুলও। দেশবাসীকে বিশেষ ধন্যবাদও জানিয়েছেন তিনি। আর সেইসঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন, সকলকে বিনামূল্যে সাদা টি-শার্ট উপহার দেবেন। স্রেফ মানতে হবে কিছু শর্ত। ঠিক শর্তও নয়, সামান্য একটা কাজ করলেই রাহুলের কাছ থেকে বিনামূল্যে সাদা টি শার্ট উপহার পেতে পারেন যে কেউ।
আরও শুনুন: উচ্চশিক্ষা যেন আর লক্ষ্য নয়, হয়ে উঠছে এড়িয়ে যাওয়ার বিষয়
সবসময় সাদা পোশাক কেন পরেন, সে ব্যাখ্যা আগেই দিয়েছেন রাহুল। তাঁর কথায়, সাদা পোশাক স্বচ্ছতা, দৃঢ়তা এবং সরলতার প্রতীক। তাই সবসময় এই রঙের পোশাক পরতেই পছন্দ করেন তিনি। এমনিতে রাজনৈতিক নেতাদেরও সাদা পোশাকেই দেখা যায়। তবে মূলত পাঞ্জাবী পরেন তাঁরা। রাহুলের বিশেষত্ব সাদা টি শার্ট। আর সেই টি শার্টই এবার বিলি করতে চলেছেন রাহুল। নিজের জন্মদিনে একথা ঘোষণা করেছেন কংগ্রেস নেতা। তবে এমনি এমনি টি শার্ট মিলবে না। তার জন্য বানাতে হবে একটি ভিডিও। সেখানে বলতে হবে স্বচ্ছতা, দৃঢ়তা এবং সরলতার মতো মূল্যবোধ আপনার জীবনে কীভাবে প্রভাব ফেলে। বা এইসব কোথায় ব্যবহার করেন একজন সাধারণ মানুষ। সেই ভিডিও রাহুলকে পাঠালেই তিনি বিনামূল্যে টি-শার্ট পাঠাবেন। সেখানে রাহুলের নাম সই-ও থাকবে। মনে করা হচ্ছে, ভোটের পর নতুন করে জনসমর্থন যোগাতেই এই ঘোষণা করেছেন রাহুল। যা আগামীদিনে কংগ্রেসকে আরও উন্নতি করতে সাহায্য করবে বলেই ওয়াকিবহাল মহল।