জাত তুলে কথা আর তাই নিয়ে লাঠালাঠি! ভারতবর্ষে এই ঘটনা বিরল নয়। তবে, তা এবার যেভাবে সংসদকে কবজা করে ফেলেছে, তা নজিরবিহীনই বলতে হবে। আর সেই বিতর্কের একেবারে কেন্দ্রে চলে এসেছেন অনুরাগ ঠাকুর, রাহুল গান্ধী আর অখিলেশ যাদব। অখিলেশের মন্তব্যকে ঢাল করেই তাঁর প্রশ্নের জবাব দিতে চাইছেন অনুরাগ। কী তাঁর কৌশল? আসুন শুনে নেওয়া যাক।
এ যেন কাঁটা দিয়ে কাঁটা তোলা! ‘জাত’ নিয়ে কটাক্ষের দরুন যখন বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, তখন অখিলেশ যাদবকেই ঢাল করলেন তিনি। সমাজবাদী পার্টির প্রধানের একটি পুরনো ভিডিও তুলে এনেছেন অনুরাগ। যেখানে দেখা যাচ্ছে, এক সাংবাদিককে নাম ও জাত জিজ্ঞেস করছেন তিনি। আর তা দেখিয়েই তাঁর প্রশ্ন, এখানে কীভাবে অখিলেশ জাতের প্রসঙ্গ তুলতে পারলেন?
:আরও শুনুন:
অভয়মুদ্রা থেকে চক্রব্যূহ, হিন্দু ‘অস্ত্রেই’ গেরুয়া শিবিরকে পালটা দিচ্ছেন রাহুল
অগ্নিপথ প্রকল্প নিয়ে অনুরাগের সঙ্গে প্রথমে বচসা বেধেছিল অখিলেশেরই। সংসদীয় আলোচনায় এ খুব স্বাভাবিক ঘটনা। তাই-ই ক্রমশ গড়িয়ে যায় জাত নিয়ে প্রশ্নের পথে। আর সে বিতর্কের কেন্দ্রে ক্রমশ চলে আসেন রাহুল গান্ধী। বাজেট নিয়ে বিতর্ক চলাকালীন মোদি সরকারকে একহাত নেন রাহুল। সরকারি নীতির জন্য যে দেশে অসাম্য দারুণভাবে বাড়ছে, তা খোলামেলা আলোচনায় তুলে ধরেন। শিল্পপতিদের প্রতি সরকারের পক্ষপাতিত্ব নিয়েও ছিল তাঁর অভিযোগ। আর তারপরেই তিনি তোলেন ওবিসিদের সংখ্যা নির্ধারণে জাতগণনার প্রসঙ্গ। লোকসভা ভোটের আগেও এই প্রসঙ্গে যথেষ্ট সরব হয়েছিলেন তিনি। তার পালটা ব্যাপক প্রচারও চালিয়েছিল গেরুয়া শিবির। যদিও ফলাফলের যা অঙ্ক, তাতে রাহুলের বক্তব্যের জোর যে পাকা হয়েছে, তা বলাই যায়। এরপর সংসদে যখন সেই প্রসঙ্গ তিনি ফের তোলেন, তখন বেশ ক্ষুরধার জবাব দেন অনুরাগ। কথায় কথা বাড়ে। পরে নাম না করেই রাহুলকে জাত নিয়ে খোঁটা দেন তিনি। রাহুল তার উত্তরও দেন। তবে মোক্ষম প্রশ্নটি তোলেন অখিলেশই। জাত নিয়ে কীভাবে কেউ প্রশ্ন তুলতে পারেন, তা সরাসরি জিজ্ঞেস করেন তিনি।
এরপরই এই প্রশ্নে জলঘোলা হতে শুরু করে। বিরোধীরাও এর নিন্দা করতে শুরু করেন। এদিকে বিতর্কের মধ্যেই স্বয়ং প্রধানমন্ত্রী আবার অনুরাগ ঠাকুরের একটি বক্তব্য শেয়ার করেন এক্স হ্যান্ডেলে। তাতে বিতর্কে ঘৃতাহুতি হয়। ওদিকে শিল্পপতিদের কাঠগড়ায় তোলার জন্য রাহুলের সমালোচনা করেন নির্মলা সীতারমণও। তবে, এত কিছুর মধ্যে অখিলেশকে জবাব দেওয়ার উপায় খুঁজে নিয়েছেন অনুরাগ নিজেই। তিনি অখিলেশেরই পুরনো ভিডিও তুলে এনে জাত-তোলার পুরনো প্রশ্নটিই ছুড়ে দেন তাঁর দিকে।
:আরও শুনুন:
তাজমহলে শিবমূর্তি! শ্রাবণমাসে গঙ্গাজল নিয়ে হাজির মহিলা, কী হল তারপর?
লোহায় লোহা কাটে- শোনা কথা। তবে প্রশ্নে কি প্রশ্ন মিলিয়ে যায়! এ বিতর্কে সে উত্তর নিশ্চয়ই মিলবে। তবে এত কিছুর মধ্যে কংগ্রেস অবশ্য বলছে, গান্ধী পরিবারের জাত হল শহিদ। বিজেপি-আরএসএস তা বুঝবে না বলেই কটাক্ষ তাদের।