প্রবল বৃষ্টিতে বাতিল হল ট্রেন। যার জেরে কলেজে যাওয়ার পথে রীতিমতো বিপাকে পড়লেন এক পড়ুয়া। কিন্তু আশ্চর্যজনক ভাবে, ত্রাতার ভূমিকায় এগিয়ে এল খোদ ভারতীয় রেল। গোটা ঘটনায় রেলের ভূমিকায় আপ্লুত ওই পড়ুয়া। আর সে কথাই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। আসুন, শুনে নেওয়া যাক।
যাত্রীদের সুযোগসুবিধা দেখতে তারা সদা তৎপর, বারবারই এমন দাবি করে থাকে ভারতীয় রেল। যদিও সে কথা মানতে নারাজ অনেকেই। উলটে রেলের একাধিক পরিষেবা সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন তাঁরা। তবে তাঁদের মতের সঙ্গে একেবারেই মত মিলবে না আইআইটি মাদ্রাজের এই পড়ুয়ার। সত্যম গাধ্বী নামের এই পড়ুয়াটি বরং উলটো কথাই বলবেন। কারণ ব্যক্তিগত অভিজ্ঞতায় ভারতীয় রেলের থেকে যেভাবে সুবিধা পেয়েছেন তিনি, যা অভাবনীয়। আর সেই কথা সকলের সঙ্গে ভাগ করে নিতেও পিছপা হননি তিনি।
আরও শুনুন: ‘বৈষম্য শাস্ত্রে নেই, আছে মনে’, হিন্দু সমাজের কর্তব্য মনে করিয়ে দিলেন মোহন ভাগবত
ঠিক কী অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ওই পড়ুয়া? আসছি সে কথাতেই।
সম্প্রতি একতানগর থেকে ভাদোদরা পর্যন্ত ট্রেনের টিকিট কেটেছিলেন আইআইটি মাদ্রাজের ওই পড়ুয়া। আসলে বাড়ি থেকে আইআইটি-তেই ফিরছিলেন তিনি। তার জন্য ভাদোদরা থেকে চেন্নাইয়ের ট্রেন ধরার কথা ছিল তাঁর। কিন্তু যাত্রার শুরুতেই হল মুশকিল। এমনকি যাওয়াটাই ভেস্তে যেতে বসেছিল তাঁর। আর সেই সময়েই পরিত্রাতা হয়ে এগিয়ে এল খোদ ভারতীয় রেল।
আরও শুনুন: লিট্টি চোখা রান্না, নলকূপের জলে স্নান… ছুটি কাটাতে গ্রামে গিয়ে ‘মাটির মানুষ’ পঙ্কজ ত্রিপাঠীর
আসলে প্রবল বৃষ্টির জেরে একতানগর থেকে ভাদোদরা পর্যন্ত বিছানো রেললাইনের অনেক অংশ রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার ফলে ঝুঁকি না নিয়ে সাময়িকভাবে ওই পথের একাধিক ট্রেন বাতিল করে দেয় রেল। আর তার দরুনই বিপাকে পড়েন ওই পড়ুয়া। কারণ ভাদোদরা পর্যন্ত না পৌঁছতে পারলে সেখান থেকে কানেকটিং ট্রেনটি ধরাও সম্ভব হত না তাঁর পক্ষে। বুকিং নষ্ট হওয়ার পাশাপাশি কলেজে পৌঁছানোও সম্ভব হত না। এদিকে শেষ মুহূর্তে এভাবে ট্রেন বাতিল হওয়ার ফলে বিকল্প ব্যবস্থাও করে উঠতে পারেননি তিনি। কিন্তু সেই পরিস্থিতিতে আশ্চর্যজনকভাবে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ভারতীয় রেলের আধিকারিকেরা। একা ওই পড়ুয়ার জন্য একটি গাড়ি ভাড়া করে দেন তাঁরা, যাতে ভাদোদরা থেকে তিনি কানেকটিং ট্রেনটি ধরতে পারেন। আর তার ফলেই নির্ধারিত সময়ে কলেজে পৌঁছতে পেরেছেন ওই পড়ুয়া। প্রত্যেক যাত্রীর সুবিধা অসুবিধাকে গুরুত্ব দেয় ভারতীয় রেল, নিজের এহেন অভিজ্ঞতার পরে এমন কথাই বলেছেন সত্যম গাধ্বী নামের ওই পড়ুয়া।