‘মেয়েদের কাজে তো বাঁধাধরা সময় থাকে না। তাই আমরা ৭ দিনের ২৪ ঘণ্টা ধরেই কাজ করি।’- শিশুপুত্রকে কোলে নিয়ে বক্তৃতা দিতে উঠে সাফ জানালেন আইএএস আধিকারিক দিব্যা আইয়ার। কী বললেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
বক্তৃতা দিতে মঞ্চে ওঠার সময় মায়ের কাছে দৌড়ে এসেছিল তিন বছরের শিশুপুত্র। বাধ্য হয়ে তাকে কোলে নিয়েই নিজের বক্তৃতা চালিয়ে গেলেন এই মহিলা আইএএস আধিকারিক। পেশা আর মাতৃত্ব, দুই দায়িত্বকেই কীভাবে একসঙ্গে সামলানো যায়, তারই যেন নজির রাখলেন তিনি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আরও অনেক মেয়ের অকুণ্ঠ সমর্থন আদায় করে নিলেন দিব্যা এস আইয়ার নামের ওই আধিকারিক। অধিকাংশ মহিলাদেরই যে এমনভাবে ঘরে বাইরে দড়ি-টানাটানি করে চলতে হয়, সোচ্চারে সে কথাই জানালেন আরও অনেকেই। এমনকি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন যেভাবে তাঁর তিন মাসের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে রাষ্ট্রসংঘের বৈঠকে গিয়েছিলেন, সে কথাও মনে করিয়ে দিয়েছেন কেউ কেউ।
আরও শুনুন: গর্ভনিরোধক বড়ি খেলে মহিলাদের সম্পর্কে কী ভাবে পুরুষরা? জানাল সমীক্ষা
ওই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন কেরলের সিপিআই নেতা এবং বিধানসভার সহকারী স্পিকার চিত্তায়ম গোপকুমার। জানা গিয়েছে, কেরলের আদুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সমাপ্তি অনুষ্ঠানেই ঘটেছে এহেন ঘটনা। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন পথনামথিত্তার ডিস্ট্রিক্ট কালেক্টর দিব্যা। শিশুপুত্র মল্হারকে সঙ্গে নিয়েই অনুষ্ঠানে এসেছিলেন তিনি। কিন্তু বক্তৃতা দেওয়ার জন্য দিব্যাকে মঞ্চে ডাকা হতেই শিশুটিও ছুটে তাঁর কাছে চলে আসে। আর তারপরেই তাকে কোলে তুলে নিয়ে বক্তৃতা দিলেন ওই মহিলা আইএএস আধিকারিক। নিজের বক্তৃতায় তিনি বলেছেন, “সপ্তাহের সাত দিনের মধ্যে প্রতিদিন ২৪ ঘণ্টা সময় জুড়েই আমি একজন মা, একজন ডিস্ট্রিক্ট কালেক্টরও। আমরা মেয়েরা এমনভাবেই ৭ দিনের ২৪ ঘণ্টা ধরেই কাজ করে চলি, কারণ আমরা বাঁধাধরা কাজের শিফট পাই না।” এই ভিডিও ভাইরাল হওয়ার পর দিব্যা জানিয়েছেন, তাঁর কথায় সহমত পোষণ করেছেন আরও অনেক মেয়েই। তাঁদের মতে, এই সমস্যা একা দিব্যার নয়। যাঁদের পেশা ও সংসার দুদিকই সামলাতে হয়, তাঁদের জীবনে বাস্তবিকই ছুটি মেলে না বলে জানিয়েছেন ওই মহিলারা।
আরও শুনুন: নিজের ডিম্বনালি দিয়ে বানালেন লকেট, গর্ভপাতবিরোধী আইনের অভিনব প্রতিবাদ মার্কিন তরুণীর
কীভাবে এই দুটি দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখেন দিব্যা? সে কথার উত্তরে তিনি জানিয়েছেন, যেটুকু সময় ছেলেকে দিতে পারেন, সেই সময়টুকু ভীষণ ভালভাবে কাটানোর চেষ্টা করেন তিনি। সেই সময়ে সন্তানকে যাতে বিবিধ অভিজ্ঞতার মুখোমুখি আনা যায়, সেই চেষ্টাও করেন তিনি। সে কারণেই ফিল্ম ফেস্টিভ্যালের মতো একটি সাংস্কৃতিক পরিসরে ছেলেকে নিয়ে গিয়েছিলেন দিব্যা।
তবে এই ভিডিও ঘিরেও উসকে উঠেছে বিতর্ক। অনুষ্ঠানে সন্তানকে নিয়ে যাওয়ার জন্য দিব্যাকেই দুষেছেন অনেকে। তাঁদের পালটা দিয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, ওই মহিলা আধিকারিক কার্যত দশভুজার মতোই তাঁর সব দায়িত্ব একা হাতে পালন করে চলেছেন। আর সে কারণে সমালোচনা নয়, তিনি কুর্নিশের যোগ্য বলেই মনে করছেন নেটিজেনরা।