তাজমহল চত্বরে প্রস্রাব করছেন দুই ব্যক্তি। ঘটনার ভিডিও দেখে নেটদুনিয়া উত্তাল। অনেকেই প্রশ্ন তুলেছেন, নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কীভাবে এমনটা সম্ভব হল? এরই মাঝে গোবর-গঙ্গাজল নিয়ে তাজমহল হাজির এক ভক্ত। কী হল তারপর? আসুন শুনে নেওয়া যাক।
অপবিত্র হয়েছে তাজমহল! অবিলম্বে শুদ্ধ করা প্রয়োজন। তাই গোবর গঙ্গাজল নিয়ে সেখানে হাজির হন ভক্ত। জোর করে ঢুকতেও চান ভিতরে। যদিও নিরাপত্তা রক্ষীরা তাঁকে মাঝপথেই আটকায়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ তাজমহল শুদ্ধ করতে এলেন এই ভক্ত?
আরও শুনুন:
তাজমহল পছন্দ নয়! মন্দিরে ভিড় জমাচ্ছেন ভারতীয়রা, বিদেশিদের পছন্দ সেই আগ্রাই
এর সঙ্গে জড়িয়ে আরও একটা ঘটনা। এমনিতে প্রতিদিন তাজমহলে হাজার হাজার পর্যটকরা ভিড় জমান। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এই সৌধ একবার সামনে থেকে দেখার ইচ্ছা অনেকেরই থাকে। এমনই দুই ব্যক্তি এসেছিলেন তাজমহলে। নেহাতই ভ্রমণের উদ্দেশে। নিজেদের মতো তাজমহল ঘুরে দেখেন তাঁরা। তবে মাঝপথে হঠাতই প্রকৃতির ডাক আসে। তখনও তাঁরা তাজমহল চত্বরেই। বাইরে এসে শৌচাগারে যাওয়ার মতো অবস্থা ছিল না। হয়তো। আর তাই তাজমহল চত্বরেই প্রস্রাব করেন তাঁরা। লুকিয়ে সেই ঘটনার ভিডিও-ও করেন কেউ কেউ। নিমেষের মধ্যে তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। আর তাতেই তাজমহলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কেন্দ্রের নিয়ম মেনে এই হেরিটেজ ক্ষেত্র কড়া নজরে থাকে। এর আগে তাজমহলে নমাজ পড়তে চেয়ে আটক হয়েছেন এক ব্যক্তি। সেই তাজমহলে কীভাবে প্রকাশ্যে প্রস্রাব করতে পারলেন ওই দুজন? বিতর্কে উত্তাল হয় নেটদুনিয়া। এদিকে, তাজমহলের এই কাণ্ড দেখে রীতিমতো চিন্তায় পড়ে যান গোপাল চাহার নামে এক হিন্দুত্ববাদী।
আরও শুনুন:
দ্রুত কাজে ফিরুন! বাচ্চার অসুখ হলেও মাকে ছুটি দিতে নারাজ সংস্থা
গোপাল অখিল ভারত হিন্দু সংগঠনের সদস্য। গেরুয়া পাগড়ি পরেই হাজির হয়েছিলেন তাজমহলের সামনে। সঙ্গে ছিল গঙ্গাজল আর গোবর। তাঁর দাবি, প্রস্রাব করায় অপবিত্র হয়েছে তাজমহল। তাই গোবর-গঙ্গাজল দিয়ে ধুয়ে, তিনি শুদ্ধ করবেন। যদিও পুলিশ ভিতরে ঢুকতে দেয়নি। তাজমহল চত্বরে এই ধরনের আচরণের অনুমতি নেই। রেগেমেগে সেখান থেকে চলে যান ওই ভক্ত। যাওয়ার আগে অবশ্য সাংবাদিকদের সামনে নিজের ক্ষোভ উগরে দেন। আসলে, তাজমহলে শিবমন্দির মনে করেন বহু হিন্দুত্ববাদী। এই ব্যক্তিও সেই দলেই পড়েন। তাই ধর্মস্থান অপবিত্র হওয়ার ভয়ে তড়িঘড়ি ছুটে এসেছিলেন। অনেকেই তাঁকে সমর্থন জানিয়েছেন। এমনকি বিষয়টি নিয়ে আইনি পথে লড়ার হুঁশিয়ারিও দিয়েছেন গোপাল চাহার। যদিও অনেকেই তাজমহলের সঙ্গে জড়িয়ে এই দুটি ঘটনা নিয়ে হাসির রোল তুলেছেন। ভক্ত গোপালকে কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে। সবমিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চর্চায় তাজমহল।