‘ইয়েস স্যার’ নয়, বলতে হবে ‘জয় শ্রী রাম’। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আবহে এমনই নিয়ম চালু হল গুজরাটের স্কুলে। আসুন শুনে নিই।
এবার স্কুলের পড়ুয়ারাও নিয়মিত বলবে, ‘জয় শ্রী রাম’। এমনই নিয়ম চালু হল গুজরাটের স্কুলে। রোজ রোল কলের সময় ‘ইয়েস স্যার’ বা ‘উপস্থিত’ বলার বদলে তাদের বলতে হবে ‘জয় শ্রী রাম’। সম্প্রতি ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে সেই অভিনব রোল কলের ছবি। যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।
আরও শুনুন: ওষুধ যথেষ্ট নয়! রোগ সারাতে রামায়ণ-গীতা পাঠের ‘প্রেসক্রিপশন’ যোগীরাজ্যের চিকিৎসকের
২০২০ সালের ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পর থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে যায় মন্দির নির্মাণের কাজ। আগামী ২২ জানুয়ারি মন্দির উদ্বোধন। সেই নিয়ে সাজো সাজো রব গোটা দেশে। মন্দিরের গর্ভগৃহ প্রায় তৈরি। সেখানে প্রবেশ করানো হয়েছে রামলালার নতুন মূর্তিও। এদিকে পুজো পাঠ শুরু হয়েছে নির্ধারিত সূচি মেনে। আর এই আবহে অযোধ্যার আকাশে বাতাসে ভাসছে রামনাম। পা ফেললেই যেন শোনা যাবে, ‘জয় শ্রী রাম’ ধ্বনি। স্রেফ অযোধ্যা নয়, একই ধ্বনি শোনা যাবে গুজরাটের বাঁশকন্ঠা জেলাতেও। তবে কোনও রাম মন্দির নয়, স্থানীয় এক স্কুলে পা রাখলে। সেখানকার পড়ুয়াদেরই এমনটা বলতে শোনা যাবে। আসলে রাম মন্দির উদ্বোধনের আবহে ওই স্কুলে চালু হয়েছে এই নিয়ম। এমনিতে রোল কলের সময় ইয়েস স্যার বা প্রেসেন্ট প্লিস জাতীয় শব্দবন্ধ-ই প্রচলিত। অনেকে নিজের মাতৃভাষাতেও উপস্থিত দেয়। তবে এই স্কুলে নিয়ম করে সেই সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। রোল কলের উত্তরে পড়ুয়াদের বলতে হবে ‘জয় শ্রী রাম’।
আরও শুনুন: রামমন্দিরের উদ্বোধনে পোয়াবারো, লক্ষ্মীলাভের আশায় বুক বাঁধছে অযোধ্যার হোটেল
আসলে রামমন্দির তৈরির ইতিহাস আজকের নয়। দীর্ঘ আন্দোলন জড়িয়ে এর সঙ্গে। সেই প্রসঙ্গ টেনেই কর্তৃপক্ষের দাবি, দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠার ফলে। তাই রামের প্রতি শ্রদ্ধা জানাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আসলে রাম মন্দির উদ্বোধনের বহু আগে থেকেই গেরুয়া শিবিরের দৌলতে ‘জয় শ্রী রাম’ ধ্বনিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। স্রেফ অযোধ্যা নয়, দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে রামভক্তদের এই স্লোগান দিতে দেখা যায়। সেই স্লোগানই এবার নিয়মিত শোনা যাবে গুজরাটের স্কুল। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে ধরাও পড়েছে এই অভিনব রোল কল। পড়ুয়াদের নাম ধরে ডাকলেই উত্তর আসছে ‘জয় শ্রী রাম’। শুধু তাই নয়, পড়ুয়ারা হাত জোড় করে সম্বোধনও জানাচ্ছে। নেটিজেনরাও এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ কেউ বিভিন্ন ধর্মের প্রসঙ্গ টেনে এই পদক্ষেপের বিরোধিতা করেছে। আবার কেউ কেউ রামকে সাবর্জনীন হিসেবে তুলে ধরে ওই স্কুল কর্তৃপক্ষকে সাধুবাদ দিয়েছে। সব মিলিয়ে রাম মন্দির উদ্বোধনের আবহে অযোধ্যার মতোই উৎসবের আমেজ ধরা পড়েছে গুজরাটের ওই স্কুলে।