দীপাবলি আলো আর আনন্দের উৎসব। কিন্তু তা আর থাকল কই! মাটির প্রদীপ বিক্রেতাদের আনন্দ এক মুহূর্তে মাটি করে দিলেন জনৈক আইএএস অফিসারের কন্যা। লাঠি দিয়ে মাটির প্রদীপ ভাঙতে দেখা যায় তাঁকে। কিন্তু কেন এমন কাণ্ড করলেন তিনি? আসুন শুনে নিই।
আলোর উৎসবে বিক্রি হচ্ছিল আলোর সামগ্রী। মাটির প্রদীপ ও অন্যান্য জিনিস নিয়ে রাস্তার পাশে দোকান সাজিয়ে বসেছিলেন ছোট বিক্রেতারা। আচমকাই ছন্দপতন। এক যুবতী এসে জল ঢেলে দিলেন বিক্রিবাটায়। আক্ষরিক অর্থেই। প্রথমে মাটির প্রদীপের উপর জল ঢালেন তিনি। অভিযোগ যে, তারপরেই একটা লাঠি ও ব্যাট এনে নির্বিচারে ভাঙতে থাকেন মাটির প্রদীপ ও অন্যান্য আলোর সামগ্রী। দীপাবলিতে মাথায় হাত পড়ে বিক্রেতাদের। ঘটনার ভিডিও ভাইরাল হতেই ব্যবস্থা নিয়েছে পুলিশ। যুবতীর নামে দায়ের হয়েছে অভিযোগ।
আরও শুনুন: জলের ছোঁয়াতেই সবকিছু হয় পাথর! স্থানীয়দের বিশ্বাস ‘ডাইনির অভিশাপ’, কী মত বিজ্ঞানীদের?
ঘটনা উত্তরপ্রদেশের গোমতী নগরের। স্থানীয় বিক্রেতারা জানিয়েছেন, প্রতিবছরই তাঁরা এই জায়গায় দোকান সাজিয়ে বসেন। কখনও এরকম ঘটনা ঘটেনি। এ বছর ওই যুবতী এসে তাঁদের উঠে যেতে বলেন। তাঁরা একটু সময় চান। কেউ কেউ গাড়িতে করে জিনিস সরানোরও উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তার আগেই তাণ্ডব চালান ওই যুবতী। বিক্রেতাদের দাবি। উঠে যাওয়ার মতো সময়ই দেননি ওই মহিলা। নির্বিচারে ভাঙচুর চালান। কেউ তাঁর বিরুদ্ধে একটি কথাও বলেননি। তবে অনেকেই ঘটনার ভিডিও তুলে রাখেন। সেই ভিডিও-ই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। স্বাভাবিক ভাবেই, এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিক্রেতাদের। জানা গিয়েছে, ওই যুবতী প্রাক্তন আইএএস অফিসারের মেয়ে। বাড়ির একেবারে সামনে দোকান দেখে রেগে গিয়েই এমন কাণ্ড ঘটিয়ে ফেলেন তিনি।
Several videos of a woman vandalising potteries of road side vendors in posh Patrakarpuram area in UP’s Lucknow has surfaced. Request @lkopolice take cognizance.
Join: https://t.co/5c8QKoLqFD pic.twitter.com/9AHGiLX6ax
— Satyaagrah (@satyaagrahindia) October 24, 2022
দীপাবলির মরশুমে আলোর সামগ্রী বিক্রি করাই ছোট বিক্রেতাদের উপার্জনের উৎস। সেখানে এরকম ঘটনায় রীতিমতো বিপর্যস্ত তাঁরা। ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় বয়ে যায়। নেটিজেনরা পুলিশকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এরপরই উত্তরপ্রপদেশ পুলিশ ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে।