টি-শার্টে লরেন্স বিষ্ণোইয়ের ছবি। সঙ্গে লেখা, ‘রিয়েল হিরো’। অনলাইনে তাই বিকোচ্ছে রমরমিয়ে। তবে এই ইস্যুতে বিতর্কও কম হয়নি। উত্তাল নেটদুনিয়া। তবে কি অপরাধীও এবার পণ্য? কী বলছে নেটদুনিয়া? আসুন শুনে নেওয়া যাক।
জামায় বিশেষ কারও ছবি আঁকা। এমনটাই ট্রেন্ডিং ফ্যাশন। ছবির তালিকায়, মোদি থেকে শাহরুখ সকলেই থাকতে পারেন। কিন্তু কোনও অপরাধীর ছবি দেওয়া জামা কেউ পরবেন? এইসময় দাঁড়িয়ে উত্তরটা হবে হ্যাঁ। কারণ বাজারে এসে গিয়েছে, লরেন্স বিষ্ণোইয়ের ছবি দেওয়া টি-শার্ট। এবং তা কিনছেন অনেকেই।
কথা বলছি, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সম্পর্কে। তার ছবিই নিজেদের জামায় রাখতে চাইছেন অনেকে। ছবির সঙ্গে কিছু লেখাও থাকছে। যা স্পষ্ট ইঙ্গিত করছে বিষ্ণোই আসলে বড্ড ভালো। একেবারে বাস্তবের হিরো। অথচ এই বিষ্ণোইয়ের বর্তমান ঠিকানা জেল। আইনের চোখে সে দাগী আসামী। রয়েছে খুনের অভিযোগ। গায়ক সিধু মুসেওয়ালা থেকে বাবা সিদ্দিকি, একাধিক খুনের অভিযোগ তার দলের বিরুদ্ধে। আদালতে ৭০-রও বেশি মামলা চলছে। তা সত্ত্বেও কেন রিয়েল হিরো লরেন্স বিষ্ণোই?
কারণ একটা নয় একাধিক রয়েছে। অনেকেই মনে করেন, বিষ্ণোই যে কাজ করেছে তা একেবারেই সঠিক। হোক না খুনের হুমকি, তাতে আপত্তি নেই। শুধু হুমকি কেন, সরাসরি খুনের অভিযোগও রয়েছে এই লরেন্স বিষ্ণোইয়ের দলের বিরুদ্ধে। সদ্য বাবা সিদ্দিকির খুনের দায় এই দল মেনে নিয়েছে। তাদের পরের টার্গেট সলমন খান। যদিও এই নতুন নয়। কৃষ্ণসার হরিণ হত্যার পর থেকেই বিষ্ণোইদের শত্রু হন সলমন। সেই শত্রুতা উত্তরোত্তর বেড়েছে। আগেও বহুবার খুনের হুমকি অবধি দেওয়া হয়েছে অভিনেতাকে। নতুন করে সেই ট্রেন্ড ফিরিয়েছে বিষ্ণোই গ্যাং। ফের উত্তাল নেটদুনিয়া। এই আবহে বাজারে এল লরেন্স বিষ্ণোইয়ের ছবি দেওয়া টি-শার্ট। আপাতত অনলাইনে দুটি ই কমার্স সাইটে এমন জামার বিজ্ঞাপন দেখা গিয়েছে। দামও আহামরি কিছু না। তাই অনেকেই যে এই জামা কিনেছেন তা ধরে নেওয়া যেতেই পারে। তবে নেটদুনিয়া এই বিষয়টা ভালো চোখে দেখেনি মোটেও।
অনলাইন সাইটে বিক্রি হওয়া ওইসব জামার ছবি নিয়ে পালটা পোস্ট করেছেন অনেকে। প্রশ্ন তুলেছেন, এবার কি অপরাধীও পণ্য? অনেকেই চরম নিন্দা করেছেন বিষয়টির। যতই হোক, বিষ্ণোই একজন অপরাধী। তার ছবি কেন কারও জামায় থাকবে, সেই প্রশ্ন তুলেছেন সকলে। অবশ্য এই বিতর্ক চোখ এড়ায়নি ইকমার্স সংস্থার। জানা গিয়েছে, ওই জামা বিক্রি ইতিমধ্যেই বন্ধ হয়েছে। সংস্থার তরফে সাফাই দিয়ে জানানো হয়েছে, বিষয়টি তাঁদের নজর এড়িয়ে প্রকাশ পেয়েছে। তা সত্ত্বেও এই নিয়ে বিতর্ক কমছে না। নেটদুনিয়ার একাংশ বিষ্ণোইয়ের ছবি দেওয়া টি-শার্ট বিক্রি দেখে রীতিমতো ক্ষুব্ধ। সবমিলিয়ে এই ইস্যুতে শোরগোল ছড়িয়েছে সর্বত্র।