জন্মদিনে কেক জুটল না। বদলে মাথার উপর থেকে ছাদটাই উড়ে গেল চার বছরের শিশুকন্যাটির। এক মাস ধরে চলা রুশ আক্রমণ ইউক্রেনের যত শিশুকে ঘরছাড়া করেছে, সেই তালিকায় যুক্ত হল এই শিশুটির নামও, জন্মদিনেই ঘর ছাড়তে হয়েছে যাকে। আসুন, শুনে নিন ছোট্ট দারিয়ার কথা।
জন্মদিনে একটা বড় কেক আসবে, এমনটাই ভেবে রেখেছিল দারিয়া। সে জানত তার জন্মদিনে বাড়িতে পার্টি হবে, সবাই শুভেচ্ছা জানাবে, খাওয়াদাওয়া হইহুল্লোড়ের শেষ থাকবে না। তার বদলে বাড়ির সবাই কেন ভয়ে ভয়ে ঘুরছে, কেন মা-বাবা দরকারি জিনিসপত্র, জামাকাপড়, এমনকি তার পুতুলটাও ব্যাগে ভরছে, এসবের কিছুই তার ছোট্ট মাথায় ঢুকছিল না। এইসবের মধ্যে জন্মদিনটাও এসেই পড়ল। আর ঠিক জন্মদিনের সকালেই দাদা আর তার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে পড়ল মা-বাবা। চার বছরের দারিয়া তখনও বুঝতেই পারেনি, তার জন্মদিনে কেন তার পরিবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে।
আরও শুনুন: বন্ধুত্বের আবার ‘দেশ’ হয় নাকি! ইউক্রেনের শরণার্থী শিশুকে জড়িয়ে ধরে স্কুলে স্বাগত জানাল খুদেরা
আসলে তো কেবল বাড়ি নয়, দেশ ছাড়ার পরোয়ানা এসেছে তাদের কাছে। কিয়েভের উত্তর-পশ্চিম প্রান্তের শহর ইরপিনে বাস ছিল এই পরিবারটির। শেষ মুহূর্ত পর্যন্ত দাঁতে দাঁত চেপে সেখানেই পড়ে ছিল তারা। তিন সপ্তাহ ধরে বেসমেন্টে লুকিয়ে থাকতে হয়েছে তাদের। তবুও নিজের বাড়ি, নিজের শহর ছেড়ে যেতে কে আর চায়! কিন্তু বৃহস্পতিবার যেভাবে শহরটির দিকে অনবরত গোলাবর্ষণ করে গিয়েছে রাশিয়ার সেনাবাহিনী, তার পরে আর সেখানে থাকার ভরসা পাননি দারিয়ার মা-বাবা আনাতোলি এবং সুসানা। অবশেষে মেয়ের জন্মদিনের সকালেই উদ্বাস্তুদের তালিকায় নাম লেখালেন তাঁরাও। শহর ছেড়ে যাওয়া শেষ অধিবাসীদের অন্যতম এই পরিবারটি।
আরও শুনুন: যুদ্ধের বলি শৈশব, রাশিয়ার আক্রমণের জেরে নিহত ইউক্রেনের শতাধিক শিশু
চার বছরের দারিয়া এবং তার দাদা ছ-বছরের ইয়েহর ইউক্রেনের সেইসব শিশুরই প্রতিনিধি, রুশ হামলার দৌলতে গত এক মাসে নিজেদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে যারা। রাষ্ট্রসংঘের হিসেব বলছে, ইউক্রেনের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ বর্তমানে উদাস্তু। সংখ্যাটা সরকারি হিসেবে প্রায় এক কোটি। তার মধ্যে অন্তত ৪৩ লক্ষ শিশু রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।
সুসানা জানিয়েছেন, মেয়ের জন্মদিনের জন্য এই পরিস্থিতিতেও সামান্য কেক আর মোমবাতি জোগাড় করেছিলেন তাঁরা। কিন্তু ফেলে রেখেই আসতে হয়েছে সেসব। মোমবাতি, কেক আর বার্থডে পার্টির বদলে ছোট্ট দারিয়াকে ‘উদ্বাস্তু’ তকমা উপহার দিয়েছে এ বছরের জন্মদিন।