রাতের অন্ধকারে জাতীয় সড়কে ঘটে যায় এক ভয়ানক দুর্ঘটনা। মারা যান এক রাজপুত যুবক। তারপর তাঁর বুলেট বাইক ঘিরে ঘটতে থাকে নানা অলৌকিক কাণ্ড-কারখানা। দুর্ঘটনাস্থলে গড়ে ওঠে তাঁর এক মন্দির। তিনি নাকি রাস্তাঘাটে বিপদ থেকে রক্ষা করেন।
সময়টা আটের দশকের শেষ। তখনও রাস্তায় এত গাড়ি চলে না। রাতে তো গাড়ির সংখ্যা আরও কমে যায়। ডিসেম্বরের রাত। জাঁকিয়ে শীত পড়েছে। বেশ ঘন হচ্ছে কুয়াশাও। রাতের তরল অন্ধকার চিরে, বাষট্টি নম্বর জাতীয় সড়ক ধরে জোরে ছুটে আসছে একটি রয়্যাল এনফিল্ড বাইক। সওয়ারি ওম সিং রাঠোর নামের এক রাজপুত যুবক। যাচ্ছিলেন শ্বশুরবাড়ি। যোধপুর-পালি এক্সপ্রেসওয়ে দিয়ে দিব্যি চলছিল বাইক। কোথাও কোনও সমস্যার লেশ মাত্র নেই। আচমকাই সাড়ে তিনশ সিসির রয়্যাল এনফিল্ডটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে। গড়িয়ে পড়ে রাস্তার পাশে প্রায় কুড়ি ফুট গভীর গর্তে। আচমকা দুর্ঘটনায় সেই রাত্তিরে, সেখানেই প্রাণ হারান, ওম সিং রাঠোর নামের ওই যুবক।
আরও শুনুন- নগ্নতাই যখন পেশা, কেমন কাটে ন্যুড মডেলদের দিন?
পরদিন সকালে প্রথমে দেখেন পথচারী ও স্থানীয় মানুষেরা। তাঁরা খবর দেন নিকটবর্তী থানায়। উদ্ধার হয় ওম সিং রাঠোরের মৃতদেহ। বাজেয়াপ্ত হয় তাঁর মোটর সাইকেলটিও। থানার অন্য অনেক যানবাহনের সঙ্গে সেটি জমা পড়ে গোডাউনে। পরদিন সকালে খানিক হইচই পড়ে থানায়। গোডাউন থেকে গায়েব রয়্যাল এনফিল্ডটি। সকলেই ভাবলেন, নিশ্চয় কোনও চোরের কান্ড। চোরের এত বড় আস্পর্ধা থানা থেকেই চুরি। থানার আধিকারিকেরা এইসবই আলোচনা করছেন, এমন সময়, জনৈক গ্রামবাসী খবর দেন, বুলেটটিকে পাওয়া গেছে। আধিকারিকেরা তড়িঘড়ি ছোটেন। দেখেন, দুর্ঘটনাস্থলের গাছটির কাছেই দাঁড়িয়ে রয়েছে বুলেটটি। তাঁরা সেটিকে ফের থানায় ফেরত আনেন। এইবার, দুটো চাকার হাওয়া খুলে দেন। বের করে নেন, ট্যাঙ্কের সব তেল। চেন দিয়ে কষে বাঁধা হয় বুলেটটিকে।
আরও শুনুন- যেমন Breast তেমন Tax, প্রথার নামে দেশের মেয়েদের সইতে হত যৌন হেনস্তাও
পরদিন অবিশ্বাস্য ভাবে, আবারও মোটরবাইকটি থানা থেকে হাওয়া হয়ে যায়। আবার ওঠে খোঁজ খোঁজ রব। মোটরবাইকটিকে যে অবস্থায় বন্দী ছিল, কীভাবেই বা ভ্যানিশ হওয়া সম্ভব। আবারও খবর মেলে, বুলেটটি পাওয়া গেছে সেই একই জায়গায়। সেই দুর্ঘটনাস্থলে গাছটির পাশে, দাঁড়ানো অবস্থায়। পুলিশের আধিকারিকরা খানিক প্রমাদ গুনলেন। অনেকেই বলতে থাকেন, এই বাইক অলৌকিক শক্তির অধিকারী। এই বাইকে ভর করেছে ওম রাঠোরের মৃত অতৃপ্ত আত্মা।
বাকিটা শুনুন প্লে-বাটন ক্লিক করে।