অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’-র বিশ্বজয়ের পর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তারপরেই মোদিকে পালটা খোঁচা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মোদি যেন আবার এর জন্যেও কৃতিত্ব দাবি না করে বসেন, কটাক্ষ কংগ্রেস নেতার। শুনে নেওয়া যাক।
অস্কারের মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছে রাজামৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’। গোল্ডেন গ্লোবের পর সেরা মৌলিক গানের বিভাগেও অস্কার জিতে নিয়েছে এই ছবির ‘নাটু নাটু’ গান। আর এই গানের জন্য নতুন করে খ্যাতি কুড়িয়েছেন সুরকার এম এম কিরাবাণীও। অস্কার মঞ্চে ভারতের জয়যাত্রাকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। আর এরপরেই প্রধানমন্ত্রীকে পালটা খোঁচা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মোদি যেন এই সিনেমার জন্য নিজেই কৃতিত্ব দাবি না করে বসেন, কটাক্ষ বর্ষীয়ান নেতার।
আরও শুনুন: অস্কারজয়ী ‘নাটু নাটু’ অপছন্দ অনেকেরই, নেটদুনিয়ার সমালোচনা দিচ্ছে কীসের ইঙ্গিত?
অস্কারের ঘোষণার পরেই টুইট করে ‘নাটু নাটু’-র সুরকার, গীতিকার এবং ‘আরআরআর’ ছবির সমস্ত কলাকুশলীকেই শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এই গানকে ‘ব্যতিক্রমী’ বলে দাবি করে তিনি বলেন, আগামী বহু বছর ধরে শ্রোতাদের মনে থেকে যাবে এই গান। নাম উল্লেখ করে এই গানের সুরকার কিরাবাণী এবং গীতিকার চন্দ্র বোস-কেও অস্কার জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মোদি। আর এবার রাজ্যসভায় বাজেট অধিবেশনের সূচনায় ‘আরআরআর’ এবং ‘দ্য এলিফ্যান্ট হুইসপারারস’-এর অস্কার জয়ে একইভাবে অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান জগদীপ ধনকড়। সেই সুরেই সুর মিলিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেও। কিন্তু তার সঙ্গেই বিজেপি শিবিরকে বিঁধতেও ছাড়েননি তিনি। তাঁর সাফ বক্তব্য, এই জয়ের কৃতিত্বও না শাসক দল নিজেরাই দাবি করে বসে। কেউ যেন না বলে বসেন যে, আমরাই এই গান লিখে দিয়েছি, কিংবা খোদ মোদি-ই এই সিনেমা পরিচালনা করেছেন।
আরও শুনুন: ‘নাটু নাটু’ কি শুধু নাচের গান! অস্কার জয়ের পর আসল অর্থ খুঁজছে দেশবাসী
এমনিতে ভারতীয় সিনেমার এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাস গোপন করেননি কংগ্রেস নেতা। তার উপরে দুটি ছবিই দক্ষিণের। স্বভাবতই আন্তর্জাতিক মঞ্চে দক্ষিণী ছবির এহেন সাফল্যে আরোই আনন্দিত কর্ণাটকের ভূমিপুত্র খাড়গে। কিন্তু তিনি এ কথাও মনে করিয়ে দিয়েছেন যে এই জয় আদতে গোটা দেশের। আর সেই কারণেই বিজেপি শিবিরের উদ্দেশে আগাম হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হাত শিবিরের এই বর্ষীয়ান নেতা পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন, যে কোনও কিছুর ক্ষেত্রেই নিজেদের কৃতিত্ব দাবি করতে চায় মোদি সরকার। অস্কার ইস্যুতে এই প্রবণতাকেই তোপ দেগেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা।