৫৬ ইঞ্চির ছাতিকে সম্মান জানাতেই এবার ৫৬ পদের আয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এমনই অভিনব ‘থালি’ সাজাল দিল্লির এক রেস্তরাঁ। আসুন, শুনে নেওয়া যাক।
দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন বলে কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনটিকে উদযাপন করতে অভিনব উদ্যোগ নিল দেশের এক রেস্তরাঁ। এই উপলক্ষে এক বিশেষ ‘থালি’ সাজাল তারা। অর্থাৎ একইসঙ্গে একাধিক পদের এক লোভনীয় প্ল্যাটার। মজার কথা হল, এই থালিতে পদের সংখ্যা ঠিক ৫৬টি। মোদির সেই বিখ্যাত ‘৫৬ ইঞ্চি ছাতি’-র মন্তব্যের সূত্র ধরেই এহেন আয়োজন করেছে রাজধানীর ওই রেস্তরাঁ। এমনকি নির্দিষ্ট সময়ে গোটা থালি শেষ করলে জুটে যেতে পারে মোটা অঙ্কের আর্থিক পুরস্কারও।
আরও শুনুন: স্কুলের শৌচাগারে ‘ডিজিটাল ধর্ষণ’-এর শিকার ৪ বছরের ছাত্রী, মায়ের অভিযোগ ঘিরে ছড়াল ক্ষোভ
৭২তম জন্মদিনে নরেন্দ্র মোদির উদ্দেশে দেশবিদেশ থেকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাজনৈতিক নেতারা। এমনকি এই উপলক্ষেই নামিবিয়া থেকে ভারতের মাটিতে উড়িয়ে আনা হয়েছে আটটি চিতা, জন্মদিনে যাদের খাঁচা থেকে অভয়ারণ্যে মুক্তি দিয়েছেন মোদি। আর এবার শুভেচ্ছার তালিকায় যোগ হল এই নয়া উদ্যোগও। যে উদ্যোগের হোতা দিল্লির কনট প্লেসে অবস্থিত ‘আর্ডর 2.1’ নামে একটি রেস্তরাঁ। রেস্তরাঁটির কর্ণধার সুমিত কালরা জানিয়েছেন, আমিষ এবং নিরামিষ দুই বিভাগেই মিলবে এই বিশেষ থালিটি। অর্থাৎ আমিষাশীরা যেমন বিভিন্ন আমিষ পদের সমাহারে মোট ৫৬টি পদ চেখে দেখতে পারবেন, একইভাবে সম্পূর্ণ নিরামিষ ৫৬টি পদ দিয়ে মহাভোজের আয়োজন রয়েছে নিরামিষাশীদের জন্যও। তাঁর মতে, থালির ধারণা বেশ পুরনো হলেও, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর উদ্দেশ্যেই এই পন্থা অবলম্বন করেছেন তাঁরা। আর এখানেই শেষ নয়। এই বিশেষ থালিকে কেন্দ্র করেই এক বিশেষ পুরস্কারের কথাও ঘোষণা করেছে রেস্তরাঁটি। সংবাদ সংস্থা সূত্রে খবর, যদি কোনও যুগল সম্পূর্ণ থালিটি ৪০ মিনিটের মধ্যে খেয়ে শেষ করতে পারেন, তবে তাঁদের ভাগ্যে জুটবে সাড়ে আট লক্ষ টাকার আর্থিক পুরস্কার। তবে পুরস্কারের সংখ্যা মাত্র দুই। অর্থাৎ একজোড়া জুটির কপালেই জুটবে ওই বিশেষ পুরস্কার।
আরও শুনুন: এক রাতের সঙ্গিনী থেকে দীর্ঘ দাম্পত্যের লম্বা তালিকা, ‘বাধ্যতই’ ৫৩ বার বিয়ে করেছেন ‘ধর্মভীরু’ ব্যক্তি
নরেন্দ্র মোদির ৫৬ ইঞ্চি ছাতির মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে কম জলঘোলা হয়নি। একাধিক ইস্যুতে ওই মন্তব্য টেনে মোদি তথা কেন্দ্রকে বিঁধেছে বিরোধী দলগুলি। তবে এবার ওই মন্তব্যকে কেন্দ্র করেই জন্মদিনে অভিনব উপহার পেলেন প্রধানমন্ত্রী।