আরিয়ান খানের কাজের জন্য যদি শাহরুখকে জেল খাটতে হয়! কিংবা ধরুন, আইন বলল, শাহরুখ ও গৌরী সন্তান প্রতিপালনে ব্যর্থ, তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। হ্যাঁ, এবার এমনই এক আইন আসতে চলেছে। এই আইন মোতাবেক সন্তানের কুকর্মের জন্য শাস্তি পাবেন বাবা-মা।
সন্তানের ভাল কাজের জন্য কৃতিত্ব দেওয়া হয় বাবা-মাকে। আবার বাপ-মায়ের জন্যেই উচ্ছন্নে যায় ছেলেমেয়ে, এও সমাজের চলতি মন্তব্য। আরিয়ান খানের মাদক কাণ্ডের পর শাহরুখকে যেমনটা শুনতে হচ্ছে। তবে কিনা ওই মন্তব্য অবধিই ব্যাপারটায় দাঁড়ি পড়ে। আর কিন্তু তা হচ্ছে না! এবার রীতিমতো সাবধান হতে হবে বাবা-মাকে। আরও কড়া হাতে নিয়ন্ত্রণ রাখতে হবে ছেলেমেয়ের উপর। কেন? কারণ আইন পাশ হয়ে গিয়েছে। নতুন আইন অনুযায়ী, ছেলেমেয়ের অন্যায় কাজের জন্য শাস্তি পাবেন বাবা ও মা।
চিনের আদালতে পাশ হয়েছে এই নয়া আইন। সন্তান কোনও অপরাধ করলে, এমনকী খারাপ ব্যবহার করলেও বাবা-মাকে পেতে হবে কড়া শাস্তি। বিষয়টি অবশ্যই কমবয়সি ছেলেমেয়ের বাবা-মায়েদের ক্ষেত্রেই প্রয়োজ্য। সে যাই হোক, কেমন শাস্তি হবে, আপাতত সেই বিষয়ে চলছে আলোচনা। আগামী এক সপ্তাহের মধ্যে সেই বিষয়েও সিদ্ধান্ত পাকা হবে বলে মনে করা হচ্ছে।
আরও শুনুন: ধাবায় তন্দুরি রুটি তৈরির সময় দেওয়া হচ্ছে থুতু, শাস্তির দাবি উঠল নেটপাড়ায়
নতুন আইনে বলা হয়েছে, নির্দিষ্ট শাস্তি ছাড়াও সন্তানের কুকর্মের জন্য তিরস্কার করা হবে বাবা-মায়েদের। তাঁদের বিশেষ ধরনের প্রশিক্ষণও দেওয়া হতে পারে, ওই প্রশিক্ষণে শেখানো হবে কীভাবে সন্তানকে মানুষ করতে হয়। চিনা সংসদের এক প্রতিনিধির বক্তব্য, ছেলেমেয়ে বড় হয়ে কেমন হবে, কীরকম আচরণ করবে, কতটা সামাজিক বা অসামাজিক হবে, তা অনেকটাই নির্ভর করে পরিবারিক শিক্ষার উপর। যা দিয়ে থাকেন বাবা-মা।
আরও শুনুন: ‘ভিক্ষা করে খাই না’, পুনের কলম বিক্রেতা বৃদ্ধার আত্মমর্যাদাবোধে মুগ্ধ দেশ
এই যুক্তিতেই চিনা আইনে কাঠগড়ায় দাঁড়াতে চলেছেন বাবা-মা! অর্থাৎ কিনা সন্তানের ভাল কাজের ফল যেমন হাতে-কলমে পেয়ে থাকেন বাবা-মা। এবার তেমনই কুকর্মের দায়ও বাস্তবিক নিতে হবে। সন্তানটির অপরাধের মাত্রা বেশি হলে পেতে হবে কড়া সাজাও।