স্টেশনে স্টেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার সুযোগ। আর মোদির ছবি-সহ সেই সেলফি পয়েন্ট তৈরি করতেই কোটি টাকার বেশি বরাদ্দ করল রেল মন্ত্রক। পালটা কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগেছে কংগ্রেসও। বিষয়টি ঠিক কী, শুনে নেওয়া যাক।
বছর ঘুরতেই লোকসভা নির্বাচন। ভোটে জিতে তৃতীয়বারের জন্য মসনদে ফিরতে মরিয়া বিজেপি। আর ভোট আদায়ের জন্য মোদির মুখেই বড় ভরসা রাখছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী মোদির আমলে ভারত সর্বক্ষেত্রেই সাফল্যের শীর্ষে পৌঁছেছে, এমন বক্তব্যে বারে বারেই সরব হয়েছে বিজেপি। নির্বাচনের আগে নানা প্রকল্পে সেই কথাটিকে প্রচার করতেও জোরকদমে ঝাঁপিয়েছে তারা। এবার সেই পরিকল্পনায় নয়া সংযোজন প্রধানমন্ত্রী মোদির ছবি সহ সেলফি পয়েন্ট তৈরি। এবার প্রধানমন্ত্রীর ছবি দিয়ে দেশের রেলওয়ে স্টেশনগুলিতে তৈরি করা হবে সেলফি বুথ। সেপ্টেম্বর মাসেই ১৯টি জোনাল রেলওয়ের জেনারেল ম্যানেজারদের এই সেলফি বুথ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছিল। আর তার জন্যই ১ কোটি ৬২ লক্ষ টাকা ইতিমধ্যেই বরাদ্দ করেছে রেল মন্ত্রক। প্রতিটি স্থায়ী থ্রিডি বুথের জন্য ৬ লক্ষ ২৫ হাজার টাকা এবং অস্থায়ী বুথগুলির জন্য ১ লক্ষ ২৫ হাজার টাকার ব্যয়বরাদ্দ ঘোষণা করেছে রেল মন্ত্রক। মুম্বই, নাগপুর, পুনে, ভুসাওয়াল এবং সোলাপুর, এই পাঁচটি ডিভিশনে আপাতত ওই সেলফি বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও শুনুন: ‘ক্রীড়ায় বিপ্লব এনেছেন প্রধানমন্ত্রী!’ সাক্ষীদের বিক্ষোভের মাঝেই দেদার প্রশংসা অঞ্জু ববি জর্জের
কিছুদিন আগেই প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় প্রধানমন্ত্রী মোদির ছবি, কাট আউট ইত্যাদি দিয়ে সেলফি জোন তৈরি করার নির্দেশ দিয়েছিল ইউজিসি। যাতে সেখানে দাঁড়িয়ে পড়ুয়া, শিক্ষক কিংবা অন্যান্য অতিথিরা সেলফি তোলেন, সেজন্য তাঁদের উৎসাহ দেওয়ার কথাও কর্তৃপক্ষকে মনে করানো হয়েছিল। সেই সময়েও জল্পনা শোনা গিয়েছিল, আসলে লোকসভা ভোটের আগে এইভাবেই ঘুরিয়ে মোদি আমলের সাফল্যের প্রচার করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। এবার রেলওয়ে স্টেশনে সেলফি বুথ তৈরি করা নিয়েও উসকে উঠেছে একই জল্পনা।
আরও শুনুন: ৯ বছরে কদিন ছুটি নিয়েছেন মোদি? জবাব দিল প্রধানমন্ত্রীর দপ্তর
এই বুথগুলি তৈরির খরচ জানতে চেয়ে তথ্যের অধিকার আইনে মামলা দায়ের করেছিলেন এক রেলওয়ে আধিকারিক। আর সেই খরচের কথা প্রকাশ্যে আসতেই এবার সেই তথ্য তুলে ধরে বিজেপি সরকারকে কড়া আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এভাবে করদাতাদের অর্থের নির্লজ্জ অপচয় করছে বিজেপি, অভিযোগ হাত শিবিরের। খাড়গে সাফ বলেছেন, মোদি সরকার রাজ্যগুলিকে খরা বা বন্যায় ত্রাণ দেয়নি। বিরোধীশাসিত রাজ্যগুলিতে ১০০ দিনের কাজের টাকাও এখনও বকেয়া। সেখানে নির্বাচনী চমক হিসেবে কেন এই বিপুল পরিমাণ টাকা নয়ছয় করা হচ্ছে, প্রশ্ন তুললেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।