দুর্গ যিনি রক্ষা করেন, তিনিই দুর্গা। আর যে নারীকে অবলা বলে দাগিয়ে রেখেছে সমাজ, বিপন্নতার মুখে ক্রোধের শক্তিতে তিনিই একযোগে সংহার ও রক্ষার দায়িত্ব তুলে নিতে পারেন। সে কথাই সম্প্রতি বুঝিয়ে দিলেন এক নারী।
অসুরের আক্রমণে অস্থির দেবতারা দুর্গার শরণাপন্ন হয়েছিলেন তাঁদের রক্ষা করার জন্য। একা হাতেই অসুর সংহার করে সপক্ষের রক্ষাকর্ত্রী হয়ে দাঁড়িয়েছিলেন দেবী দুর্গা। সমাজ যখন নানাভাবে মেয়েদের দেবী-র ঘেরাটোপে ঘিরে ফেলে, তখন এ কথাও মনে রাখা প্রয়োজন যে দেবীর আসলে শক্তিরই সমার্থক হওয়ার কথা। মাঝে মাঝে কোনও কোনও নারীই যেন সে কথা মনে করিয়ে দিয়ে যান। একক শক্তিতেই রুখে দাঁড়ান দুর্বৃত্তের সামনে। একইসঙ্গে অভয় দেন আপনজনদের, তাদের রক্ষা করেন। ঠিক যেমনটা করেছেন এই মহিলা।
দেবীপক্ষের আবহেই সামনে এসেছে তাঁর কীর্তি। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভাইরাল ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, মহিলার বাড়িতে হানা দিয়েছে জনাতিনেক দুষ্কৃতী। কিন্তু তারা যাতে বাড়ির ভিতরে ঢুকতে না পারে, একা হাতেই সেই প্রতিরোধ গড়েছেন ওই মহিলা। তাদের দরজা ভাঙার লাগাতার চেষ্টার মুখেও অনড় থেকেছেন তিনি।
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে অমৃতসরে। ছাদে জামাকাপড় মেলছিলেন ওই মহিলা। সেই সময়েই মুখোশ পরা তিন ব্যক্তিকে বাড়ির বাইরে সন্দেহজনক আচরণ করতে দেখেন তিনি। দেখতে দেখতেই একজন পাঁচিল টপকে ভেতরে চলে আসে। তা দেখেই মহিলা দ্রুত নিচে নেমে আসেন। তড়িঘড়ি বন্ধ করে দেন ঘরে ঢোকার মূল দরজাটি। ততক্ষণে দুষ্কৃতীরাও বাড়ির দোরগোড়ায় হাজির। দরজায় ঠেলাঠেলি করতে থাকে তারা। কিন্তু তিনজনের মিলিত শক্তির সামনেও প্রাণপণে সর্বশক্তি দিয়ে দরজা ধরে থাকেন ওই মহিলা। এক ফাঁকে একটি সোফা টেনে এনে দরজায় আটকে দেন। ভিডিও জুড়ে ভয়ের চিৎকার শুনে সন্দেহ হয়, হয়তো সেসময় বাড়িতে কয়েকটি বাচ্চাও ছিল। দুষ্কৃতীরা ভেতরে ঢুকতে পারলে লুঠপাট চলত, ঘটতে পারত অন্য কোনও বড় অপরাধও। তবে একা হাতেই সেই সম্ভাবনা রুখে দিয়েছেন এই মহিলা। শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিতে বাধ্য হয়েছে ওই দুর্বৃত্তরা।
এই ভিডিও-ই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। মহিলার সাহসকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরাও। মেয়ে মাত্রেই দুর্বল বা ভীত, এমন সহজ সমীকরণ যে আসলে টানা চলে না, সে কথাই আরও একবার প্রমাণ করে দিয়েছেন এই মহিলা।
Robbers tried to loot a house, But the robbers could not do anything in front of the Brave Woman present in the house. The brave woman single-handedly overpowered three robbers🫡, Amritsar
pic.twitter.com/NQuAwauAYf— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 1, 2024