রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনেই ঘরে এসেছে সন্তান। আর তার নামকরণের মধ্যে দিয়েই এই দিনটিকে স্মরণীয় করে রাখলেন এই মুসলিম মহিলা। একইসঙ্গে বার্তা দিলেন সমন্বয়েরও। আসুন, শুনে নেওয়া যাক।
রামজন্মভূমিতে রামলালার প্রাণপ্রতিষ্ঠা ঘিরে উন্মাদনায় ভাসছিল গোটা দেশই। এই আবহেই সন্তানের জন্ম দিলেন এই মুসলিম মহিলা। রাম মন্দিরে রামের অভিষেকের দিনেই তাঁর ঘরেও এল পুত্রসন্তান। তাই দুটি ঘটনাকেই এক সূত্রে বাঁধতে চেয়েছেন এই মহিলা ও তাঁর পরিবার। তাই শিশুর নামকরণের মধ্যে দিয়েই রাম মন্দির প্রতিষ্ঠার ক্ষণটিকেও তাঁরা জুড়ে নিয়েছেন। সন্তানের নাম রেখেছেন রামরহিম। আর সেই নামের মধ্যে দিয়েই হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে সমন্বয়ের বার্তাটিও ছড়িয়ে দিতে চেয়েছেন তিনি।
আরও শুনুন: সাংবাদিকের ডায়রি: রামের অযোধ্যা ঘুরিয়ে দেখালেন স্বয়ং ‘রাম’
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে। যোগীরাজ্যের একটি ডিস্ট্রিক্ট হাসপাতালেই সন্তান প্রসব করেছেন ফরজানা নামের ওই মহিলা। ওই হাসপাতালের চিকিৎসকই পুরো বিষয়টি সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, শিশুটির নামকরণ করেছেন তার ঠাকুমা হাসনা বানু। আর সেই নামে আপত্তি ছিল না পরিবারের কারোরই। আসলে কোনও একটি ধর্ম যে মানুষকে কোনও একটি মাত্র গণ্ডিতে বেঁধে ফেলতে পারে না, এই নামের মধ্যে দিয়ে সে কথাই বোঝাতে চেয়েছেন তাঁরা।
আরও শুনুন: মুদ্রায় খোদাই রাম-সীতার ছবি, সমন্বয়ের বার্তা দিয়েছিলেন সম্রাট আকবর
আসলে রাম মন্দির নিয়ে উন্মাদনার পাশাপাশি বিতর্কও তো কম ছিল না। এর সঙ্গেই জড়িয়ে রয়েছে বাবরি মসজিদ ভেঙে ফেলার ইতিহাসও। ধর্ম নিয়ে দুই সম্প্রদায়ের টানাপোড়েনে রক্তও ঝরেছে অনেক। তার মাঝখানে দাঁড়িয়ে বারে বারেই সম্প্রীতির কথা বলতে চেয়েছেন শান্তিকামী মানুষেরা। রাম মন্দির প্রতিষ্ঠার দিনেও সেই কাজটিই করল যোগীরাজ্যের এই মুসলিম পরিবার।