ওয়ানড় বন্যাকে জাতীয় বিপর্যয়ের মান্যতা দেওয়া হোক। এমনই দাবি তুলেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেই দাবি মানতে নারাজ কেন্দ্রের বিজেপি সরকার। নেপথ্যে কী যুক্তি কেন্দ্রের? আসুন শুনে নেওয়া যাক।
প্রকৃতির রুদ্ররোষে বিপর্যস্ত কেরল। বিধ্বংসী বন্যা, লাগাতার ভূমিধসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওয়ানড়। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৫০। এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে বহু। ভয়ঙ্কর এই পরিস্থিতিকেই ‘জাতীয় বিপর্যয়ের’ মান্যতা দেওয়া হোক, দাবি তুলেছিলেন রাহুল গান্ধী। কংগ্রেসে সাংসদের সেই দাবি অবশ্য মানা হয়নি।
লোকসভায় জোড়া আসনে জিতে সংসদে ফিরেছেন রাহুল গান্ধী। এর মধ্যে একটি আসন ওয়ানড়ের। যদিও নিয়ম অনুযায়ী ওয়ানড়ের সাংসদ পদ তাঁকে ছাড়তে হবে। সেখানে নতুন করে নির্বাচন লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী। এর মাঝেই প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত ওয়ানড়। সব কাজ ফেলে অসহায়দের পাশে দাঁড়াতে ছুটেছিলেন রাহুল। বন্যায় ঘরহারাদের বাড়ি তৈরির প্রতিশ্রুতিও দেন। বিষয়টি নিয়ে দিল্লি এবং কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গেও আলোচনা করার কথা বলেন রাহুল। সেইমতো কেন্দ্রের বিজেপি সরকারের কাছে এই নিয়ে সওয়াল করেন কংগ্রেস সাংসদ। তাঁর দাবি ছিল, ওয়ানড় বন্যাকে জাতীয় বিপর্যয়ের আখ্যা দেওয়া হোক। এমনিতে, কেন্দ্রের তরফে ওয়ানড় বিপর্যয় নিয়ে যথেষ্ট উদ্বেগ দেখানো হয়েছে। বিভিন্ন রাজ্যের তরফেও ওয়ানড়ের পাশে থাকার বার্তা এসেছে। বাংলা থেকে ওয়ানড়ে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্র সরকার এই পরিস্থিতিকে জাতীয় বিপর্যয়ের মান্যতা দতে নারাজ।
কংগ্রেস সাংসদের দাবি নাকচ করার নেপথ্যে বিজেপির যুক্তি, বর্তমান সরকারের নিয়মে জাতীয় বিপর্যয় বলে কিছুর অস্তিত্ব নেই। ইউপিএ জমানায় এই ধরনের নিয়ম থাকলেও, বর্তমান সরকার একে মান্যতা দেয় না। কিন্তু তার মানে কেরলের বিপর্যয়কে লঘু করে দেখা হচ্ছে তাও নয়। বিজেপির দাবি, কোনও বিপর্যয়ই হেলাফেলা করার বিষয় নয়। ওয়ানড়ে যা হচ্ছে, তাতে সবরকম সাহায্যের জন্য প্রস্তুত কেন্দ্র। উদ্ধারকাজও মূলত করছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাই। পাশাপাশি প্রধানমন্ত্রী বিষয়টিকে আলাদা গুরুত্ব দিয়ে দেখছেন বলেও দাবি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মুরলীধরনের। শুধু তাই নয়, বন্যা বিধ্বস্ত পরিবারের জন্য আর্থিক সাহায্যও ঘোষণা করেছে কেন্দ্র। এই আবহে স্রেফ একটা শব্দ নিয়ে মাথা না ঘামানোর পরামর্শই দিয়েছেন বিজেপি নেতা। এদিকে, ভূমিধসের পর থেকেই প্রাণের সন্ধানে ওয়ানড় চষে ফেলেছেন উদ্ধারকারীরা। নিখোঁজ মানুষদের খুঁজে পেতে ধ্বংসস্তূপে তন্নতন্ন করে তল্লাশি চালাচ্ছেন তাঁরা। অনেকেই দাবি করছেন, কোনও প্রাণের অস্তিত্ব আর মিলবে না। বিজেপি নেতার পরামর্শ সব ভুলে সেদিকেই নজর থাকুক সকলের। কেন্দ্রের গাফিলতি নিয়ে প্রশ্ন না তুলে, ওয়ানড় নিয়েই ভাবার পরামর্শ দিয়েছেন তিনি।