এক কালে তিনি চাইতেন, আগে পদত্যাগ, তার পর তদন্ত। দিন বদলেছে। এখন আর সে কথা বলছেন না তিনি। অরবিন্দ কেজরিয়াওলকে তাই তাঁর কথাই মনে করিয়ে দিল বিজেপি। কোন প্রেক্ষিতে? আসুন শুনে নেওয়া যাক।
ফের ইডি-র শমন এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই নিয়ে বার সাতেক ঘটল একই ঘটনা। আর তাই তাঁকে তাঁরই পুরনো কথা মনে করিয়ে দিল বিজেপি। বারংবার ইডি-র ডাক নিয়ে স্বাভাবিক ভাবেই ক্ষোভ প্রকাশ করে থাকেন কেজরিওয়াল। তাঁর দাবি, বিজেপি চায় না যে দিল্লিতে স্কুল হসপিটাল তৈরির কাজ হোক, উন্নয়ন স্তব্ধ করে দিতেই এই ধরনের ডাক চলছে বলেই মনে করছেন তিনি। উপরন্তু তাঁর দাবি, এত প্রতিকূলতা সত্ত্বেও যে তিনি দিল্লির সরকার চালাচ্ছেন, সেই কারণে তাঁর নোবেল প্রাইজ পাওয়া উচিত।
আরও শুনুন: বাড়ছে মুসলিম বিদ্বেষ, অভিযোগের হার বেশি বিজেপিশাসিত রাজ্যেই, বলছে সমীক্ষা
স্বভাবতই এই মন্তব্যের পালটা এসেছে বিজেপি শিবির থেকে। সংবাদসংস্থা এনআইকে বিজেপি নেতা শেহজাদ পুনেওয়ালা জানিয়েছেন, এক কালে যাঁরা আন্না হাজারের সঙ্গে আন্দোলন করতেন, তাঁরা বলতেন, দুর্নীতির অভিযোগ উঠলে আগে পদত্যাগ, পরে তদন্ত। কিন্তু এখন আর তাঁরা সে কথা বলেন না। পদত্যাগ তো করেনই না, তদন্তও এড়িয়ে যান। কেননা এখন তাঁর অন্য দলের বন্ধু বলেই তদন্তকে আমল দেন না। বিজেপি নেতার আরও দাবি, ইডি-র বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ উঠেছে। তবে, ইডি যদি প্রতিহিংসাই করবে তাহলে আদালত কেন এ বিষয়ে ছাড় দিচ্ছে না। অর্থাৎ কেজরির দাবি যে আদতে ঠিক নয়, এমনটা প্রায় স্পষ্ট করেই বলেছেন বিজেপি নেতা। কেজরির নাম না করেই সেদিনের আন্দোলনকারীদের প্রতিনিধি হিসাবে কেজরিকে নিশানা করেছেন তিনি।
আরও শুনুন: সোনম সিদ্দিকি থেকে লক্ষ্মী, ধর্ম বদলে বিষ্ণুকে বিয়ের পর, রামলালার দর্শন চান তরুণী
কেজরির নোবেল পাওয়ার মন্তব্য নিয়ে ব্যক্তিগত আক্রমণও এসেছে। তবে সে পথ ধরেননি এই বিজেপি নেতা। তিনি কেজরিকে মনে করিয়ে দিতে চেয়েছেন তাঁর অতীত।মনে করিয়ে দিয়েছেন আন্না হাজারের আন্দোলনের দিনগুলি। দুরনীতির বিরুদ্ধে এক সময় তীব্র ভাবে সরব ছিলেন তাঁরা। সময় পালটে গিয়েছে। এখন শাসকের আসনে কেজরি নিজেই আছেন। আর তাঁর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। যদিও কেজরি পালটা অভিযোগ এনেছেন। তবু, অতীত মনে করিয়ে দিয়েই বিজেপি নেতা সাব্যস্ত করেছেন যে, বদলে গিয়েছে কেজরির রাজনৈতিক দর্শন। তাঁর নিজের কথাই এখন তাই যেন প্রহসন হয়ে উঠেছে। কেজরি অবশ্য এসবের জবাব দেননি। তবে, স্বখাতসলিল বোধহয় একেই বলে।