একজন পুরুষ তিন-চারজন মহিলাকে বিয়ে করবে কেন? প্রশ্ন তুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের সাম্প্রতিক মন্তব্যের পালটা দিতে গিয়ে মুসলিম পুরুষদের বহুবিবাহ প্রসঙ্গে সুর চড়ালেন তিনি। ঠিক কী বলেছেন অসমের মুখ্যমন্ত্রী? আসুন, শুনে নেওয়া যাক।
মুসলিম পুরুষদের বহুবিবাহের অভ্যাস বদলাতে বদ্ধপরিকর বিজেপি। সাফ জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। লোকসভা সাংসদ তথা এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের সাম্প্রতিক মন্তব্যের সূত্র ধরে পালটা দিলেন তিনি। বিজেপি নেতা স্পষ্ট করে দিলেন যে, মুসলিম পুরুষদের বহুবিবাহের অধিকার নিয়ে তাঁর দলের আপত্তি রয়েছে। তিনি আরও বলেন যে, একজন পুরুষের একইসঙ্গে একাধিক স্ত্রী রাখার অধিকার থাকা উচিত নয়। মুসলিম সম্প্রদায়ের এই প্রবণতার বিরুদ্ধে কার্যত তোপ দেগেছেন হিমন্ত বিশ্বশর্মা।
আরও শুনুন: দুই সন্তানের একজন হিন্দু অন্যজন মুসলিম, মহিলার শেষকৃত্যে বাধল জোর বিবাদ
আসলে এই চাপানউতোরের সূত্রপাত দিন কয়েক আগেই। শ্রদ্ধা-আফতাব কাণ্ডের পর ‘লাভ জিহাদ’ ইস্যুতে তোপ দেগেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। জোর করে হিন্দু মেয়েদের বিয়ে করে মুসলিম জনসংখ্যা বাড়ানোই লাভ জিহাদের উদ্দেশ্য, এমনটাই অভিযোগ হিন্দুত্ববাদীদের। আর সেই মন্তব্যের পালটা দিতে গিয়েই বিতর্কিত মন্তব্য করে বসেন ধুবরির সাংসদ বদরুদ্দিন আজমল। ওই মুসলিম নেতার সাফ কথা, উর্বর জমিতে কর্ষণ করলে তবেই তো ভাল ফসল মিলবে। মুসলিমদের মধ্যে কম বয়সেই বিয়ে করার প্রবণতা রয়েছে জানিয়ে তিনি নিদান দেন, জনসংখ্যা বাড়ানোর জন্য হিন্দুদেরও অল্পবয়সি মেয়েদের বিয়ে করা উচিত। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট তথা এআইইউডিএফ প্রধানের এই কটাক্ষের জেরে উসকে ওঠে বিতর্ক। এই মন্তব্যের পালটা দেন হিমন্ত বিশ্বশর্মা। মুসলিম সম্প্রদায়ের মহিলাদের ওই নেতার কথায় কান না দেওয়ার আরজি জানিয়েছিলেন তিনি। পাশাপাশি এও বলেছিলেন যে, কোনও মহিলার গর্ভকে কৃষিজমির মতো দেখা উচিত নয়, যাতে সেখানে যত ইচ্ছে ফসল উৎপাদন করা হবে। এবার সেই ইস্যুতেই ফের সরব হলেন অসমের মুখ্যমন্ত্রী। মুসলিম পুরুষদের রীতিমতো কটাক্ষ করে তিনি বলেছেন, স্বাধীন ভারতে একজন পুরুষের তিন-চারজন মহিলাকে বিয়ে করার অধিকার থাকতে পারে না। এমনিতেই গোটা দেশ জুড়ে এক আইন আনার পক্ষে বারেবারে সওয়াল করেছে বিজেপি। এবার মুসলিম পুরুষদের বহুবিবাহের অধিকার নাকচ করতেও উদ্যোগ নেবে গেরুয়া শিবির, এ কথাই সাফ জানিয়ে দিলেন হিমন্ত বিশ্বশর্মা।