ফের লাভ জিহাদের অভিযোগে উত্তাল উত্তরপ্রদেশ। তবে এবার অভিযোগের তির কোনও পুরুষের দিকে নয়, বরং এক মহিলার দিকেই। নিজের ধর্মীয় পরিচয় গোপন করেই এক হিন্দু পুরুষকে বিয়ে করার অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে। পাশাপাশি ওই ব্যক্তিকে জোর করে ধর্মান্তরিত করার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ। কী ঘটেছে ঠিক? শুনে নেওয়া যাক।
বিয়ের ১২ বছর পর বদলে গিয়েছে স্ত্রীর পরিচয়। জানা গিয়েছে পূজা নয়, তাঁর আসল নাম হাসিনা বানো। ধর্মপরিচয়ে তিনি মুসলিম। আর এ কথা ফাঁস হতেই স্বামীকে ধর্মান্তরিত হওয়ার নির্দেশ দিয়েছেন ওই মহিলা। এমনকি সে নির্দেশ না মানলে তাঁর শিরশ্ছেদ করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি এমনটাই অভিযোগ করেছেন অযোধ্যার শাহনওয়াজপুর এলাকার এক ব্যক্তি।
আরও শুনুন: ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়াই ‘অপরাধ’, মুসলমান পরিবারকে একঘরে করল গুজরাটের গ্রাম
কী ঘটেছে ঠিক?
জগবীর কোরি নামের ওই ব্যক্তি দাবি করেছেন, ১২ বছর আগে এক রেলওয়ে স্টেশনে এই মহিলার সঙ্গে দেখা হয়েছিল তাঁর। পূজা বলেই তখন নিজের পরিচয় দিয়েছিলেন ওই মহিলা। জানিয়েছিলেন, তিনি সহায়সম্বলহীন। মহিলার দুঃখের কথা শুনে জগবীর এবং তাঁর পরিবারের সদস্যরা ওই মহিলাকে নিজেদের বাড়িতে আশ্রয় দেন। পরে আইনি নিয়ম মেনেই মহিলাকে বিয়ে করেন ওই ব্যক্তি। এই দীর্ঘ দাম্পত্যে একটি ছেলে এবং একটি মেয়েও রয়েছে তাঁদের। কিন্তু সম্প্রতি ওই ব্যক্তি জানতে পারেন, একসময় শিশুদের ধর্মীয় শিক্ষা দিতেন তাঁর স্ত্রী। এই সূত্রেই স্ত্রীর আসল ধর্মীয় পরিচয় ফাঁস হয়ে যায় তাঁদের কাছে। এ নিয়ে কথা কাটাকাটির জেরে বাড়ি ছেড়ে নিজের মামার বাড়িতে চলে যান ওই মহিলা। সেখান থেকে ফেরার পর জগবীর জানতে পারেন, ধর্মীয় প্রথা মেনে তাঁর ছেলের লিঙ্গচর্ম ছেদ করা হয়েছে। এরপর ওই মহিলা এবং তাঁর পরিবারের তরফে তাঁকেও ধর্মান্তরিত হওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যক্তি। এমনকি নাসির নামে এক স্থানীয় গুন্ডার সঙ্গে ওই মহিলার যোগ আছে বলেও অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতেই এবার নাসিরকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
আরও শুনুন: হিজাব পরতে নারাজ বিদেশি সাংবাদিক, সাক্ষাৎকার বাতিল করলেন ইরানের প্রেসিডেন্ট
হিন্দু এবং মুসলিম, দুই ভিন্ন ধর্মের মধ্যে বিয়ের ঘটনা ঘটলে প্রায়শই তাকে লাভ জিহাদ বলে দাগিয়ে দিয়ে থাকেন হিন্দুত্ববাদীরা। ভালবাসার ভান করে এ আসলে ইসলাম ধর্ম বিস্তারের কৌশল, এমনটাই দাবি করেন তাঁরা। এমনকি এই লাভ জিহাদ রুখতেই বিশেষ আইনও পাশ করা হয়েছে যোগীরাজ্যে। এবার সেই রাজ্য থেকেই ফের উঠল লাভ জিহাদের অভিযোগ।