পোষ্যরা প্রত্যেকের কাছেই সন্তানসম। তাদের সুখ-সাচ্ছন্দ্যে কোথাও যাতে বিন্দুমাত্র ঘাটতি না থেকে যায়, তা নিয়ে কমবেশি ভাবিত থাকেন সব মালিকই। বহু পরিবারের কাছেই পোষ্যের জন্মদিন তাঁদের বাড়ির খুদের জন্মদিনের চেয়ে কোনও অংশে কম নয়। সেই মাফিক করা হয় আয়োজনও।
কখনও কখনও সে আয়োজন হার মানায় এলাহি বিয়েবাড়ি বা অনুষ্ঠানবাড়িকেও। যেমন ধরুন না, আমেদাবাদের এই পরিবারটির কথাই। নিজের পোষ্যর জন্মদিন পালন করতে সম্প্রতি আয়োজন করেছিলেন এলাহি পার্টির। যার খরচ শুনে চোখ কপালে উঠেছে নেটনাগরিকদের।
আরও শুনুন: পাথরও নাকি গান গায়! এমন অদ্ভুত পাথরের দেখা মিলবে কোথায়?
আমেদাবাদের নিকোল এলাকার একটি বড়সড় জায়গায় আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানের। সাজানোগোজানো থেকে শুরু করে খানাপিনা, সবেতেই ছিল এলাহি ব্যাপার। অ্যাবি নামে সেই পোষ্য কুকুরটির বড় বড় পোস্টার দিয়ে সাজানো হয়েছিল জায়গাটি। বিরাট পার্টিতে নিমন্ত্রিত ছিলেন আত্মীয়-পরিজন , বন্ধুবান্ধব থেকে শুরু করে অনেকেই। খাবারদাবারেরও ছিল ঢালাও আয়োজন।
এমন এলাহি বন্দোবস্ত দেখে অনেকেই বুঝতে পারেননি, যে, আসলে পালিত হচ্ছে পোষ্যের জন্মদিন। অ্যাবির জন্যও ছিল সাজগোজের এলাহি ব্যবস্থা। কালো একটি পোশাকে সাজানো হয়েছিল তাকে, গলায় ছিল দামী স্কার্ফ। সব মিলিয়ে এই আয়োজনের পিছনে খরচ হয়ে গিয়েছে কম করে হলেও সাত লক্ষ টাকা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ওই পার্টির খবর।
এদিকে, গুজরাটে প্রত্যেকদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। সমস্ত রাজ্যের মতোই বিধিনিষেধ জারি হয়েছে সেখানেও। বাড়ানো হয়েছে নাইট কার্ফুর সময়ও। তবে সেসব উপেক্ষা করেই সম্প্রতি পালন করা হয়েছে পোষ্যের জন্মদিন। তা-ও আবার এলাহি ভাবে। সেখানে যে বিশেষ করোনাবিধি মানা হয়েছে, তেমনটাও নয়। আগত অতিথিদের মুখে ছিল না কোনওরকম মাস্কও। ফলে সংক্রমণের সম্ভাবনাও বেড়েছে কয়েক গুণ।
আরও শুনুন: প্রেরক ও প্রাপক দুজনেই মৃত, ৭৬ বছর পর ঠিকানায় গিয়ে পৌঁছল চিঠি
করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় ফের টালমাটাল বিশ্ব। দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে কড়াকড়়ি। মারাত্মক ভাবে সংক্রমণ ছড়াতে শুরু করেছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। এই পরিস্থিতিতে ফের লকডাউনের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোভিড-বিধিনিষেধের জেরে ইতিমধ্যেই অসুবিধায় পড়েছেন বহু কর্মজীবী মানুষ। বাড়ছে কাজ হারানোর আশঙ্কা। বন্ধ স্কুল, নেই মিড ডে মিল। ফলে দুটো ভাত জোগাড় করতে স্কুলছুট হয়েছে গ্রামগঞ্জের বহু পড়ুয়াই। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ।
আর এই অনটনের মধ্যে এই ভাবে অপচয় দেখে প্রশ্ন তুলেছেন নেটদুনিয়ার অনেকেই। ঝড় উঠেছে সমালোচনার। ভাইরাল হওয়া পার্টির ছবি ও ভিডিও দেখে পুলিশ জানতে পেরেছে ওই পার্টিতে অনেকেই মেনে চলেননি কোভিডবিধি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মহামারী আইনে মামলা করার কথাও ভাবা হচ্ছে।