ভোজপুরি গান চালিয়ে উল্লাসে মেতেছেন জনাকয়েক মহিলা কনস্টেবল। একজনকে নাচতে উৎসাহ দিচ্ছেন অন্যরা। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই বিপত্তি। চাকরি থেকে বরখাস্ত করা হল চার পুলিশকর্মীকেই। কী ঘটেছে ঠিক? শুনে নেওয়া যাক।
স্রেফ নাচের জেরেই ঘোরতর বিপাকে পড়েছেন উত্তরপ্রদেশের চার মহিলা পুলিশ কর্মী। এমনকি চাকরি নিয়েও টানাটানি পড়ে গিয়েছে। একটি চলতি ভোজপুরি গান চালিয়ে নাচে মেতেছিলেন তাঁরা। ভিডিও-ও করেছিলেন গোটা ঘটনার। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই বিপাকে পড়েছেন ওই চারজন। সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাঁদের। শুধু তাই নয়, এই ঘটনার দরুন বিভাগীয় তদন্তের মুখেও পড়েছেন তাঁরা।
আরও শুনুন: ভক্তদের মন্দিরে যেতে অসুবিধে, রাস্তা বানাতে নিজের চাষের জমি দান করলেন মুসলিম কৃষক
কী ঘটেছে ঠিক?
সিনিয়র পুলিশ সুপার মুনিরাজ জি জানিয়েছেন, সাসপেন্ডেড চার মহিলা কনস্টেবল হলেন কবিতা পটেল, কামিনী কুশওয়াহা, কাশিশ সাহনি, সন্ধ্যা সিংহ। জানা গিয়েছে, অযোধ্যায় রাম জন্মভূমি বলে চিহ্নিত এলাকাটি পাহারা দেওয়ার কাজেই নিযুক্ত ছিলেন ওই চার মহিলা কনস্টেবল। সেই ডিউটি চলাকালীনই সম্প্রতি ওই ভিডিওটি করেন তাঁরা। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই সময় তাঁরা কেউই পুলিশের উর্দি পরে ছিলেন না। যে কনস্টেবল নাচছিলেন, তাঁর পরনে পোশাকি শার্ট প্যান্ট আর ব্লেজার থাকলেও তা ইউনিফর্ম নয়। বাকিদের পোশাক ঘরোয়া। অনুমান করা যেতে পারে, ডিউটির পরে নিজেদের ঘরেই নাচগানে মেতেছিলেন তাঁরা। ভিডিওতে দেখা গিয়েছে, একটি চটুল ভোজপুরি গানের সঙ্গে নাচছেন ওই কনস্টেবল। আরও দুই কনস্টেবল হাততালি দিচ্ছেন। চুমু ছুড়ছেন। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। ভিডিয়ো নিয়ে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছিলেন সে রাজ্যের পুলিশ আধিকারিক পঙ্কজ পাণ্ডে। সেই রিপোর্টের ভিত্তিতেই সাসপেন্ড করা হল ওই চার পুলিশ কর্মীকে।
আরও শুনুন: হিন্দু স্ত্রীর জন্য নিজেই ধর্মান্তরিত হলেন মুসলিম ব্যক্তি, নাম হল কৃষ্ণ সনাতনী
যদিও এই ঘটনায় কার্যত দুইভাগে ভাগ হয়ে গিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ এই ঘটনার নিন্দা করলেও, সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ মানুষই এই ঘটনায় দোষের কিছু খুঁজে পাননি। ডিউটির বাইরে, উর্দি না পরে যদি কোনও পুলিশ কর্মী নাচগানে অংশ নিয়ে থাকেন, তাতে সমস্যা থাকার কথা নয়, এমনটাই মত তাঁদের। এই ঘটনার জেরে চার মহিলার সাসপেনশন আদতে সংকীর্ণ মানসিকতার পরিচয় দিচ্ছে, যোগী ও মোদিকে কটাক্ষ করে বলেছেন নেটিজেনদের একাংশ।
#Ayodhya: महिला सिपाहियों के द्वारा बनाया गया ‘पतली कमरिया तोरी’ पर रील। महिला सिपाहियों का विडियो हुआ वायराल। @ayodhya_police pic.twitter.com/YGn8rlj5cU
— Rahul kumar Vishwakarma (@Rahulku18382624) December 16, 2022