বিমানে আসা যাওয়া মানেই একগুচ্ছ নিয়মের বেড়াজাল পেরোনো। আর সেই কড়াকড়িই যে কখনও রীতিমতো অস্বস্তিকর হয়ে উঠতে পারে, সম্প্রতি তারই প্রমাণ পেলেন এই দুই মহিলা। বিমানবন্দরে যে পোশাক পরে গিয়েছিলেন, প্রকাশ্যেই তা খুলে ফেলতে বাধ্য হলেন তাঁরা। কিন্তু কেন? আসুন, শুনে নেওয়া যাক।
যে পোশাক পরে আছেন, সেই পোশাক অনেকটাই খোলামেলা। আর তা পরে নাকি বিমানে উঠতে দেওয়া যাবে না। বাধ্য হয়েই একরকম প্রকাশ্যেই সেই পোশাক খুলে ফেলতে বাধ্য হলেন দুই মহিলা। সোশ্যাল মিডিয়ায় অন্তত এমনটাই দাবি করেছেন এই দুজন। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন তাঁরা। বিমান সংস্থার উদ্দেশে ক্ষোভ উগরে দিয়েছেন দুজনেই। এহেন ঘটনা শুনে বিরক্তি প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশও।
আরও শুনুন: চাঁদা তুলে প্যান্ট কিনে দেওয়া হোক অনুষ্কাকে, কোহলির পোস্টে খোঁচা নেটিজেনদের
এমনিতে বিমানবন্দরে নিরাপত্তার কারণে একাধিক নিয়মের কড়াকড়ি থাকে, সে কথা সকলেরই জানা। সেই কারণে প্রত্যেক যাত্রীর পোশাকও রীতিমতো তল্লাশি করে দেখা হয়। নিরাপত্তার এই আঁটসাট ঘেরাটোপ পেরোতে গিয়ে বিভিন্ন সময় অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ তুলেছেন একাধিক যাত্রী। এবার সেই দলেই নাম লেখালেন কমেডিয়ান ক্রিসি মায়ার এবং কিনু সি থম্পসন। নিজের সোশ্যাল মিডিয়া পেজে ক্রিসি মায়ার জানিয়েছেন, সম্প্রতি লাস ভেগাসের হ্যারি রিড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এহেন অভিজ্ঞতার মুখোমুখি হন তাঁরা। তাঁদের পোশাক নিয়ে আপত্তি তোলেন বিমানবন্দরের এক কর্মী। দুই মহিলার মধ্যে একজন পরেছিলেন জংলা ছাপের বিকিনি ও স্লিট স্কার্ট, অন্যজনের পরনে ছিল কালো বিকিনি টপ ও ট্রাউজার। দুই মহিলাকে পোশাক পরিবর্তনের নির্দেশ দেন বিমানবন্দরের ওই কর্মী। এদিকে বোর্ডিংয়ের আগে এমন নির্দেশ পেয়ে কার্যত অবাক হয়ে যান ওই দুই যাত্রী। ততক্ষণে তাঁদের মূল লাগেজও প্লেনে তুলে দেওয়া হয়ে গিয়েছে। এদিকে ওই কর্মীও নাছোড়। শেষ পর্যন্ত বোর্ডিং গেটে দাঁড়িয়েই পোশাক বদলাতে বাধ্য হন দুই মহিলা। পোশাক পরিবর্তনের আগের ও পরের দুটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ক্রিসি।
আরও শুনুন: নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতি, ফাঁস হয় রাজনৈতিক নেতাদের নামও… কী ঘটেছিল তারপর?
যদিও ঠিক কী কারণে ওই কর্মী তাঁদের পোশাক নিয়ে আপত্তি তুলেছিলেন, তা স্পষ্ট হয়নি। তবে দুই মহিলার এহেন অভিযোগে নড়েচড়ে বসেছে বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইন্স। বিষয়টি নিয়ে বিস্তারিত জানার জন্য দুই মহিলার সঙ্গে যোগাযোগ করার কথাও জানিয়েছেন ওই সংস্থার কর্তৃপক্ষ।