ইসলামি স্পর্শ থাকা নামগুলি নিয়ে আপত্তি। ফের জায়গার নাম বদলাতে উঠে পড়ে লেগেছে উত্তরপ্রদেশের যোগী সরকার। এমনকী সেই কোপ থেকে রেহাই পাচ্ছে না স্বাধীনতা সংগ্রামীদের নামাঙ্কিত জায়গাগুলিও। যোগীরাজ্যে বেশ কয়েকটি ওয়ার্ডের নাম বদলের নির্দেশ মিলেছে প্রশাসনের তরফে। কোন কোন জায়গার বদলাচ্ছে নাম? আসুন, শুনে নেওয়া যাক।
এর আগেও রাজ্যের একাধিক শহরের নাম বদলেছেন যোগী আদিত্যনাথ। যোগীস্পর্শে ইলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। বদলেছে আলিগড়, আগ্রা, মুজফফরনগর-সহ একাধিক চেনা পরিচিত জায়গার সরকারি নাম। আদলে আপত্তি ইসলামগন্ধি নামগুলি নিয়েই। এবার ফের একগুচ্ছ জায়গার নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে যোগী প্রশাসন। সম্প্রতি গোরক্ষপুর পুরসভার তরফে জারি হয়েছে এমনই নির্দেশিকা। যেখানে ডজনখানেক ওয়ার্ডের নাম বদলে ফেলার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আরও শুনুন: নাবালিকা ধর্ষণে অভিযুক্ত ধর্মগুরু, প্রতিবাদে পুরস্কার ফেরালেন বিখ্যাত সাংবাদিক পি সাইনাথ
নয়া নির্দেশিকা অনুযায়ী, ‘ইলাহি বাগ’ হতে চলেছে ‘বন্ধু সিং নগর’। ‘ইসলামপুর’ এবং ‘জাফরা বাজার’-এর নতুন নাম দেওয়া হয়েছে যথাক্রমে ‘সাহেবগঞ্জ’ ও ‘আত্মারাম নগর’। তালিকায় রয়েছে এমনই অসংখ্য জায়গা। যা পেতে চলেছে নয়া নাম। এমনকী তার মধ্যে বেশ কিছু জায়গা নামাঙ্কিত ছিল বিখ্যাত মানুষ ও স্বাধীনতা সংগ্রামীদের নামে। সেসবও রাতারাতি বদলে ফেলার কথা জানানো হয়েছে প্রশাসনের তরফে। একই সঙ্গে পুরসভার পক্ষ থেকে এ-ও বলা হয়েছে, নতুন নামে আপত্তি থাকলে সে ব্যাপারে অভিযোগ জানাতে পারেন বাসিন্দারা। এর জন্য এক সপ্তাহ সময়ও দেওয়া হয়েছে। সেসব খতিয়ে দেখবে পুরসভা।
তবে আচমকা নাম বদলের সিদ্ধান্তে অখুশী স্থানীয় বাসিন্দারা। পুরসভার তরফে অবশ্য জানানো হয়েছে , প্রসাশনিক কাজের স্বার্থেই এমন নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। বর্তমানে গোরক্ষপুরের ওয়ার্ড সংখ্যা বেড়ে হয়েছে ৮০টি। ফলে নতুন করে সীমানা নির্ধারণের প্রয়োজন হয়ে পড়েছে। আর তার জেরেই এ হেন নামবদল।
আরও শুনুন: মুসলিম ডেলিভারি বয়ের হাত থেকে খাবার নিতে নারাজ ব্যক্তি, বিদ্বেষের প্রতিবাদে সরব মহুয়া
যোগী সরকারের এই নামবদলের সিদ্ধান্তকে মোটেই ভাল চোখে দেখছে না বিরোধীরাও। একে মুসলিম বিদ্বেষী সিদ্ধান্ত বলেও দুষেছে সমাজবাদী পার্টি-সহ একাধিক বিরোধীদল। রাজ্যে মেরুকরণের চেষ্টা হচ্ছে বলে তোপ দাগেন এক সমাজবাদী নেতা। দলের তরফে জেলাশাসকের কাছে এর বিরুদ্ধে অভিযোগ জানানো হবে বলেও জানান তিনি। একই সুর শোনা গিয়েছে কংগ্রেসের গলাতেও। কংগ্রেস নেতা তালাত আজিজের মতে এই নাম পরিবর্তনেক কর্মসূচি, সরকারের পয়সা নষ্ট ছাড়া আর কিছুই নয়। গোরক্ষপুরের বিভিন্ন ওয়ার্ড গুলিকে আস্ফাকুল্লাহ খান, ড. রাজেন্দ্র প্রসাদ সহ বিভিন্ন বিখ্যাত মানুষের নামে নামকরণ করা হয়েছিল। নতুন নির্দেশিকা অনুযায়ী বদলে যাবে সেই সব কিছুই। যেমন ভাবে আগেই বদলে গিয়েছে ইলাহাবাদ, আলিগড়ের মতো একাধিক প্রাচীন এবং ইতিহাস বিজড়িত শহরের নাম।