বড়সড় রদবদলের পথে মমতার মন্ত্রিসভা। অর্থদপ্তরের দায়িত্ব নিতে পারেন মুখ্যমন্ত্রী নিজেই। দু’বছর পর ফের রাজ্যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। শিল্পে বিনিয়োগে জোর সরকারের। কলকাতা বইমেলার সূচি ঘোষণা। দিন ঘোষণা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেরও। প্রথম আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন রাজ্যে।
হেডলাইন:
আরও শুনুন: 7 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- আফগানদের পরাজয়ে আশা শেষ, টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের
আরও শুনুন: 6 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ভাইফোঁটার দিনেই মর্মান্তিক দুর্ঘটনা বাঘাযতীন-চিংড়িঘাটায়
বিস্তারিত খবর:
1. তৃতীয় দফায় একাধিক চমক দিয়ে মন্ত্রিসভা গড়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জেতা নতুন প্রার্থীদের উপরে বিভিন্ন দপ্তরের দায়িত্ব দিয়েছিলেন। তরুণদের উপর ভরসা রেখে একাধিক দপ্তরের প্রতিমন্ত্রীর পদে বসানো হয় তাঁদের। এবার ফের মন্ত্রিসভায় আসতে চলেছে একাধিক নতুন মুখ। মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখতে পারেন অর্থদপ্তর। এই দপ্তরের প্রতিমন্ত্রী হওয়ার সম্ভাবনা চন্দ্রিমা ভট্টাচার্যর। প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র এই দপ্তরের উপদেষ্টা হতে চলেছেন। বিভিন্ন দপ্তরের দায়িত্বেও রদবদল ঘটছে। দিনহাটা ও শান্তিপুর- ২ কেন্দ্র বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়ার পুরস্কার হিসেবে দুই বিধায়ক উদয়ন গুহ এবং ব্রজকিশোর গোস্বামীর ঠাঁই হতে পারে নতুন মন্ত্রিসভায়। সূত্রের খবর, দিনহাটায় রেকর্ড ভোটে জিতে আসা উদয়ন গুহ পেতে পারেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। সদ্যপ্রয়াত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। ফিরহাদ হাকিম ও জ্যোতিপ্রিয় মল্লিককে আরও একটি বা দু’টি দপ্তরের বাড়তি দায়িত্ব দেওয়ার সম্ভাবনা। সব মিলিয়ে বড়সড় রদবদলের পথে হাঁটছে মমতার মন্ত্রিসভা।
2. ফের কলকাতায় হতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। করোনা কাঁটায় গত দু’বছর বাণিজ্য সম্মেলন করতে পারেনি রাজ্য সরকার। এবার করোনার প্রকোপ অনেকটা কম। আর তাই রাজ্যে বিনিয়োগ টানতে আগামী এপ্রিলেই বসছে বিনিয়োগের আসর। ২০ এবং ২১ এপ্রিল দু’দিন ধরে চলবে সম্মেলন।
এবার বাণিজ্য সম্মেলন আরও বড় আকারে করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, সরকারের বর্তমান লক্ষ্য শিল্প গড়া। পাশাপাশি রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। সূত্রের খবর, সোমবার ইকো পার্কের বিজয়া সম্মেলনীতে রাজ্যপাল জগদীপ ধনকড়কেও প্রস্তাব দেওয়া হয়েছে এই উদ্যোগে সামিল হতে। রাজ্যের প্রস্তাবে সম্মতিও জানিয়েছেন ধনকড়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।