জওয়ানদের সঙ্গে উৎসব উদযাপনে সীমান্তে প্রধানমন্ত্রী। দীপাবলিতে জাতীয় ছুটি ঘোষণা করতে চলেছে আমেরিকা। প্রায় ৩০ দিন পর অনশন প্রত্যাহার করল পড়ুয়ারা। ছন্দে ফিরল আর জি কর মেডিক্যাল কলেজ। পেট্রল-ডিজেলে বড় অঙ্কে ভ্যাট কমাল ৯ বিজেপি শাসিত রাজ্যও।
হেডলাইন:
আরও শুনুন: 3 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- কালীপুজোতেও মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা আদালতের
আরও শুনুন: 2 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- উপনির্বাচনে চার আসনেই বিপুল ভোটে জয়ী তৃণমূল, শুভেচ্ছা মমতার
বিস্তারিত খবর:
1. দেশজুড়ে পালিত হচ্ছে দীপাবলি। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। সীমান্তে মোতায়েন সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নিতে জম্মু উপত্যকায় পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী।
জম্মুর রাজৌরির সেনা হেড কোয়ার্টারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, “জওয়ানদের বীরত্বে দেশ গর্বিত। আপনাদের জন্যই দেশবাসী শান্তিতে ঘুমতে পারে। আজ জওয়ানদের জন্য গোটা দেশ প্রদীপ জ্বালবে।” টুইট করেও দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। লেখেন, “দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানাই। এবারের এই আলোর উৎসব সকলের জীবনে আনন্দ, সৌভাগ্য এবং ঐশ্বর্য বয়ে আনুক।”
দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী। লেখেন, ভেদাভেদ না রেখেই দীপাবলির আলো সকলের জীবন উজ্জ্বল করুক।” সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
2. কোভিডবিধি মেনে দেবী আরাধনা চলছে দক্ষিণেশ্বর মন্দিরে। তবে কালীপুজোর দিনে দর্শনার্থীদের জন্য খোলা থাকছে মন্দিরের দরজা। বৃহস্পতিবার রাতভর পুজো দেওয়া যাবে দেবী ভবতারিণীকে। তবে মন্দিরের ভিতরে বসে পুজো দেখার ব্যবস্থা থাকছে না। বিধিনিষেধ রয়েছে প্রসাদ বিতরণ এবং পুজো সামগ্রী নিয়ে প্রবেশের উপরও।
পুণ্যার্থীরা পুজো দিতে পারলেও গতবারের মতোই এবারও ফুল, ধূপকাঠি-সহ অন্যান্য সামগ্রী নিয়ে মন্দিরে ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে। তবে মিষ্টি নিয়ে ঢুকতে পারবেন ভক্তরা। মন্দিরের তরফে কোনও প্রসাদ বিতরণ করা হবে না। থাকবে না মন্দির চত্বরে বসে পুজো দেখার আয়োজনও। মিডিয়ার মাধ্যমে পুজোর সম্প্রচার করা হবে। এদিকে দক্ষিণেশ্বর পৌঁছতে রাত ১১টা পর্যন্ত বিশেষ মেট্রো থাকছে।
স্যানিটাইজ়েশন টানেল পেরিয়ে দেহের তাপমাত্রা পরীক্ষা করে তবেই মন্দির চত্বরে ঢুকতে পারবেন পুণ্যার্থীরা। নির্দিষ্ট দূরত্ববিধি অনুসরণ করেই পুজো দেওয়ার লাইনে দাঁড়াতে পারবেন তাঁরা। পুণ্যার্থীদের মাস্ক পরাও বাধ্যতামূলক
শুনে নিন বিশেষ বিশেষ খবর।