রাজ্যের শিল্পবান্ধব পরিবেশের স্বীকৃতিতে চারটি স্কচ অ্যাওয়ার্ড এল বাংলার ঝুলিতে। বন্যা পরিস্থিতিতে ত্রাণ ও ক্ষতিপূরণের নির্দেশ মুখ্যমন্ত্রীর। দিল্লি ধর্ষণ কাণ্ডে শাহকে বিঁধলেন অভিষেক। লোকসভায় পাশ ‘জরুরি প্রতিরক্ষা পরিষেবা’ বিল। গত অর্থবর্ষে রাজ্যগুলিকে সবথেকে কম টাকা দিয়েছে কেন্দ্র। শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।
হেডলাইন:
আরও শুনুন: 2 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- ত্রিপুরায় পা দিতেই হামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে
আরও শুনুন: 1 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন সিন্ধু, হকিতে শেষ চারে ভারত
বিস্তারিত খবর:
1. জাতীয় স্তরে ফের সম্মানিত বাংলা। রাজ্যের মুকুটে যুক্ত হল আরও চারটি স্কচ অ্যাওয়ার্ড। মঙ্গলবার রাজ্যের এই প্রাপ্তির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘ইজ অফ ডুয়িং বিজনেস’ বা শিল্পসাথী প্রকল্পের জন্য ‘স্কচ প্ল্যাটিনাম’ পুরস্কার জিতে নিয়েছে বাংলা। গ্রামাঞ্চলে অনলাইনে ট্রেড লাইসেন্স ইস্যু প্রক্রিয়া সরলীকরণের জন্য ‘স্কচ সিলভার’ অ্যাওয়ার্ড এসেছে রাজ্যের ঝুলিতে। আরেকটি ‘ স্কচ সিলভার’ অ্যাওয়ার্ড এসেছে ই-নথিকরণ বিভাগের পরিষেবার জন্য। অনলাইনে ডিড তৈরি, অনলাইনেই তা সাবমিট করার প্রক্রিয়া চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিকে ‘গোল্ড স্কচ’ অ্যাওয়ার্ড এসেছে অনলাইনে সার্টিফিকেট নবীকরণ পরিষেবায়। এই পরিষেবাগুলির সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যে বিনিয়োগ টানতে ‘গ্লোবাল বিজনেস সামিট’-এর আয়োজন করে সরকার। এমনকী, ব্যবসার শুরুর সময় লালফিতের জট কাটাতে সিঙ্গল উইন্ডো সিস্টেম ‘শিল্পসাথী’ চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বাংলায় শিল্পের পরিবেশ নিয়ে বারবার রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। জাতীয় স্তরের এই অ্যাওয়ার্ড বিরোধীদের সমালোচনার যোগ্য জবাব দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
2. অতিবৃষ্টির জেরে জল ছাড়া হয়েছে বিভিন্ন বাঁধ থেকে। তার ফলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বানভাসি অবস্থা। পরিস্থিতি সামাল দিতে জেলার মন্ত্রীদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হুগলির খানাকুল এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্লাবিত এলাকা পরিদর্শনের পাশাপাশি বন্যাদুর্গতদের সঙ্গেও কথা বলবেন তিনি।
সোমবার বন্যা পরিস্থিতি নিয়ে নবান্নে মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন তিনি। যে সমস্ত জেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে, আর্থিক সাহায্য দেওয়ার জন্য মৃতদের তালিকাও তৈরি করার নির্দেশ দেন। নবান্নের কন্ট্রোল রুম থেকে প্রতিটি বিষয়ে খবর রাখছেন সেচ, ত্রাণ, বিপর্যয় দপ্তরের কর্তারা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী বুধবার বাংলাদেশ লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের বিষয়টি নির্ভর করছে ঘূর্ণাবর্তটি কতটা গভীর রূপ নেবে তার উপর।
নবান্ন সূত্রে খবর, সোমবার খানাকুল থেকে ৩১ জনকে ‘এয়ার লিফটিং’ করে উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার। এদিনই ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং মন্ত্রী সৌমেন মহাপাত্র। বুধবার এলাকা পরিদর্শনে যাবেন সাংসদ দেব।
বিস্তারিত খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।