প্রকাশিত হল ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। দিল্লিতে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়-প্রশান্ত কিশোরের। ১৬ আগস্ট রাজ্যজুড়ে ‘খেলা হবে’ দিবস। রাজ্যে ফের চালু ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।
হেডলাইন:
আরও শুনুন: 21 জুলাই 2021: বিশেষ বিশেষ খবর – একুশের মঞ্চ থেকেই বিজেপি বিরোধী ফ্রন্টের ডাক মমতার
আরও শুনুন: 20 জুলাই 2021: বিশেষ বিশেষ খবর- ফল ঘোষণা মাধ্যমিকের, পাশের হার ১০০ শতাংশ
বিস্তারিত শুনুন:
1. প্রকাশিত হল ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। করোনা পরিস্থিতিতে বাতিল হয়েছিল এবছরের পরীক্ষা। বিকল্প মূল্যায়ন পদ্ধতির নিরিখে এদিন ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মোট ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৯৯ হাজার ৮৮ জন। পাশের হার ৯৭.৬৯ শতাংশ। কোনও মেধা তালিকা প্রকাশিত হয়নি। তবে জানা যাচ্ছে, প্রথম দশে রয়েছেন ৮৬ জন। এককভাবে সর্বোচ্চ নম্বর ৪৯৯ পেয়েছেন কান্দির রুমানা সুলতানা।
এ বছর কলা বিভাগে পাশের হার ৯৭.৩৯ শতাংশ, বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.৭৭ শতাংশ, এবং বাণিজ্য বিভাগে পাশ করেছেন ৯৯.০৮ শতাংশ পড়ুয়া। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ছেলে ও মেয়েদের পাশের হার প্রায় সমান। ৯৭.৩৩ শতাংশ। কিন্তু ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া পড়ুয়ার সংখ্যা কমে গিয়েছে গতবারের তুলনায়। রিভিউ করার শেষ তারিখ ২৬ জুলাই। নিয়ম মেনে সংসদের অফিসে আবেদনপত্র জমা করতে পারবেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা। আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে
একাদশ শ্রেণির উত্তরপত্র।
2. সরকারের একাধিক ‘জনবিরোধী’ নীতি নিয়ে সংসদের ভিতরে সরকারকে কোণঠাসা করতে চাইছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দিল্লিতে সেই আলোচনাই সারলেন তৃণমূল সাংসদরা। সঙ্গে ছিলেন দলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর।
রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর এখন সর্বভারতীয় স্তরেও নিজেদের গুরুত্ব বাড়াতে চাইছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিযুক্ত হওয়ার পর এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিল্লি সফর। এই সফরে অভিষেক কী ভূমিকা নেন, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। এদিন দলের রণকৌশল নিয়ে লোকসভার ২২ জন এবং রাজ্যসভার ১১ জন তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠক করেন অভিষেক। তাৎপর্যপূর্ণভাবে বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর এবং যশবন্ত সিনহা। বৈঠক শেষে দলের বর্ষীয়ান নেতা সৌগত রায় দাবি করেছেন, সংসদে তৃণমূলের প্রথম এবং প্রধান হাতিয়ার হতে চলেছে পেগাসাস।
প্রসঙ্গত, পেগাসাস নিয়ে এদিন ফের কেন্দ্রকে তুলোধোনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, “ওয়াটার গেট কেলেঙ্কারির থেকেও ভয়ংকর এই পেগাসাস কেলেঙ্কারি।” এইভাবে নজরদারি চালানোর ফলে সুপার এমারজেন্সির থেকেও ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন তিনি। তৃণমূলের তরফে জানানো হয়, বারবার আবেদন করার পরও পেগাসাস ইস্যু নিয়ে আলোচনা হয়নি। তাদের দাবি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে হবে পেগাসাস সম্পর্কিত চুক্তি কত টাকায় হয়েছিল এবং কবে তা করা হয়েছিল। যেহেতু কোনও সরকারি এজেন্সি ছাড়া পেগাসাস তথ্য দেয় না, তাই জানাতে হবে কোন এজেন্সি এই তথ্য দিয়েছিল।
অন্যান্য খবর বিস্তারিত শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।