১০০ লক্ষ কোটি টাকার গতিশক্তি প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অক্টোবরেই দেড় কোটি কোভিড ভ্যাকসিন আসছে বাংলায়। ছেলের আশিসের কৃতকর্মে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বরখাস্ত করতে হবে, দাবি কংগ্রেসের। আগামী বছরের মার্চের মধ্যে করোনার টিকা পাবেন দেশের সব প্রাপ্তবয়স্ক।
হেডলাইন:
আরও শুনুন: 12 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- বিমান ওঠানামায় সমস্যা, শ্রীভূমিতে নিভল বুর্জ খালিফার আলো
আরও শুনুন: 11 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- শারদ আনন্দে জল ঢালবে না নিম্নচাপ
বিস্তারিত খবর:
1. ঘোষণা করেছিলেন লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে। ৩ মাস কাটার আগেই সেই উচ্চাকাঙ্ক্ষী গতিশক্তি রাষ্ট্রীয় মাস্টার প্ল্যানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দিল্লির প্রগতি ময়দান থেকে ১০০ লক্ষ কোটি টাকা ব্যায়ের এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী।
এই প্রকল্প মূলত রাস্তা, রেললাইন, বিমান পরিষেবার উন্নয়নের জন্য। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, মার্চ মাস থেকে শুরু হওয়া ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন। আগামী ৭৫ সপ্তাহে ৭৫টি বন্দে ভারত ট্রেন দেশের প্রতিটি কোণকে জুড়ে দেবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য তৈরি হচ্ছে নতুন বিমানবন্দরও। উড়ান যোজনার আওতায় আগামী ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে দেশে আরও ১০৯টি বিমানবন্দর গড়া হবে। আরও বেশ কয়েকটি হেলিপ্যাড তৈরি করা হবে। তৈরি হবে এয়ারস্ট্রিপ। ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে সব মিলিয়ে ২২০টি বিমানবন্দর, হেলিপ্যাড বা এয়ার স্ট্রিপ তৈরি হবে।
শুধু তাই নয়, ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে ভারতে জাতীয় সড়ক বেড়ে হবে ২০০ লক্ষ কিমি। যা ২০১৪ সালে ছিল ৯১ হাজার কিলোমিটার ছিল। চলতি বছরের শেষেই দেশে জাতীয় সড়কের দৈর্ঘ্য বেড়ে হবে ১.৩ লক্ষ কোটি কিলোমিটার। এমনটাও দাবি করা হয়েছে। সরকারের টার্গেট ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত দেশের গ্যাস পাইপলাইন পরিষেবার দৈর্ঘ্যও দ্বিগুণ করা। ওই সময়ের মধ্যে দেশে ৩৫ লক্ষ কিমি অপটিক্যাল ফাইবার পাতা হবে। এর পাশাপাশি প্রচুর নতুন রেললাইন তৈরিরও পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।
2. শিয়রে করোনার তৃতীয় ঢেউ। তবু মাস্ক ছাড়াই দিব্যি রাস্তায় ঘুরছেন মানুষ। তারই খেসারত স্বরূপ সপ্তমীর পর অষ্টমীতেও বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭৭১ জন, মৃত্যু হয়েছে ১১ জনের। কলকাতার দৈনিক সংক্রমণ ২০০-র গণ্ডি ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে সুখবর শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সূত্রের খবর, শুধুমাত্র অক্টোবর মাসেই দেড় কোটি ডোজ কোভিডের ভ্যাকসিন রাজ্যে পাঠাতে চলেছে কেন্দ্র।
আগামী ২-৩ দিনের মধ্যে ২০ লক্ষ ডোজ ভ্যাকসিন পশ্চিমবঙ্গে পাঠানো হবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে যে বার্তা পাঠানো হয়েছে তার নির্যাস হল, যত দ্রুত সম্ভব রাজ্যের প্রাপ্তবয়স্ক নাগরিকদের করোনার দু’টি ডোজের আওতায় আনা হবে। বিশেষ করে পুজো থেকে ডিসেম্বর পর্যন্ত হরেক রকম উৎসব আর পার্বণে মাতবে পশ্চিমাঞ্চলের নাগরিকরা। আবার শীতের সময় কোভিড সংক্রমণ বাড়ার একটা প্রবণতা দেখা যায়। তাই এই পদক্ষেপ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।