বুর্জ খালিফায় লেজার শোয়ের দরুণ সমস্যা বিমান চলাচলে। করোনা টিকা পাবে শিশু ও কিশোররাও। কোভ্যাক্সিনকে অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। মোবাইল টাওয়ারে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড নবান্নে। সপ্তমীতে বাজি পোড়াতে গিয়ে ৫ বছরের শিশুর মৃত্যু বারাসতে।
হেডলাইন:
আরও শুনুন: 11 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- শারদ আনন্দে জল ঢালবে না নিম্নচাপ
আরও শুনুন: 10 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- মণ্ডপসজ্জায় জুতো বিতর্ক, অনড় পুজো কমিটি
বিস্তারিত খবর:
1. কলকাতায় এবার পুজোর সবচেয়ে বড় আকর্ষণ বুর্জ খালিফা। একটুকরো দুবাই ফুটে উঠেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। ১৪০ ফুট উঁচু বুর্জ খালিফা দেখতে প্রতিদিনই উপচে পড়া ভিড়। কিন্তু এই বুর্জ খালিফার লেজার লাইটের জন্য বিমান চলাচলে ব্যাঘাত ঘটছে বলেই খবর। তিনটি আলাদা বিমান সংস্থার পাইলটদের তরফে এটিসিতে এ বিষয়ে অভিযোগও জানানো হয়েছে সোমবার। একাধিক সমস্যার কথা ভেবে মণ্ডপের লাইটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো উদ্যোক্তারা।
এমনিতে বিমানবন্দরের একটি নির্দিষ্ট রেডিয়াসের মধ্যে লেজার লাইট ব্যবহার কিংবা ফানুস ওড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি থাকেই। এতে বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটে। পাইলটদের অভিযোগ, শ্রীভূমির বুর্জ খালিফার লেজার শোয়ের জন্য বিমান চলাচলে সমস্যায় পড়তে হয়েছে তাঁদের। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এখনও এ নিয়ে কিছু বলা হয়নি। তবে বর্তমানে লেজার শো বন্ধ থাকায় বিমান চলাচলে অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে।
2. শিয়রে করোনার তৃতীয় ঢেউ। বিশেষজ্ঞরা বলছেন, এবার করোনায় আক্রান্ত হতে পারে শিশুরা। তাই তাদের সাবধানে রাখা এবং দ্রুত টিকাকরণের ব্যবস্থা করার কথা বলছিলেন বিশেষজ্ঞরা। এবার ২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য টিকা আনল ভারত বায়োটেক। মঙ্গলবার জরুরি ভিত্তিতে ২ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণের জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। তবে স্বাস্থ্যমন্ত্রকের ছাড়পত্র পাওয়া এখনও বাকি। দ্রুত সেই ছাড়পত্র মিলবে বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, শিশু ও কিশোরদেরও এই টিকার দু’টি ডোজ নিতে হবে। দু’টি ডোজের মধ্যে ব্যবধান থাকবে ২০ দিনের। দ্রুতই শিশুদের টিকাকরণ শুরু হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।