কলকাতায় শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রীর ডাকে আসছেন মুকেশ আম্বানি, অতিথি ভুটানের রাজা। থাকবেন ২০টি দেশ প্রতিনিধিরা।জাতীয় নিরাপত্তায় বিএসএফকে আরও জমি দিচ্ছে রাজ্য। রাজ্যে আরও এক মৃত্যুদণ্ডের ঘোষণা। যত্রতত্র থুতু ফেলার শাস্তি মোটা টাকা জরিমানা। কলকাতাকে পরিষ্কার রাখতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নেই বুমরাহ।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. কলকাতায় শুরু হচ্ছে বিশ্ববঙ্গ সম্মেলন। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হবে ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’। বঙ্গে বিনিয়োগের সুযোগ নিতে গোটা দেশের নামীদামি শিল্প সংস্থার কর্তারা আসছেন কলকাতায়। বাণিজ্য সম্মেলন উপলক্ষে গোটা মহানগরী সাজানো হয়েছে বড় বড় হোর্ডিং ও ব্যানারে। ‘বেঙ্গল মিনস বিজনেস’-মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই মূল থিমকে সামনে রেখেই বসছে বাণিজ্যের ‘কুম্ভমেলা’। ক্ষুদ্র শিল্প থেকে তথ্যপ্রযুক্তি, চামড়া থেকে টেক্সটাইল, কৃষিভিত্তিক পণ্য থেকে কুটির শিল্প, পর্যটন এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে। সম্মেলনে বাড়তি মাত্রা যোগ হবে পড়শি রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের উপস্থিতি। এছাড়াও আসছেন ভুটানের রাজা জিগমে খেসর নামগেল ওয়াংচুক। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এর আগেও এসেছেন দেশের এক নম্বর শিল্পপতি মুকেশ আম্বানি। জানা গিয়েছে, এবারের বাণিজ্য সম্মেলনে যোগ দিতে চলেছে ২০টি দেশ। এই শিল্প সম্মেলন থেকেই রাজ্যে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হাব তৈরির কথা ঘোষণা হতে পারে। সেমিকন্ডাক্টর, বস্ত্র ও চর্মশিল্প, পর্যটন, ভারী শিল্প- সহ একাধিক ক্ষেত্রে লগ্নি টানায় এবার বিশেষ জোর দিয়েছে রাজ্য।
2. সীমান্তে উসকানি দিচ্ছে বাংলাদেশ, বাড়ছে অশান্তি। এমন পরিস্থিতিতে জাতীয় সুরক্ষায় আরও দুই জেলায় বিএসএফ-কে জমি দিল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এদিন বাজেট অধিবেশনের আগে একাধিক নতুন বিল মন্ত্রিসভার বৈঠকে পাশ করানো হয়।
এর আগে, বিএসএফ রাজ্যকে জানিয়েছিল সীমান্ত সুরক্ষার জন্য তাদের জমি প্রয়োজন। জমি না পেলে কাজে সমস্যা হচ্ছে বলে রাজ্যকে জানিয়েছিল তারা। বিষয়টি নিয়ে রাজ্য মন্ত্রিসভার আগের বৈঠকে আলোচনা হয়। দিন কয়েক আগে নদিয়ার করিমপুরে জমিও দেয় রাজ্য। এবার উত্তরবঙ্গের আরও দুই জেলায় জমি দেওয়া হল। জানা যাচ্ছে, জলপাইগুড়ি বিন্নাগুড়িতে ০.০৫ একর, মালদহের নারায়ণপুরে ১৯.৭৩ একর জমি দেওয়া হয়েছে। যা বিএসএফের আউটপোস্ট তৈরি ও বেড়া দেওয়ার জন্যে এই জমি ব্যবহার হবে বলেই মনে করা হচ্ছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।