খেজুরির সভা থেকে হিংসা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। হনুমান জয়ন্তীর আগে সতর্ক করলেন রাজ্যবাসীকে। মোদি-মন্তব্য নিয়ে মামলায় আপাত স্বস্তি রাহুল গান্ধীর। শাস্তি খারিজের দাবিতে সুরাট আদালতের দ্বারস্থ কংগ্রেস নেতা। ১৩ এপ্রিল পর্যন্ত মিলল জামিন। হাওড়ার অশান্তির ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের। গরু পাচার মামলায় ফের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। রিষড়ায় জারি ১৪৪ ধারা। সিবিআই-কে দরাজ সার্টিফিকেট প্রধানমন্ত্রীর। সংস্থাকে ‘সত্যনিষ্ঠ ও ন্যায় বিচারের ব্র্যান্ড’ বলে আখ্যা।
হেডলাইন:
আরও শুনুন: 2 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- শক্তিগড়ে খুন বিজেপি-ঘনিষ্ঠ কয়লা মাফিয়া রাজু ঝা, তদন্তে SIT
আরও শুনুন: 1 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- মমতার ধরনায় সুর নরম কেন্দ্রের, ১২০০ কোটি বকেয়া মেটানোর সিদ্ধান্ত
বিস্তারিত খবর:
1. রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সোমবার পূর্ব মেদিনীপুরের খেজুরির সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে সেই ইস্যুতেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসা নিয়ে কড়া বার্তা দিলেন তিনি। ৬ এপ্রিল হনুমান জয়ন্তীর আগে অশান্তি রুখতে আগাম সতর্কতা জারি করলেন মুখ্যমন্ত্রী। যে কোনও ধরনের অশান্তি রুখতে যুবসমাজকে এগিয়ে আসারও বার্তা দিলেন তিনি। একইসঙ্গে অশান্তির নেপথ্যে বিজেপির যোগসাজশের অভিযোগ তুলে গেরুয়া শিবিরকে তুলোধোনা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বকেয়া চেয়ে যখন দিল্লিতে দরবার করতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সময়ে একই ইস্যুতে রাজ্য থেকে সরব হলেন মমতাও। কেন্দ্রের বিজেপি সরকারকে এদিন ‘বেইমান, লুটেরা, দাঙ্গাবাজ, চোর-ডাকাত’ বলে কটাক্ষ করেন মমতা। তাঁর অভিযোগ, ১৭ লক্ষ মানুষের টাকা দেয়নি কেন্দ্র। রাস্তা তৈরি, আবাস যোজনা, ১০০ দিনের কাজের টাকাও আটকে রেখেছে। অথচ এ রাজ্যে অশান্তি ছড়াতে তৎপর বিজেপিই, এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। কিন্তু গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াইয়ের ময়দান থেকে যে তিনি পিছু হটবেন না, সে কথাও এদিন আরও একবার স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2. মোদি পদবি নিয়ে মানহানির মামলায় আপাত স্বস্তি মিলল রাহুল গান্ধীর। কংগ্রেস নেতার জামিনের মেয়াদ বাড়াল সুরাটের সেশনস কোর্ট। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত কোনও আইনি পদক্ষেপ করা যাবে না রাহুলের বিরুদ্ধে। অভিযোগকারী বিজেপি নেতা পূর্ণেশ মোদিকে ১০ এপ্রিলের মধ্যে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে আদালত।
অপরাধমূলক মানহানির মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দেয় সুরাটের নিম্ন আদালত। যার জেরে একদিন পরেই সাংসদ পদ খোয়াতে হয় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। এই রায়কে চ্যালেঞ্জ জানাতেই সোমবার প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে সুরাটের দায়রা আদালতে পৌঁছে গিয়েছিলেন রাহুল। আদালতের নির্দেশ, জামিন সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি ১৩ এপ্রিল। এদিকে, শাস্তি খারিজের দাবিতে আদালতের যে রায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন রাহুল, তার পরবর্তী শুনানি ৩ মে। এদিকে রায়ের পর এতদিন কোনও আবেদন না করায় বিজেপি দাবি করেছিল, নিজেকে ‘শহিদ’ প্রমাণ করার চেষ্টা করছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। আবার এদিন নিজে আদালতে উপস্থিত হয়ে আরজি জানানোর পরেও রাহুলকে বিঁধেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।