পানাগড়ে দুর্ঘটনায় মৃত্যু ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীর। বাড়ছে সর্বস্তরের চিকিৎসকদের ভাতা-বেতন। মেগা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর। নিউটাউনে নাবালিকা ধর্ষণ-খুনের মামলায় বারাসাত আদালতে চার্জশিট পেশ দিল পুলিশ। অভয়া ধর্ষণ-খুনে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ সিবিআইয়ের। বাংলাদেশে বাড়ছে ধর্ষণ, চরম অরাজকতা। ২৪ ঘণ্টার মধ্যে ইউনুসের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে পথে ছাত্ররা।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. রাতের হাইওয়েতে ইভটিজারদের হাত থেকে বাঁচতে প্রাণ খোয়ালেন তরুণী। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে দুর্গাপুরের পানাগাড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। আহত হন গাড়িতে থাকা আরও দুজন। তবে পুলিশের দাবি এটি ইভটিজিংয়ের ঘটনা নয়। বরং দুটি গাড়ির রেষারেষিতে দুর্ঘটনা। আর তাতেই প্রাণ হারিয়েছেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা। সোমবার পানাগড় কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করল পুলিশ। সাংবাদিক সম্মেলনে আসানসোল-দুর্গাপুরের নগরপাল সুনীল চৌধুরী দাবি করেন, তরুণীর গাড়িই নাকি ধাওয়া করছিল ‘ইভটিজার’দের সাদা রংয়ের ক্রেটা গাড়িটিকে। আর রেষারেষির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় তরুণীর গাড়ি। এদিন ‘ইভটিজিং’য়ের দাবিকে ভিত্তিহীন বলে দেগে দিয়ে নগরপাল বলেন, ‘ওভারটেক করতে গিয়ে সমস্যার সূত্রপাত। ইভটিজিংয়ের কোনও ঘটনা ঘটেনি।’ তিনি আরও বলেন, ‘তরুণীর গাড়িতে থাকা বাকিদের অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারীরা ইভটিজিংয়ের অভিযোগ করেননি।’ তবে ঘটনার তদন্ত চলছে। গাড়িতে থাকা অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন নগরপাল। দাবির স্বপক্ষে সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও দাবি সিপির। যদিও পুলিশের দাবির আগে এ বিষয়ে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, ‘এরা বিকৃত মনস্ক।’ তাঁর কথায়, অভিযুক্তদের রাস্তায় বের করে শাস্তি দিতেই তবেই আর কেউ এরকম অপরাধ করার সাহস পাবে না। সবমিলিয়ে পানাগড়ের দুর্ঘটনা কাণ্ডে তোলপাড় গোটা বাংলা।
2. চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যের সরকারি চিকিৎসকদের সর্বস্তরে ভাতা ও বেতন বাড়ল। জানা গিয়েছে, ইন্টার্ন, পিজিটি, জুনিয়র, সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ও ভাতা গড়ে ১০ থেকে ১৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। এই ঘোষণার পাশাপাশি চিকিৎসকদের কর্তব্যের কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘ন্যূনতম ৮ ঘণ্টা সরকারি পরিষেবা দিন।’তার পর আপনারা অন্য জায়গায় প্রাইভেটে পরিষেবা দিন, আমার আপত্তি নেই।’ পাশাপাশি এদিন ফের মেদিনীপুর মেডিক্যালের স্যালাইন কাণ্ড নিয়ে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তবে শাস্তি পাওয়া জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহার করেছেন মমতা। অন্যদিকে চিকিৎসকদের কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় কোনও ভিআইপির জন্য গাড়ি বন্ধ থাকবে না। যত বড় কর্তাব্যক্তি হন আর পাঁচজনের মতো সিগন্যালে দাঁড়াতে হবে মন্ত্রী-আমলা-সরকারী আধিকারিকদের। এছাড়া, এদিন প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ওয়াচ টাওয়ার তৈরি করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তারজন্য সমস্ত বিধায়ক-সাংসদদের তহবিলের টাকা দিতে অনুরোধ করেছেন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।