হাওড়া-বালি পুরসভার পৃথকীকরণ নিয়ে কাটল জট। বিলে সই রাজ্যপালের। তৃণমূলে যোগ মোর্চা নেতা বিনয় তামাংয়ের। কাউন্সিলর পদে শপথ নিলেন ফিরহাদ হাকিম-সহ কলকাতা পুরসভার বিজয়ী প্রার্থীরা। রাজ্যপালের সঙ্গে বৈঠকে নেই কলেজের উপাচার্যরা। ক্ষোভ ধনকড়ের। রাজ্যে ফের ওমিক্রন আক্রান্তের খোঁজ। ছত্তিশগড়েও পুরভোটে ধাক্কা বিজেপির। ক্রিকেটে ময়দান থেকে অবসর হরভজন সিংয়ের।
হেডলাইন:
আরও শুনুন: 23 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ফের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি অতীন ঘোষ
বিস্তারিত খবর:
1. হাওড়া ও বালি পুরসভার পৃথকীকরণ নিয়ে কাটল জট। অবশেষে আটকে থাকা বিলে সই করলেন রাজ্যপাল। ফলে আগামী বছর রাজ্যের অন্য়ান্য পুরসভাগুলির সঙ্গে এই দুই পুরসভাতেও ভোটের ক্ষেত্রে আর বাধা রইল না। শুক্রবার কলকাতা হাই কোর্টে এই তথ্য জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। আগামী ২২ জানুয়ারি রাজ্যের ৬টি পুরনিগমে ভোট। তার মধ্যে হাওড়ার নামও নির্বাচন কমিশনের তালিকায় ছিল। যদিও বৃহস্পতিবার আদালতে এই তালিকা পেশের সময়ও হাওড়ায় ভোটের ভবিষ্যৎ নিয়ে সংশয় ছিল। শুক্রবার রাজ্যপাল সই করে দেওয়ায় তা কেটে গেল।
নাগরিক পরিষেবা আরও উন্নত করার স্বার্থে হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করা উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু রাজ্যপাল জগদীপ ধনকড় সেই বিলে প্রথমে স্বাক্ষর করেননি। বরং আরও তথ্য চান তিনি। এ বিষয় আলোচনার জন্য় একাধিকবার তিনি রাজভবনে তলব করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে। তারপরও জট কাটছিল না।
তবে কলকাতা পুরভোটের পর সামগ্রিক পরিস্থিতি দেখে রাজ্যপাল বিলে স্বাক্ষর করে দেন। তাঁর আশা ছিল, সমস্ত পুরসভাগুলিতে একসঙ্গ ভোট হবে। কিন্তু রাজ্য ও নির্বাচন কমিশন আগে কলকাতা পুরসভার ভোট সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়। আর তারপর দ্রুতই মেয়াদ উত্তীর্ণ বাকি পুরসভাগুলিতেও নির্বাচনের জন্য তৎপর হয় সরকার ও নির্বাচন কমিশন। আলোচনাক্রমেই ২২ জানুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি – দু’দফায় ভোটের দিনক্ষণ স্থির হয়। এতে সন্তুষ্ট রাজ্যপাল। আটকে থাকা পুরবিলে সই করায় নির্বাচনের পথ মসৃণ হল।
2. শুক্রবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন মোর্চা নেতা বিনয় তামাং। রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও ব্রাত্য বসুর উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বিনয় তামাং। এদিনই কার্শিয়াংয়ের প্রাক্তন বিধায়ক রোহিত শর্মাও যোগ দিলেন ঘাসফুল শিবিরে। সামনেই জিটিএর নির্বাচন, তার আগেই তামাংয়ের তৃণমূলে যোগ অত্যন্ত ইঙ্গিতপূর্ণ।
শুক্রবার সকালেই কলকাতায় পৌঁছন মোর্চা নেতা বিনয় তামাং। ক্যামাক স্ট্রিটের একটি হোটেলে তৃণমূলের তরফে আয়োজন করা হয়েছিল সাংবাদিক বৈঠকের। সেখানেই তৃণমূলে যোগ দেন বিনয় তামাং ও রোহিত শর্মা। মলয় ঘটক ও ব্রাত্য বসুর হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তাঁরা। তৃণমূল পরিবারের অংশ হয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন বিনয় তামাং। জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পাহাড়ে প্রচুর উন্নয়ন হয়েছে। পাশাপাশি বিজেপিকে তোপও দাগেন তিনি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।