বীরভূম থেকে চাকরি বাতিল নিয়ে সরব মমতা। নাম না করে নিশানা শুভেন্দুকে। ভোট আটকাতেই গ্রেপ্তার অনুব্রতকে, বিজেপিকে তোপ নেত্রীর। ‘চাকরি পিছু ১৫ লাখ টাকা ঘুষ’, রাজ্যে প্রচারে এসে মমতাকে তোপ শাহের। বাংলা ৩০ আসন দিলে উত্তরবঙ্গে এইমস গড়ার আশ্বাস নেতার। এবার ধরনার পথে ‘যোগ্য’ চাকরিহারারা। রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাচ্ছে কমিশন। নিয়োগ বাতিলে চিন্তা ভোটের ডিউটি নিয়েও।
হেডলাইন:
আরও শুনুন: 22 এপ্রিল 2024: বিশেষ বিশেষ খবর- SSC মামলায় বাতিল ২৫,৭৫৩ চাকরি, চাকরিহারাদের পাশে মুখ্যমন্ত্রী
আরও শুনুন: 21 এপ্রিল 2024: বিশেষ বিশেষ খবর- গরমে ৫০ বছরের রেকর্ড ভাঙল কলকাতা, তাপপ্রবাহ জারি আগামী সপ্তাহেও
বিস্তারিত খবর:
1. চাকরি বাতিল থেকে জঙ্গি নিশানায় অভিষেক। বীরভূমের সভা থেকে সব ইস্যুতেই সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেছিলেন, “সোমবার বোমা ফাটবে।” পরবর্তীতে সোমবার একসঙ্গে বাতিল হয়েছে ২০১৬ সালের প্যানেলের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি। দুইয়ের মধ্যে যোগ রয়েছে বলেই দাবি তৃণমূলের। এদিন সেই বোমা প্রসঙ্গ তুলেই তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে আদালতের রায় নিয়ে মমতার বক্তব্য, ‘‘যদি বলতেন, এখানে অসুবিধা রয়েছে, এটা তোমার ভুল হয়েছে, তোমরা সংশোধন করো, আমরা করে দিতাম। সেটা না করে একতরফা রায়ে সব বাতিল করে দিল।’’ মমতার স্পষ্ট অভিযোগ, চাকরি বাতিল হওয়ার নেপথ্যে রয়েছে বিজেপিই। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর জঙ্গি নিশানা নিয়ে মুখ খোলার পাশাপাশি, অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যার গ্রেপ্তারি নিয়ে আরও একবার বিজেপিকে আক্রমণ করলেন তিনি। মমতার দাবি, ভোট মিটলেই তাঁদের ছেড়ে দেওয়া হবে। ভোটে যাতে কাজ করতে না পারেন, সেই কারণেই আটকে রাখা হয়েছে অনুব্রতকে, এই মর্মেই বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2. লোকসভার আগে নির্বাচনী প্রচারে ফের রাজ্যে অমিত শাহ। রাজ্যে এসেই নিয়োগ দুর্নীতি কাণ্ডের চাকরি বাতিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা শাহের। মঙ্গলবার রায়গঞ্জের করণদিঘিতে নির্বাচনী সভায় তৃণমূলকে আক্রমণ শানাতে গিয়ে বাংলায় দুর্নীতি ও হিংসাকে হাতিয়ার করেন অমিত শাহ। সাম্প্রতিক নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিলের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘চাকরি পিছু ১০ থেকে ১৫ লক্ষ টাকা করে ঘুষ নিয়েছে ওরা। আপনাদের কাছে ১৫ লক্ষ টাকা না থাকলে আপনার বাড়ির লোকেরা চাকরি পাবে কীভাবে?’ নিয়োগ দুর্নীতিতে টাকা উদ্ধার এবং গ্রেপ্তারির পরেও পার্থ চট্টোপাধ্যায়কে বরখাস্ত করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ শাহের। বিজেপিই কেবল এই দুর্নীতি রুখতে পারে বলে পদ্মে ভোট দেওয়ার আর্জি জানালেন শাহ। একইসঙ্গে আশ্বাস দিলেন, এই নির্বাচনে বাংলা বিজেপিকে ৩০ আসন দিলে উত্তরবঙ্গের মানুষের জন্য রায়গঞ্জে এইমস হাসপাতাল গড়ে তুলবে মোদি সরকার।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।