অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলেই প্রত্যাবর্তন অর্জুন সিং-এর। বাংলার মেয়ের অসাধ্যসাধন। অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করে নজির হুগলির পিয়ালি বসাকের। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত দেশের অন্যান্য পর্বতারোহীরাও। এবার খননকার্যের নির্দেশ কুতুব মিনার সংলগ্ন এলাকায়। এএসআই-কে নির্দেশ কেন্দ্রের। খনন চলবে মেহরৌলির লালকোট কেল্লা এবং আনঙ্গতাল অঞ্চলেও। নতুন আতঙ্ক মাঙ্কিপক্স! ১২টি দেশে ছড়িয়েছে সংক্রমণ, সতর্ক করল WHO।
হেডলাইন:
আরও শুনুন: 21 মে 2022: বিশেষ বিশেষ খবর- কমছে পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম, ঘোষণা কেন্দ্রের
বিস্তারিত খবর:
1. অর্জুন সিং-এর তৃণমূলে ফেরা নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল নানা মহলে। এবার তাতে ইতি পড়ল। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পুরনো দলেই ফিরলেন তিনি। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে ঘাসফুল শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ভাটপাড়ার তিনবারের বিধায়ক অর্জুন সিং। সেবারই বিজেপি অর্জুন সিংকে বারাকপুরের প্রার্থী হিসেবে লড়াইয়ের সুযোগ দেয়। বারাকপুরের ২ বারের তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীকে অনায়াসে হারিয়ে সাংসদ নির্বাচিত হন অর্জুন। যদিও বছর তিনেক বিজেপিতে থাকলেও তেমন মসৃণ ছিল না তাঁর পথচলা। সম্প্রতি পাটশিল্পের সমস্যা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অর্জুন। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে একযোগে আন্দোলনে যাওয়ারও হুমকি দিয়েছিলেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এরপর তার সঙ্গে বৈঠকও করেন। যদিও তাতে সন্তুষ্ট হতে পারেননি অর্জুন। তারপর থেকেই তাঁর তৃণমূলে ফেরার জল্পনা বাড়তে থাকে। রবিবার সেই প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পন্ন হল। অর্জুন জানান, ভুল বোঝাবুঝির জেরেই তিনি দল ছেড়েছিলেন। পাশাপাশি বঙ্গ বিজেপির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন অর্জুন। জানান, ঠান্ডা ঘরে বসে রাজনীতি করে বাংলার বিজেপি। সংগঠনের কাজের সুযোগ সেভাবে মেলে না। অর্জুনের বক্তব্য, মানুষের কাজ করতে হলে মানুষের পাশে থাকতে হয়। সেই লক্ষ্যেই তিনি ফিরলেন পুরনো দলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। জানা যাচ্ছে, সোমবার দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন অর্জুন সিং।
2. বঙ্গতনয়ার অসাধ্যসাধন। কৃত্রিম অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় হুগলির বাসিন্দা পিয়ালি বসাকের। এই নিয়ে দ্বিতীয়বার এভারেস্ট জয় করলেন তিনি। চন্দননগরের কাঁটাপুকুরের বাসিন্দা পিয়ালি। বারবারই তাঁর চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। তবুও এতটুকু দমেননি তিনি। ২০১৮ সালে বিশ্বের অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসলু শৃঙ্গে পা রেখে ইতিহাস গড়েছিলেন। তারপর স্কুলশিক্ষিকা পিয়ালির লক্ষ্য ছিল সপ্তম উচ্চতম শৃঙ্গজয়। প্রথম ভারতীয় পর্বতারোহী হিসেবে অক্সিজেন ছাড়াই ৮,১৬৭ মিটার উচ্চতাবিশিষ্ট ধৌলাগিরি জয় করেন পিয়ালি। চলতি মাসেই এভারেস্টের বেস ক্যাম্প থেকে ক্যাম্প ১-এর উদ্দেশে রওনা দেন পিয়ালি। রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে আটটায় স্বপ্নপূরণ হয় তাঁর। অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করলেন বাংলার মেয়ে। এরপর অক্সিজেন ছাড়াই লোৎসে জয়ের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা পিয়ালির। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এই পর্বতারোহী। বঙ্গতনয়ার এই সাফল্য প্রেরণা জোগাবে দেশের অন্যান্য পর্বতারোহীদেরও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।