কেন্দ্রকে ফের চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার গোয়ায় প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির। ‘প্রসব সাথী’ প্রকল্পের ঘোষণা স্বাস্থ্যদপ্তরের। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে থাকছেন না কোনও বিদেশি অতিথি। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কমল রাজ্যে। খোলা বাজারে করোনার ২ টিকা মেলার সম্ভাবনা। টেস্ট ক্রমতালিকাতেও শীর্ষস্থান হারাল ভারত।
হেডলাইন:
আরও শুনুন:আরও শুনুন: 19 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, দেশ ও রাজ্যে ফের বাড়ল সংক্রমণ
বিস্তারিত খবর:
1. সর্বভারতীয় স্তরের আমলাদের নিয়োগ ও নিয়ন্ত্রণের নিয়ম ‘ক্যাডারস রুল’-এ বদল আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। তাদের সেই সংশোধনীর প্রতিবাদ জানিয়ে গত ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এর মধ্যেই কেন্দ্রের তরফে এই সংশোধনী প্রস্তাবকে আরও কঠোর করা হয়। নিয়মের নয়া রদবদলকে ‘দানবীয়’ বলে উল্লেখ করে এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বার চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী। জানালেন, “কেন্দ্রের এই সংশোধনী প্রস্তাব যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী।”
আইন অনুযায়ী আইএএস বা আইপিএস-সহ সর্বভারতীয়স্তরের আমলাদের নিয়ন্ত্রণের রাশ কেন্দ্র ও রাজ্যের পারস্পরিক মত আদানপ্রদানের ভিত্তিতেই স্থির হয়ে থাকে। রাজ্য প্রশাসনের অভিযোগ, আইন সংশোধন করে আমলাদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার পথেই হাঁটতে চাইছে কেন্দ্রীয় সরকার। সংশোধিত আইনে রাজ্যের ক্ষমতা খর্ব করা হচ্ছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর লেখা চিঠিতে জানানো হয়েছে, কেন্দ্রের নয়া সংশোধনী অনুযায়ী, রাজ্যে কর্মরত যে কোনও আইএস, আইপিএস-সহ যে কোনও কেন্দ্রীয় আমলাকে যে কোনও সময় দেশের যে কোনও প্রান্তে বদলি করতে পারবে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার ‘রিলিজ’ না দিলে কেন্দ্রের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে। মোদি সরকারের এই সংশোধনী প্রস্তাব আমলাদের মধ্যে ভীতি ও অস্থিরতা তৈরি করবে বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, কেন্দ্র এই সংশোধনীকে আইনে পরিণত করলে কেন্দ্র-রাজ্যের সম্পর্ক আরও জটিল হবে। মতপ্রকাশের ক্ষমতা হারাবে রাজ্যগুলি। তাই আরও একবার এই সংশোধনী প্রস্তাব বাতিলের দাবি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী।
2. “গোয়ায় কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ বিজেপিকে জিতিয়ে দেওয়া।” বৃহস্পতিবার গোয়ায় কংগ্রেসের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমবার গোয়ায় ভোটের ময়দানে নেমেছে তৃণমূল। সংগঠন তৈরির প্রথম দিন থেকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি বিরোধী ভোট ভাগাভাগির অভিযোগ উঠেছে। এদিন সেই অভিযোগ উড়িয়ে দিলেন অভিষেক। বরং বিজেপিকে সাহায্য করার অভিযোগ আনলেন কংগ্রেসের বিরুদ্ধে। এমনকী, কংগ্রেস গোয়ার আমজনতাকে ভুল বোঝাচ্ছে বলেও দাবি করলেন তিনি।
গোয়ার দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদাম্বরমের বিরুদ্ধে বৃহস্পতিবার সরাসরি তোপ দাগেন তিনি। বলেন, “পি চিদাম্বরম বলছেন, তৃণমূল জোটের প্রস্তাবই দেয়নি। অথচ আমাদের সর্বভারতীয় স্তরের নেতা পবন বর্মা ২৪ ডিসেম্বর দুপুর দেড়টার সময় চিদাম্বরমের বাড়িতে যান। সেখানে গিয়ে কথা বলেন।” অভিষেকের চ্যালেঞ্জ, “আমি যদি মিথ্যে বলি, আমাদের বিরুদ্ধে মানহানির মামলা করুক চিদাম্বরম।” গোয়ায় কংগ্রেস বিজেপিকে হারাতে না পারলে চিদাম্বরমের পদত্যাগ করা উচিত বলেও এদিন মন্তব্য করেন অভিষেক।
এ সবের মধ্যেই বৃহস্পতিবার গোয়া বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। ৪০টি আসনের মধ্যে ৩৪ জনের নামের তালিকা প্রকাশিত হয়েছে এদিন। বিজেপির সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠক করে ওই তালিকা প্রকাশ করেন গোয়ায় নির্বাচনের দেখাশোনার দায়িত্বে থাকা দেবেন্দ্র ফড়নবিস।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।