নয়া মাইলফলক বাংলার। টিকাকরণের বর্ষপূর্তির আগেই সম্পূর্ণ ১০ কোটি ডোজ টিকা। ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। লোকসভায় ধ্বনিভোটে পাশ নির্বাচনী আইন সংশোধনী বিল। সোমবার কলকাতায় তাপমাত্রার পারদ নামল ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। বড়দিন থেকে চালু নাইট বাস সার্ভিস, বাড়ছে মেট্রোও। ঐশ্বর্য রাই বচ্চনকে জেরা ইডি-র। এটিকে মোহনবাগানের নয়া কোচ জুয়ান ফেরান্দো।
হেডলাইন:
আরও শুনুন: 18 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- পুরভোটের আগে তারাতলায় অস্ত্র-সহ গ্রেপ্তার ৩, আঁটসাঁট নিরাপত্তা
বিস্তারিত খবর:
1. টিকাকরণে নজির জ্ঞড়ল বাংলা। কোভিড টিকাকরণ শুরুর এক বছর পূর্ণ হওয়ার আগেই ১০ কোটি ডোজ টিকার ধাপ পার করে ফেলল পশ্চিমবঙ্গ। সোমবার দুপুরেই কো-উইন ওয়েবসাইটের তথ্য জানিয়ে দিল, ১০ কোটি ডোজ টিকা পেয়েছে ১৮ বছর ও তার ঊর্ধ্বের নাগরিকরা। এঁদের মধ্যে নবতিপর যেমন রয়েছেন, তেমনই স্বাস্থ্যকর্মী-করোনা যোদ্ধা-পুলিশ এমনকী, সদ্য সাবালক হওয়া কিশোর-কিশোরীও রয়েছেন। নাগরিকদের স্বাস্থ্য-সচেতনতাকে কুর্নিশ জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। তবে স্বাস্থ্য দপ্তরের টিকা সংক্রান্ত নোডাল অফিসার ডা. অসীম দাস মালাকার জানিয়েছেন, অন্তত দুই-তিন কোটি মানুষ দ্বিতীয় ডোজের আওতার বাইরে। এদের একটা অংশ যেমন ৮৪-১২০ দিনের মধ্যে রয়েছেন তেমনই এমন বহু নাগরিক রয়েছেন যাঁদের মোবাইল নম্বর বদল হয়েছে, ঠিকানা বদল হয়েছে, এমনকী রাজ্য ছেড়ে চলে গিয়েছেন। তাঁরা আদৌ দ্বিতীয় ডোজ পাবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে।
এদিকে ক্রমশ ওমিক্রন-কাঁটা মাথাচাড়া দিচ্ছে। দেশের প্রায় ১৭০ জন ইতিমধ্যে আক্রান্ত। এই সময় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা টিকাকরণের উপর আরও জোর দিয়েছেন। তাই বাকিদেরও দ্রুত টিকাকরণের জন্য কোমর বেঁধে নেমে পড়েছে স্বাস্থ্যদপ্তর। এর মধ্যে আরও একটি নতুন টিকা সরকারিভাবে রাজ্যে আসতে চলেছে বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর। এ নিয়ে শুরু হয়েছে দ্বিপাক্ষিক আলোচনা।
2. ক্রিসমাস উৎসবের সূচনায় গিয়ে গোটা দেশকে রাজনৈতিক বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জানিয়ে দিলেন পরের বছর থেকে রাজ্যে বড় করে পালিত হবে বড়দিন। শুধু কলকাতা নয়, বড়দিন পালিত হবে জেলায়-জেলায়।
সোমবার বিকেলে অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই মঞ্চ থেকে শুধু রাজ্যবাসী নয়, দেশ ও বিশ্ববাসীকেও বড়দিন ও নতুন বছরের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। বলেন, “গোটা দেশের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। দেশ থেকে বিশ্ব সকলকে শুভেচ্ছা। ভ্যাটিকান থেকে গোয়া, গোয়া থেকে কলকাতা সবাইকে শুভেচ্ছা।” পাশাপাশি তিনি বলেন, “দিন দিন দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। রাজনৈতিক দূষণ চলছে দেশজুড়ে। যদি শান্তি বজায় রাখতে হয় তবে মুখে হাসি রাখতে হবে। তবেই মানসিক শান্তি থাকবে।” তাঁর বার্তা, “গোটা দেশে সম্প্রীতি, একতা বজায় রাখতে হবে। যে যার ধর্ম পালন করুন। কিন্তু দেশ মজবুত রাখতে গেলে ঐক্য মজবুত রাখতে হবে। আমাদের লড়াই করতে হবে। লড়াই আমরা করে নেব। বেদ থেকে বলি, আমরা একতার কথা বলি।” বড়দিনের প্রাক্কালে এই মঞ্চ থেকেই সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।