প্রয়াত কিংবদন্তি প্রতুল মুখোপাধ্যায়, গান স্যালুটে শেষশ্রদ্ধা শিল্পীকে। আগামী সপ্তাহে দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ, মেগা শো’র প্রস্তুতি বিজেপির। উত্তরপ্রদেশের ধাঁচে মহারাষ্ট্রেও লাভ জেহাদ বিরোধী আইন। বিরাট পদক্ষেপের ঘোষণা ফড়ণবিস সরকারের। স্থগিত মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির বৈঠক। নির্বাচনের দিনক্ষণ জানতে বাড়ল অপেক্ষা।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩। অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ শিল্পী। গত সোমবার রাতে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় আইটিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। বৃহস্পতিবার প্রবীণ শিল্পীকে গিয়ে দেখে আসেন মুখ্যমন্ত্রী। শনিবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি শিল্পী। শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীতমহলে। শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। এদিন রবীন্দ্রসদনে গায়ককে শেষ শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘সকাল থেকে আমি নিজেকে সামলাতে পারছিলাম না। অনেকক্ষণ কিছু বলতে পারিনি।’ প্রতুল মুখোপাধ্যায়ের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘আপনজনের থেকেও অধিক ছিলেন।’ মুখ্যমন্ত্রী এবং সঙ্গীত জগতের বিভিন্ন কলাকুশলীর উপস্থিতিতে গানস্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় শিল্পীকে। এরপর এসএসকেএমে তাঁর দেহ দান করা হয়। বাংলা সঙ্গীতের এক স্বতন্ত্র ঘরানা প্রতুল মুখোপাধ্যায়। শিল্পীর প্রয়াণে গণসঙ্গীতের একটি ধারাই যেন শেষ হল। ‘বাংলায় গান গাই’-এর স্রষ্টাকে চিরকাল মনের মণিকোঠাতেই রেখে দেবেন বাংলা ও বাঙালি।
2. দিল্লির শপথগ্রহণ অনুষ্ঠানের তোড়জোড় শুরু বিজেপি-র। তবে, মুখ্যমন্ত্রীর কুরসিতে কে বসতে চলেছেন তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি শপথ নিতে চলেছেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী। ২৬ বছর পরে দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। সেই বিজয়োৎসব উদযাপন করতে দিল্লির ভাবী মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানকে মেগা-শো হিসাবে তুলে ধরতে চাইছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী-সহ দেশের সমস্ত বিজেপিশাসিত রাজ্যর মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, এমনকি দলের সর্বভারতীয় পদাধিকারী সেখানে হাজির থাকবেন বলেই জানা যাচ্ছে। পাশাপাশি, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে বিভিন্ন নাম শোনা গেলেও নয়াদিল্লি কেন্দ্রের বিধায়ক প্রবেশ বর্মাই এগিয়ে রয়েছেন বলে জানাচ্ছে বিজেপির শীর্ষনেতৃত্ব। এদিকে, চর্চায় ফিরেছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিতর্কিত বাসভবন, ‘শিশমহল’। সরকারি বাসভবন সংস্কারে দুর্নীতির হয়েছে কি-না, তা তদন্ত করে দেখবে কেন্দ্র। এমনই নির্দেশ দিয়েছে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।