জয়নগরে তৃণমূল নেতা হত্যায় গ্রেপ্তার ১। জেরায় হদিশ আরও দুই মাথার। ঘরছাড়াদের ফেরাতে গিয়ে পুলিশি বাধার মুখে কান্তি-সুজনরা, আটকানো হল নওশাদকেও। মেয়াদ ফুরোলেও বিশ্বভারতীতেই বিদ্যুৎ চক্রবর্তী। ইন্ডিয়া জোটে ফাটল নিয়ে বাড়ল গুঞ্জন। খলিস্তানি কার্যকলাপ নিয়ে কানাডাকে ‘হুঁশিয়ারি’ ভারতের। বিশ্বকাপের সেমিফাইনালে কাঁটা হতে পারে বৃষ্টি। ৫ ডিসেম্বর থেকে শুরু কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ।
হেডলাইন:
আরও শুনুন: 12 নভেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- কালীপুজোতেই জেলযাত্রা জ্যোতিপ্রিয়র, মৃত্যুর আশঙ্কা প্রকাশ মন্ত্রীর
বিস্তারিত খবর:
1. জয়নগরে তৃণমূল নেতার হত্যাকাণ্ড সুপরিকল্পিত, তদন্তে নেমে মত পুলিশের। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে শাহরুল শেখ নামে এক ব্যক্তিকে। ধৃতের বয়ানে মিলেছে নতুন দুই ‘মাথা’র হদিশ। শাহরুলের সাফ দাবি, সইফউদ্দিনকে খুনের টিপস দিয়েছিলেন নাসির আর গুলি চালিয়েছেন বড় ভাই। তবে কে এই নাসির বা বড় ভাই, তা এখনও অজানা। এদিন শাহরুল শেখকে আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। ২৪ নভেম্বর তাঁকে ফের আদালতে তোলা হবে। সইফউদ্দিন খুন, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু, এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনায় মোট ৩টি পৃথক মামলা রুজু করেছে জয়নগর থানার পুলিশ।
এদিকে জয়নগর কাণ্ডে ঘরছাড়াদের ফেরাতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন সুজন চক্রবর্তী-সহ সিপিএম নেতারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বামনেতারা। অন্যদিকে চরণে বারুইপুরের এসডিপির বাধার মুখে পড়ে বাকবিতণ্ডায় জড়ালেন নওশাদ সিদ্দিকিও। পুলিশের বক্তব্য, দায়িত্ব নিয়ে ঘরে ফেরানো হবে ঘরছাড়াদের। তবে এলাকায় শান্তি বজায় রাখতে বহিরাগত কাউকে এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না বলেই সাফ জানিয়েছে পুলিশ।
2. চাকরির মেয়াদ ফুরোলেও বিশ্বভারতীতেই রয়েছেন প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এখনও ছাড়েননি সরকারি বাসভবন। ব্যবহার করছেন সমস্ত সরকারি সুযোগ সুবিধাও। আর এই নিয়েই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়মিত বৈঠকে বসছেন বিদ্যুৎ। যদিও এ প্রসঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষ বা প্রাক্তন উপাচার্য, কারও তরফেই কোনও প্রতিক্রিয়া মেলেনি।
সোমবার প্রাক্তন উপাচার্যের এমন আচরণের প্রতিবাদ জানান বোলপুর শান্তিনিকেতনের বাসিন্দারা। একইসঙ্গে বিশ্বভারতীর কর্মী ও অধ্যাপকদের একাংশের দাবি, প্রাক্তন উপাচার্য নতুন করে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন। তাঁদের অভিযোগ, “বিশ্বভারতীর ১০ জনের অধিক নিরাপত্তারক্ষী থেকে সমস্ত ধরনের সুযোগ-সুবিধা প্রাক্তন উপাচার্য নিয়ে চলছেন। যা সম্পূর্ণ নজিরবিহীন এবং বেআইনি দখলদারি।” এদিকে, পাঁচটি মামলায় প্রাক্তন উপাচার্যকে তলব করেছিল শান্তিনিকেতন থানার পুলিশ। নোটিশ পেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিদ্যুৎ। সেই শুনানিতে ২০ এবং ২২ নভেম্বর উপাচার্যকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশকে। এই যুক্তি দিয়েই সরকারি বাসভবনে আরও কিছুদিন থেকে যেতে পারেন প্রাক্তন উপাচার্য, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।