‘জয় শ্রীরাম’ স্লোগান বিতর্কে এবার সরব অভিষেক। ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই ঈশ্বরকে দেখতে পান’, খোঁচা বিরোধীদের। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বিরোধীদের চ্যালেঞ্জ কুণাল ঘোষের। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রের। ২০২২-এর ডিসেম্বরে বেকারত্বের হার ৮.৩%, জানাল CMIE। জুনিয়র অ্যাথলেটিক্স কোচকে যৌন হেনস্তার অভিযোগ। কাঠগড়ায় হরিয়ানার ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং। অভিযোগ অস্বীকার করেও পদত্যাগ তদন্তের স্বার্থে। ২০২২-এ সেরা ক্রিকেটারের তালিকায় নেই বিরাট, রোহিত। জায়গা ঋষভ, জশপ্রীত, সূর্যকুমারের।
হেডলাইন:
আরও শুনুন:31 ডিসেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- ‘রেফার’ নিয়ে কড়া রাজ্য, হাসপাতালগুলিকে নির্দেশিকা স্বাস্থ্য ভবনের
আরও শুনুন: 30 ডিসেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- বাংলায় যাত্রা শুরু বন্দে ভারত এক্সপ্রেসের, একযোগে উদ্বোধন মোদি-মমতার
বিস্তারিত খবর:
1. বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বিজেপি কর্মীদের ‘জয় শ্রীরাম’ স্লোগান ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এবার এই নিয়েই গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তিলজলায় তৃণমূলের নতুন ভবনের ভিতপুজোয় হাজির হয়ে অভিষেক বলেন, সরকারি মঞ্চে যারা রাজনৈতিক স্লোগান ব্যবহার করে, তার মানেই ধরে নেওয়া যাক তারা রাজনৈতিক ভাবে দেউলিয়া। কোনও দল দেউলিয়া হয়ে গেলেই এধরনের আচরণ করে। তাঁর কথায়, “ওরা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঈশ্বরকে বা রামচন্দ্রকে দেখতে পেয়েছে। তাই জয় শ্রীরাম বলেছে। তাদের ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে যে শ্রদ্ধা, সম্মান তারা দিয়েছেন, তার জন্য।” এরপরই বিরোধী দলের উদ্দেশে তাঁর বার্তা, “লড়াই করতে হলে রাজনৈতিক ভাবে লড়াই করুন। যারা ২০১৯ সালে জয় শ্রীরাম স্লোগান তুলেছিল, তাদের ১১০টাকা দিয়ে পেট্রল, ১২০০ টাকা দিয়ে গ্যাস কিনতে হয়। জয় শ্রীরাম বললে সেই দাম কমে যায় না। তাই মানুষের স্বার্থে রাজনীতি করুন।” পাশাপাশি নতুন বছরের প্রথম দিন ফের দলবদল জল্পনা উসকে দিলেন অভিষেক। এদিন তাঁর পূর্ব ঘোষিত ‘দরজা খোলা’র বিষয়ে প্রশ্ন ওঠায় অভিষেকের ইঙ্গিতবাহী জবাব, ‘ঠিক সময়েই দরজা খোলা হবে। আগামী ২ জানুয়ারি দলের বৈঠক নিয়েও বার্তা দিলেন অভিষেক। তিনি জানান, ‘সোমবার দলের যে মিটিং আছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিক নির্দেশ দেবেন। সর্বস্তরের প্রতিনিধিরা থাকবেন। আপনারা নজর রাখুন। তৃণমূলের সর্বস্তরের কর্মীরা সেটা পালন করার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন।” আসন্ন পঞ্চায়েতে শান্তিপূর্ণ ভোটের বার্তাই এদিন দিয়ে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
2. তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রাজ্যে বিরোধীদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রবিবার সাংবাদিক সম্মেলনে একাধিক প্রসঙ্গে কথা বলেন তিনি। তার মাঝে তাঁর মন্তব্য, ”রাজ্যে বিরোধী বলে আর কিছু নেই। তৃণমূলই সরকার, তৃণমূলই বিরোধী। উন্নয়নের কাজ করবে তৃণমূল, আবার কাজে ভুল হলে তাও সংশোধন করে নেবে তৃণমূল।” তাঁর এই মন্তব্যের পরই বিরোধীরা প্রশ্ন তুলছেন, তিনি বিরোধীদের অস্তিত্বকেই নস্যাৎ করতে চাইছেন। তবে এই মন্তব্যে আসলে বিরোধীদের ঢিলেঢালা মনোভাবকেই বিঁধতে চেয়েছেন তৃণমূল মুখপাত্র, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।