সরস্বতী পুজোর দিন মর্মান্তিক দুর্ঘটনা বানতলায়। ম্যানহোলে নেমে মৃত্যু তিন শ্রমিকের। পুলিশি নিরাপত্তায় সরস্বতী পুজো যোগেশচন্দ্র চৌধুরী কলেজে। বিক্ষুদ্ধ পড়ুয়াদের সঙ্গে কথা ব্রাত্য বসুর। বৃদ্ধার গণধর্ষণ কাণ্ডে রায় ঘোষণা রানাঘাট আদালতের। মুর্শিদাবাদ সীমান্তে ফের গ্রেপ্তার ২ বাংলাদেশি। বিজেপি ক্ষমতায় এলে হবে না বস্তি উচ্ছেদ, দিল্লিতে ভোটের মুখে আশ্বাস মোদির।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. সরস্বতী পুজোর সকালে মর্মান্তিক দুর্ঘটনা বানতলার লেদার কমপ্লেক্স এলাকায়। রবিবার পাইপলাইন পরিষ্কার করতে ম্যানহোলে নেমে প্রাণ হারান তিন শ্রমিক। লেদার কমপ্লেক্সের ৪৫২ নম্বর প্লটে ট্যানারির পাইনলাইন পরিষ্কার করতে গিয়েছিলেন শ্রমিকরা। এরপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ফারজেম শেখ, হাসি শেখ ও সুমন সর্দার – তিন শ্রমিকের কেউই উপরে উঠে আসেননি। এতেই সন্দেহ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় লেদার কমপ্লেক্স থানার পুলিশ ও দমকলের উদ্ধারকারী দল। ম্যানহোল থেকে উদ্ধার হয় ৩ শ্রমিকের নিথর দেহ। তাঁদের উদ্ধার করতে গিয়ে ২ দমকল কর্মীও অসুস্থ হয়ে পড়েন বলে খবর। পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, শ্রমিকরা অক্সিজেন মাস্ক নিয়েই নেমেছিলেন কাজ করতে। কিন্তু তা সত্ত্বেও ঘটল এত বড় দুর্ঘটনা। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে যান কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ঘোষণা করেছেন, পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। তবে এভাবে যথাযথ সুরক্ষা ছাড়া ম্যানহোলে শ্রমিকদের নামানো নিয়ে প্রশ্ন উঠেছে।
2. হাই কোর্টের নির্দেশে পুলিশি নিরাপত্তায় সরস্বতী পুজোর আয়োজন করা হল যোগেশচন্দ্র চৌধুরী কলেজে। কলেজের বাইরে মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনী। পরিচয়পত্র দেখে তবে পড়ুয়াদের প্রবেশ করতে দেওয়া হয়। এই পরিস্থিতিতে রবিবার দুপুরে সেখানে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ মালা রায়। তাঁদের দেখেই ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তোলেন আইনের ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি, কলেজে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। তুমুল হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে ব্রাত্য বসু নিজে এসে বিক্ষুদ্ধদের সঙ্গে কথা বলেন। তারপর চারজনকে ডেকে নিয়ে যান অধ্যক্ষের ঘরে। সেখানে পড়ুয়াদের সঙ্গে আলাদা করে কথা বলেন তিনি। মালা রায়ের একটাই বক্তব্য, পড়ুয়ারা যেন রাজনীতিতে জড়িয়ে না পড়েন। উচ্চ আদালত নির্দেশ দিয়েছিল, পুলিশের নজরদারিতে হবে সরস্বতী পুজো। সেইমতো পুজোর আয়োজন হলেও ক্ষোভের আঁচ ছিল কলেজ চত্বরে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।