চব্বিশে জিতে দেশ বাঁচাবে ‘ইন্ডিয়া’-ই, এনডিএ-কে উড়িয়ে দাবি মমতার। রাজ্যে উদ্বোধন একাধিক প্রকল্পের। ঘোষণা ‘দুয়ারে সরকার’ প্রকল্পের নয়া পর্বেরও। পঞ্চায়েতে সবুজ ঝড়ের পর ভাঙড়ে বিজয়োৎসব তৃণমূলের। অনুষ্ঠানে নওশাদকেও আমন্ত্রণ শওকতের। বিরোধীদের ওয়াকআউটের মাঝেই লোকসভায় পাশ দিল্লি অর্ডিন্যান্স বিল। দিল্লির আমলাদের নিয়ন্ত্রণের ক্ষমতা কেন্দ্রের হাতেই। ব্যাট হাতে আর দেখা যাবে না মনোজ তিওয়ারিকে। ৩৭ বছর বয়সে অবসর ঘোষণা বাংলা দলের অধিনায়কের।
হেডলাইন:
আরও শুনুন: 02 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- ফ্ল্যাট দুর্নীতি নিয়ে অভিযোগ ওড়ালেন নুসরত, মুখ খুললেন মমতাও
আরও শুনুন: 01 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- আইনশৃঙ্খলা নিয়ে ফের সুপ্রিম ভর্ৎসনার মুখে মণিপুর সরকার
বিস্তারিত খবর:
1. আগামী লোকসভা ভোটে INDIA জোটের জয় নিয়ে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তিনি সাফ জানালেন, ‘আগামী নির্বাচনে INDIA জোটই জিতবে, বাঁচবে দেশ।’ গোটা দেশ জুড়ে হিংসা ছড়াচ্ছে বিজেপি, এই অভিযোগ তুলেই এবার দেশ বাঁচানোর ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। INDIA জোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কটাক্ষ নিয়ে তাঁর প্রতিক্রিয়া কী, এর জবাবে মমতা বলেন, “INDIA জোটের লক্ষ্য দিল্লি। INDIA আমাদের দেশ। আমাদের এই বিরোধীদের জোট সেই মাতৃভূমির পক্ষে, মাতৃভূমির জন্য। দেশকে বাঁচাতে এই জোট।” বিজেপিকে নিশানা করে তিনি আরও বলেন, “ওদের অভিধান হল সন্ত্রাসের অভিধান। দলিতদের উপর অত্যাচার, সংখ্যালঘুদের উপর অত্যাচার। ওরা হিংসার আশ্রয় নেবে, আর সব কিছুকে গেরুয়া বানিয়ে দেবে। গেরুয়া রং পবিত্র রং। ত্যাগের প্রতীক। ত্যাগের প্রতীককে যদি ওরা অত্যাচারের প্রতি হিসেবে ব্যবহার করে তাহলে মানুষ মেনে নেবে না।” গৈরিকীকরণ নিয়ে বিজেপিকে তোপ দেগেই চব্বিশে পালটা লড়াইয়ের সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ঐতিহ্যবাহী ডুরান্ড কাপেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ফের রাজ্যে শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’। ১-১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ‘দুয়ারে সরকার’। এবার ওই শিবির থেকে মোট ৩৫টি পরিষেবা পাওয়া যাবে।
2. পঞ্চায়েত নির্বাচনে সবুজ ঝড়ের পর ভাঙড়ে বিজয়োৎসব তৃণমূলের। আগামী ১৩ আগস্টের সেই অনুষ্ঠানে নওশাদ সিদ্দিকিকে আমন্ত্রণ জানাতে চান শওকত মোল্লা। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বৃহস্পতিবার বলেন, ভাঙড়ের শোনপুরে তৃণমূলের বিজয় উৎসবে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হবে নওশাদকে। এমনকি নওশাদ অনুষ্ঠানে যোগ দিলে তাঁর নিরাপত্তার বন্দোবস্তও করবেন শওকত-ই, এমনটাই আশ্বাস তৃণমূল বিধায়কের।
পঞ্চায়েত ভোটের আগে বিধানসভায় একসঙ্গে দেখা গিয়েছিল দুই বিধায়ককে। সম্প্রীতির বার্তাও দিয়েছিলেন তাঁরা। কিন্তু তৃণমূলের বিজয়োৎসবে কোনও মতেই যাবেন না তিনি, এ কথা সাফ জানিয়ে দিলেন নওশাদ। তাঁর কথায়, মনোনয়ন পর্ব থেকেই অশান্তি হয়েছে ভাঙড়ে। পঞ্চায়েত নির্বাচনে আদৌ মানুষের রায়ে জেতেনি তৃণমূল। তাই আমন্ত্রণ রক্ষার কোনও প্রশ্নই ওঠে না, আগেভাগেই জানিয়ে দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।