বর্তমানে কোনও মহিলার জীবন ডিভোর্সের পর যেমনটা হয়, তেমনভাবেই জীবন কাটিয়েছিলেন সীতা। সম্প্রতি এমন মন্তব্য করেন মধ্যপ্রদেশের মন্ত্রী মোহন যাদব। গেরুয়া শিবিরের ওই নেতার এই মন্তব্যের জেরেই উসকে উঠেছে বিতর্ক। আসুন, শুনে নেওয়া যাক।
রাম-সীতাকে নিয়ে মন্তব্য করতে গিয়েই এবার বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী মোহন যাদব। সম্প্রতি গেরুয়া শিবিরের এক অনুষ্ঠানে সীতাকে ইদানীং কালের বিবাহবিচ্ছিন্না মহিলাদের সঙ্গে তুলনা করেন তিনি। আর তাঁর সেই মন্তব্যকে হাতিয়ার করেই তোপ দেগেছে বিরোধী শিবির। ওই বিজেপি নেতার পদত্যাগের দাবি জানিয়ে সুর চড়িয়েছে কংগ্রেস। সব মিলিয়ে, সীতাকে ঘিরে এহেন মন্তব্যের জেরে কার্যত ব্যাকফুটে সে রাজ্যের শাসক দল।
আরও শুনুন: নকল IPS সেজে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, চাওয়ালার কীর্তিতে হতবাক প্রশাসন
ঠিক কী বলেছেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী?
সম্প্রতি উজ্জয়িনীর নাগড়া এলাকায় করসেবক সম্মান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই অংশ নিয়েছিলেন মোহন যাদব। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এত দুঃখ কষ্টের পরেও সীতা মায়ের মনে তাঁর স্বামীর জন্য এতটাই শ্রদ্ধা ছিল যে তিনি সবকিছু ভুলে শ্রীরামের জীবনের জন্য প্রার্থনা করেন। আজকের নিরিখে দেখলে তাঁর জীবন আদতে এক বিবাহবিচ্ছিন্ন মহিলার জীবনের মতোই।” আর তাঁর এই মন্তব্যকে ঘিরেই জোরালো হয়েছে বিতর্ক। বিশেষ করে প্রধান বিরোধী দল কংগ্রেসের তরফ থেকে তীব্র আক্রমণ শানানো হয়েছে এই বক্তব্যের প্রতি। হাত শিবিরের নেতা এবং সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং সরাসরি তোপ দেগেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান-এর উদ্দেশে। তাঁর সাফ দাবি, “শ্রীরাম এবং সীতা মায়ের প্রতি যদি আপনার এতটুকুও শ্রদ্ধা থাকে, তবে মন্ত্রী মোহন যাদবকে এখনই মন্ত্রিসভা থেকে বরখাস্ত করুন।” একইভাবে বজরং দলকে বিঁধতেও ছাড়েননি তিনি। কংগ্রেস নেতা বলেছেন, “যারা নিজেদের রামভক্ত বলে সবসময়, বজরং দলের সেই বাহুবলীরা এখন কোথায় লুকিয়ে? তোমরা এই মন্ত্রীর পদত্যাগ চাইবে না?” বিজেপি নেতার মন্তব্যকে হাতিয়ার করে এভাবেই টুইটে সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা।
আরও শুনুন: রাম-সীতা থেকে কর্ণ-দ্রৌপদী, ছট পালনের বর্ণনা মেলে রামায়ণ-মহাভারতেও
রামকে ঘিরে যে গেরুয়া শিবিরের রাজনীতি অনেকখানিই আবর্তিত হয়, সে কথা আর নতুন নয়। তবে এবার রাম সীতাকে নিয়ে মন্তব্য করেই উলটে বিপাকে গেরুয়া শিবির। বিজেপিকে তাদের নিজের অস্ত্রেই আঘাত করার জন্য উদ্যত বিরোধী শিবির, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।