মুসলিম প্রধান দেশ। অথচ সেখানেও ট্রেন্ডিং কুম্ভ। তালিকায় পাকিস্তান, বাংলাদেশ, আরব সহ আরও অনেক দেশই রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের ধর্মীয় মেলা সম্পর্কে কেন এত আগ্রহ ভিনদেশের বাসিন্দাদের? ঠিক কোন তথ্যের খোঁজে পাকিস্তান-বাংলাদেশ? আসুন শুনে নেওয়া যাক।
দেশের অধিকাংশ বাসিন্দাই মুসলিম। সেই অর্থে কুম্ভের সঙ্গে যোগ নেই। অথচ নেটদুনিয়ায় তাঁরা খোঁজ করছেন কুম্ভের। জানতে চাইছেন বিভিন্ন তথ্য। সম্প্রতি এমনটাই জানাল গুগল। এমনিতে বছরের শেষে এই ধরনের সমীক্ষার ফল প্রকাশ্যে আনে এই আন্তর্জাতিক সংস্থা। তবে চলতি বছরের শুরুতেই গুগলের তরফে জানানো হয়েছে, বিশ্বজুড়ে ব্যাপক খোঁজ চলছে কুম্ভমেলার। তালিকায় একাধিক মুসলিম দেশও রয়েছে।
:আরও শুনুন:
কুম্ভে আগত হিন্দুদের গোলাপ দিয়ে বরণ করুন মুসলিমরা, পরামর্শ মৌলানার
১৪৪ বছরের অপেক্ষা শেষে মহাকুম্ভের আসর বসেছে। তাই এবারের কুম্ভ ধর্মীয় কারণে বিশেষ। ইতিমধ্যেই বহু ভক্ত পুণ্যস্নান সেরেছেন। তাঁদের কেউ কেউ মেলা প্রাঙ্গণে রয়েছেন, কেউ এখনও এসে পৌঁছননি। তালিকায় যে স্রেফ ভারতীয়রাই রয়েছেন এমন নয়। বিদেশ থেকেও এসেছেন বহু ভক্ত। বিশ্বজুড়ে কুম্ভ সম্পর্কে খোঁজ করছেন অনেকে। কিন্তু মুসলিম দেশেও এই ধর্মীয় মেলা নিয়ে চর্চা হওয়া বিরল। অথচ গুগল বলছে তেমনটাই হচ্ছে। আরব, কাতার, বাহরিন সহ বিভিন্ন প্রদেশে কুম্ভ সম্পর্কে আগ্রহ বাড়ছে মানুষের। কী এমন হয় এই মেলায়, কেন এত ভিড়, এই সব জানতে চাইছেন ভিনদেশের মুসলিমরাও। তালিকায় পাকিস্তান-বাংলাদেশও রয়েছে। প্রতিবেশী দেশ হওয়ার সুবাদে এখানকার হিন্দুরাও একসময় কুম্ভমেলায় আসতেন। তবে দুই দেশের সঙ্গে ভারতের বর্তমান কূটনৈতিক সম্পর্ক সেই অভ্যাসে ছেদ টেনেছে। ইচ্ছা থাকলেও অনেকেই কুম্ভে হাজির হতে পারছেন না। তাই ঘরে বসেই এই মেলা সম্পর্কে খোঁজ চালাচ্ছেন তাঁরা। আর তাতেই গুগল ট্রেন্ডে উঠে এসেছে কুম্ভ মেলার নাম।
:আরও শুনুন:
কুম্ভমেলায় স্বাগত মুসলিমরাও, তবে বিশেষ শর্তে, যোগী আদিত্যনাথ বলছেন…
তবে সবক্ষেত্রেই যে ইতিবাচক ভাবনায় খোঁজ চলছে এমনটা মানতে নারাজ ওয়াকিবহাল মহল। এত বড় মেলায় নাশকতার ছক কষতে পারে দুষ্কৃতীরা এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর সেক্ষেত্রে সন্দেহের তালিকায় পাকিস্তান-বাংলাদেশও থাকতেই পারে। তবে যেভাবে কুম্ভের নিরাপত্তার নজর রাখছে যোগী প্রশাসন তাতে এই ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাও সাবধানের মার নেই, তাই নিরাপত্তায় এতটুকু খামতি রাখছে না যোগী সরকার। এই আবহে গুগল ট্রেন্ডে কুম্ভের নাম আসায় একইসঙ্গে আপ্লূত এবং উদ্বিগ্ন মেলা কর্তৃপক্ষ। সকলেই যেভাবে কুম্ভ সম্পর্কে জানতে চাইছেন তা আগামীদিনে এই মেলাকে আরও বড় পরিসরে নিয়ে যাবে, একইসঙ্গে কে কোন উদ্দেশ্য নিয়ে এই খোঁজ চালাচ্ছেন তা জানা নেই, তাই রয়েছে চাপা উদ্বেগও।