ভক্তদের জন্য সুখবর। শনিবার থেকে দুবেলাই খুলবে কালীঘাট মন্দির। ডালা নিয়ে পুজো দেওয়ার ক্ষেত্রেও কাটল বাধা। কোভিডবিধি মেনে দিনের নির্দিষ্ট সময়ে দর্শনার্থীরা প্রবেশও করতে পারবেন গর্ভগৃহে। কোন কোন সময় তার অনুমতি দেওয়া হল? আসুন জেনে নেওয়া যাক।
করোনা কাঁটায় বন্ধ হয়েছিল সবই। স্বাভাবিক সব ব্যবস্থাই বেহাল হয়েছিল প্রায়। ব্যতিক্রম নয় মন্দিরও। প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ হয়েছিল মন্দিরের দরজা। নিয়মিত পুজো দেওয়া থেকেও তাই বঞ্চিত হতে হয়েছিল দর্শনার্থীদের। পরিস্থিতি বদলানোয় অবশ্য এসেছে সুসংবাদ। খুলেছে মন্দির। তবে, করোনার কারণেই জারি ছিল নানা বিধিনিষেধ।
আরও শুনুন: Poppy Seeds: ছেঁকা দিচ্ছে বাঙালির সাধের পোস্ত, কেন এত দাম বাড়ছে জানেন?
একই কারণে কালীঘাট মন্দির খুললেও জারি ছিল নানারকম নিয়ম।রাজ্যের করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে এলে যখন কোভিডবিধি মেনে মন্দির খুলতে থাকে, তখনই খুলে দেওয়া হয় কালীঘাট মন্দির। তবে সঙ্গত কারণেই কিছু বাধানিষেধ ছিল। মাতৃমূর্তির সামনে যাওয়া বা বাইরের ফুল-জল নিয়ে প্রবেশের অনুমতি মিলছিল না। তবে শনিবার থেকে ফের চেনা ছন্দে ফিরছে কালীঘাট।
আরও শুনুন: রাজ্যে হানা দিল Delta Variant, ভ্যাকসিন নেওয়া থাকলে কি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে?
আবার গর্ভগৃহে ঢুকে পুজো দিতে পারবেন দর্শনার্থীরা। সঙ্গে নিয়ে যেতে পারবেন ডালা। পাশাপাশি ভক্তদের জন্য দু-বেলাই খোলা থাকবে মন্দির। তবে প্রত্যেককে কঠোরভাবে মানতে হবে কোভিড বিধি।
মন্দিরের তরফে জানানো হয়েছে, কোভিড পরিস্থিতি বিবেচনা করে ফের দু-বেলাই মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে ১২ টা পর্যন্ত এবং বিকেলে ৪-৭ টা পর্যন্ত গর্ভগৃহে প্রবেশ করে পুজো দিতে যেতে পারবেন ভক্তরা। একবারে ১০ জন প্রবেশ করতে পারবেন। কঠোরভাবে মানতে হবে কোভিড বিধি। মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক।
মন্দির খুলতেই শনিবার দেখা গেল লাইনে দর্শনার্থীরা। তবে সকলেই বিধি মেনে লাইনে দাঁড়িয়েছেন। দীর্ঘদিন পরে স্বাভাবিক ভাবে পুজো দিতে পেরে স্বভাবতই খুশি ভক্তরা। এভাবে সকলে নিয়ম মেনে চললে মন্দির খোলা রেখে শান্তিপূর্ণভাবে পুজো দেওয়ায় সমস্যা হবে না বলেই মনে করছে কর্তৃপক্ষ।