পোষ্য কুকুরের তাড়া খেয়ে তিন তলা থেকে ঝাঁপ দিয়েছেন এক যুবক। জানা গিয়েছে, খাবার ডেলিভারি করতে গিয়ে তাঁর সঙ্গে এমন কাণ্ড ঘটেছে। আপাতত গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। কীভাবে ঘটেছে এই ঘটনা? আসুন, শুনে নিই।
বাড়িতে খাবার ডেলিভারি করতে গিয়ে চরম হেনস্তার শিকার হতে হল এক বছর ২৪-এর যুবককে! হিংস্র এক পোষ্য কুকুরের তাড়া খেয়ে তিন তলা থেকে ঝাঁপ দিতে বাধ্য হলেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর ভাবে আহত হয়েছেন তিনি।
আরও শুনুন: নেই দুটি হাতই, বলিউডি গানে প্রাণ খুলে নাচ তরুণীর, মুগ্ধ নেটিজেনরা
কুকুরের স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী অচেনা কাউকে দেখলেই এরা বেশ উত্তেজিত হয়ে ওঠে। সাধারণ প্রজাতির কুকুর, অচেনা ব্যক্তি বিপজ্জনক নন বুঝতে পারলে, একটু ডাকাডাকি করে আবার শান্ত হয়ে যায়। কিন্তু হিংস্র প্রজাতির কিছু কুকুর অচেনা কাউকে দেখলেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। তাই সঠিক প্রশিক্ষক ছাড়া এই ধরনের কুকুরকে সামলানো খুবই কঠিন। তাই এমন কুকুর বাড়িতে থাকলে দরজায় নোটিস দিয়ে বহিরাগতদের সতর্ক করা থাকে। হায়দরাবাদের একটি বাড়িটিতেও ছিল একটি জার্মান শেফার্ড। যা খুবই হিংস্র প্রজাতির একটি কুকুর। বলা হয়, পরিণত বয়সে এই কুকুরের আকার নাকি নেকড়ে বাঘের মতো বড় হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, এই কুকুরটির বর্তমান বয়স ১১। সুতরাং আকারে বহরে তাকে পরিণতই বলা চলে। স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী অচেনা কাউকে দেখলেই বেশ উত্তেজিত হয়ে পড়ে এই কুকুরটি। তাই এদিনও খাবার ডেলিভারি করতে আসা অচেনা যুবককে দেখা মাত্র চিৎকার করতে শুরু করে সে। আহত ডেলিভারি বয় রিজওয়ানের বয়ান অনুযায়ী, এদিন তিনি বানজারা হিলস অঞ্চলের একটি বিল্ডিংয়ের তিনতলায় অবস্থিত একটি ফ্ল্যাটে খাবার ডেলিভারি করতে গিয়েছিলেন। কিন্তু সেই ফ্ল্যাটে যে এমন হিংস্র প্রজাতির একটি কুকুর আছে, তা তিনি আগে থেকে জানতেন না। তাঁর বক্তব্য, দরজা খোলার সঙ্গে সঙ্গে কুকুরটি খুবই জোরে চিৎকার করতে শুরু করে। তাকে দেখে প্রথমেই বেশ ভয় পেয়ে যান রিজওয়ান। মনের অজান্তেই কিছুটা পিছিয়ে আসেন তিনি। হঠাৎই কুকুরটি তাঁর দিকে ছুটে আসে। আচমকা এই আক্রমণে আরও ভয় পেয়ে যান রিজওয়ান। এবং কুকুরের আক্রমণ থেকে বাঁচতে কিছু না ভেবেই তিন তলা থেকে ঝাঁপ দেন তিনি। ফ্ল্যাটের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই মাটিতে পড়ে যান রিজওয়ান।
আরও শুনুন: ছুটিতে সহকর্মীকে বিরক্ত করলেই ১ লক্ষ টাকা জরিমানা, কেন এমন নিয়ম জারি সংস্থার?
হঠাৎ যে এমন একটা কাণ্ড ঘটে যাবে সেকথা ভাবতেও পারেননি তাঁরা। তবু সঙ্গে সঙ্গে সেই ফ্ল্যাটের বাসিন্দা তথা কুকুরটির মালিক কে. শোভনা একটি অ্যাম্বুলেন্স ডাকেন। আশঙ্কাজনক অবস্থায় রিজওয়ানকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা হয়। জানা গিয়েছে, মাথায় গভীর চোট পেয়েছেন তিনি। তবে আপাতত বিপদমুক্ত। এদিকে ঘটনার কথা জানার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন রিজওয়ানের বাড়ির সদস্যরা। ইতিমধ্যেই রিজওয়ানের দাদা পুলিশের কাছে কে. শোভনার নামে একটি অভিযোগও দায়ের করেছেন। তাঁর বয়ান অনুযায়ী পুলিশ, কুকুরটির মালিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। তবে এখনও তদন্ত চলছে বলেই জানানো হয়েছে পুলিশের তরফে। কিছুদিন আগেই পোষ্য কুকুরের কামড়ে বাড়ির সদস্যের মৃত্যুর খবর শোনা গিয়েছিল। এই নিয়ে দেশজুড়ে বেশ আলোড়নও দেখা দিয়েছিল। এই ঘটনা যেন ফের সেই মর্মান্তিক ঘটনার কথা মনে করিয়ে দিল।